Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

বাংলা সাহিত্য

দ্বিতীয় অধ্যায়ঃ প্রাচীন যুগ (বাংলা সাহিত্য)

👷Softpediaonline for us ⌚ Saturday, March 26, 2022

*চর্যাপদ আবিষ্কৃত হয়– নেপালের রাজদরবার থেকে। (২৮তম বিসিএস) *চর্যাপদ আবিষ্কৃত সাল– ১৯০৭ সালে। (৩৪তম, ৩০তম বিসিএস) *চর্যাপদের পুঁথি গুলো বই আকারে প্রকাশিত হয়– ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। *চর্যাপদের পদগুলো রচিত– মাত্রাবৃত্ত ছন্দে। (৩৩তম বিসিএস) *‘চর্যাচর্যবিনিশ্চয়’ এর অর্থ– কোনটি আচরণীয়, আর কোনটি নয়। (৩৭তম বিসিএস) *‘চর্যাপদ’ এর আবিষ্কারক- হরপ্রসাদ শাস্ত্রী। (১৭তম বিসিএস)--

W3.CSS

বাংলা সাহিত্যের আধুনিক যুগ

👷Softpediaonline for us ⌚ Sunday, April 03, 2022

*ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়– ১৮০১ সালে। (২৬ তম বিসিএস) *বত্রিশ সিংহাসন এর রচয়িতা – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম বিসিএস) *ফোট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন– রামরাম বসু। (৩৮ তম বিসিএস) *‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠী মুখপাত্র রূপে পত্রিকা ছিল– জ্ঞানান্বেষণ (৩৬ তম বিসিএস) *বাংলা সাহিত্যের প্রথম গদ্যের সূচনা হয়– উনিশ শতকে। (২৮ তম বিসিএস) *বাংলাপিডিয়া প্রকাশিত হয়– ২০০৩ সালে।---

W3.CSS

বাংলা সাহিত্যেরঃ পত্রিকা, সাময়িকী ও সম্পাদক

👷Softpediaonline for us ⌚ Tuesday, April 12, 2022

*ভারতবর্ষে প্রথম মুদ্রিত সংবাদপত্র– বেঙ্গল গেজেট। *ভারতবর্ষে প্রথম মুদ্রিত সংবাদপত্র কত সালে– ১৭৮০ সালে। *বাংলা ভাষায় প্রথম পত্রিকার নাম– দিকদর্শন। *বাংলা ভাষায় প্রথম পত্রিকার প্রকাশকাল–১৮১৮ সাল। *বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ করেন– শ্রীরামপুরের মিশনারীরা। *সমাচার দর্পণ পত্রিকা সম্পাদক ছিলেন– জন ক্লার্ক মার্শম্যান। *‘সমাচার দর্পণ’ কেমন পত্রিকা ছিল– সাপ্তাহিক পত্রিকা।---

W3.CSS

Post a Comment

0 Comments