বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও ভৌগোলিক অবস্থান
বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু ভৌগোলিক অবস্থানঃ ২০⁰ ৩৪′ থেকে ২৬⁰ ৩৮′ উত্তর অক্ষাংশে এবং ৮৮⁰ ০১′ থেকে ৯২⁰ ৪১′ পূর্ব দ্রাঘিমাংশ। বৃষ্টিপাত অঞ্চলঃ সর্বোচ্চ – সিলেট এর লালাখাল এবং সর্বনিম্ন – নাটোরের লালপুর।
বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু
বাংলাদেশের জলবায়ুঃ ক্রান্তীয় মৌসুমী। গড় বৃষ্টিপাতঃ ২০৩ সেন্টিমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ আগারগাঁও ঢাকা। বাংলাদেশ কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কয়টি? উত্তরঃ ১২ টি।.
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতির তথ্য
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীঃ ৫০ টি। মাতৃতান্ত্রিক ক্ষুদ্রনৃগোষ্ঠীঃ ২ টি (গারো ও খাসিয়া)। মুসলিম ক্ষুদ্রনৃগোষ্ঠীঃ পাঙন। বৃহত্তম ক্ষুদ্রনৃগোষ্ঠীঃ চাকমা। ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা আনুমানিকঃ ১৫ লক্ষ ৮৬ হাজার ১১৪ জন (পঞ্চম আদমশুমারি-২০১১)।
বাংলাদেশ বিষয়াবলী-- আয়তন ও সীমানা এবং উপনাম
বাংলাদেশের মোট আয়তনঃ ১৪৭৫৭০ বর্গ কিমি বা ৫৬৯৭৭ বর্গমাইল। মোট সীমানাঃ ৫১৩৮ কিমি। স্থল সীমাঃ ৪,৪২৭ কিমি। জলসীমাঃ ৭১১ কিমি। সীমান্তবর্তী দেশঃ ভারত ও মিয়ানমার। সীমানাঃ উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম,----
0 Comments