প্রশ্নঃ ‘বংশগতি- সংক্রান্ত সূত্র’ প্রথম উদ্ভাবক কে?
উত্তরঃ বিজ্ঞানী মেন্ডল।
প্রশ্নঃ ‘ট্রানজিস্টার’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ডব্লু শকলে।
প্রশ্নঃ ‘টেলিফোন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ গ্রাহাম বেল।
প্রশ্নঃ ‘টেলিগ্রাফিক কোড’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ স্যামুয়েল মোর্স।
প্রশ্নঃ ‘রেডিও-ট্রান্সমিশন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ আলেকজান্ডারসন।
প্রশ্নঃ ‘রেডিও-টেলিফোন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ লী. ডি.ফরেস্ট।
প্রশ্নঃ ‘রেডিও’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ মার্কনী।
প্রশ্নঃ ‘টেলিভিশন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ জে. এর. বেয়ার্ড।
প্রশ্নঃ ‘মাইক্রোফোন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ বার্লিনার।
প্রশ্নঃ ‘গ্রামোফোন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ টমাস আলভা এডিসন।
প্রশ্নঃ ‘টেলিপ্রিন্টার’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ এডোয়ার্ড ক্লেইশমিট।
প্রশ্নঃ ‘টাইপরাইটার’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ শোলেশ।
প্রশ্নঃ ‘ক্যালকুলেটিং’ মেশিনের আবিষ্কারক কে?
উত্তরঃ প্যাসক্যাল।
প্রশ্নঃ ‘টর্পেডো’ আবিষ্কার করেন কে?
উত্তরঃ রবার্ট হোয়াইটহেড।
প্রশ্নঃ ‘রোল ফিল্ম’ আবিষ্কার করেন কে?
উত্তরঃ জর্জ ইস্টম্যান।
প্রশ্নঃ ‘রঙিন ফটোগ্রাফি’এর আবিষ্কারক কে?
উত্তরঃ গিব্রায়েল লিপম্যান।
প্রশ্নঃ ‘ফটোগ্রাফি’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ এল. ডগারে।
প্রশ্নঃ ‘মাইক্রোফিল্ম’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ডঃ ফ্রেডারিক।
প্রশ্নঃ ‘সিসমোগ্রাফি’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ টমাস আলভা এডিসন।
প্রশ্নঃ ‘এক্স-রে মেশিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ রন্টজেন।
প্রশ্নঃ ‘টেলিস্কোপ’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ গ্যালিলিও।
প্রশ্নঃ ‘রাবারের টায়ার’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ জন ডানলপ।
প্রশ্নঃ ‘রবার ভলকানাইজিং’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ গুড ইয়ার।
প্রশ্নঃ ‘নাইলন প্লাস্টিক’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ক্যারোথার্স।
প্রশ্নঃ ‘আন্টি- পোলিও ভ্যাকসিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ জোনাস ই. সল্ক।
প্রশ্নঃ ‘সালফা ড্রাগ’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ডোমাগক।
প্রশ্নঃ ‘ডি.ডি.টি.’এর আবিষ্কারক কে?
উত্তরঃ পল ম্যূলার।
প্রশ্নঃ ‘ম্যালেরিয়া জীবাণু’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ রোনাল্ড রস।
প্রশ্নঃ ‘যক্ষার জীবাণু’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ রবার্ট কোচ।
প্রশ্নঃ ‘কলেরার জীবাণু’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ রবার্ট কোচ।
প্রশ্নঃ ‘জলাতঙ্ক’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ লুই পাস্তুর।
প্রশ্নঃ ‘ইনসুলিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ এফ. ব্যান্টিং।
প্রশ্নঃ ‘ভিটামিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ফাংক।
প্রশ্নঃ ‘ক্লোরোফরম’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ সিম্পসন ও হ্যারিসন।
প্রশ্নঃ ‘অ্যাসপিরিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ড্রেসার।
প্রশ্নঃ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট আটটির ( মৌলের ৯৪-১০১) আবিষ্কারক কে?
উত্তরঃ গ্লেন সীবর্গ।
প্রশ্নঃ ‘রাডার’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ রবার্ট ওয়াটসন ওয়াট।
প্রশ্নঃ ‘রিভলবার’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ কোল্ট।
প্রশ্নঃ ‘মেশিন গান’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ গ্যাটলিং।
প্রশ্নঃ ‘মিলিটারি ট্যাঙ্ক’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ সুইনটন।
প্রশ্নঃ ‘এটম বোমা’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ওপেন হাইমার।
প্রশ্নঃ ‘হেলিকপ্টার’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ব্রেকেট।
প্রশ্নঃ ‘সাবমেরিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ বুশওয়েল।
প্রশ্নঃ ‘জেট প্লেন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ফ্রাঙ্ক হোয়াইট।
প্রশ্নঃ ‘অটোমোবাইল’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ অস্টিন।
প্রশ্নঃ ‘ট্রাক্টর’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ হল্ট।
প্রশ্নঃ ‘ডিজেল ইঞ্জিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ডিজেল।
প্রশ্নঃ ‘রেলওয়ে স্টিম ইঞ্জিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ স্টিফেনসন।
প্রশ্নঃ ‘স্টিম ইঞ্জিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ জেমস ওয়াট।
প্রশ্নঃ ‘বাইসাইকেল’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ম্যাকমিলান।
প্রশ্নঃ ‘স্পুটনিক’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ স্যাটিলাইট, রাশিয়ান বৈজ্ঞানিক।
প্রশ্নঃ ‘লাইনোটাইপ’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ মার্গান থেলার।
প্রশ্নঃ ‘ প্রিন্টিং প্রেস’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ গুডেনবার্গ ও ক্যাক্সটন।
প্রশ্নঃ ‘রোটারি প্রেস’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ হো।
প্রশ্নঃ ‘অন্ধদের জন্য প্রিন্টিং’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ লুই ব্রেইল।
প্রশ্নঃ ‘ফাউন্টেন পেন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ওয়াটারম্যান।
প্রশ্নঃ ‘সেলাই মেশিন’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ইলিয়াস হো।
প্রশ্নঃ ‘হোমিওপ্যাথি চিকিৎসা’ এর উদ্ভাবক কে?
উত্তরঃ স্যামুয়েল হ্যানিম্যান।
প্রশ্নঃ ‘পোলিও রোগের টিকা’ এর উদ্ভাবক কে?
উত্তরঃ জোনাস সল্ক।
প্রশ্নঃ ‘ধুমকেতু’ এর আবিষ্কারক কে?
উত্তরঃ ডঃ লুবো কোহোটেক।
0 Comments