Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

24th BCS Preliminary (Cancelled) Test Questions and Answers:

 


২৪তম বিসিএস প্রিলিমিনারি (বাতিল) টেস্ট প্রশ্ন উত্তরঃ


Bangla Grammar and Bangla Literature


১) প্রশ্নঃ- ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের।


২) প্রশ্নঃ- কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত?

উত্তরঃ- মানব মুকুট।


৩) প্রশ্নঃ- ‘সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে।’ এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

উত্তরঃ- বিশেষ্য।


৪) প্রশ্নঃ- ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৫) প্রশ্নঃ- সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘পত্রিকার’ নাম কি?

উত্তরঃ- সমকাল।


৬) প্রশ্নঃ- ‘ফনিমনসা’ কাব্যের রচয়িতা কে?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।


৭) প্রশ্নঃ- বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?

উত্তরঃ- প্রবন্ধ।


৮) প্রশ্নঃ- বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন?

উত্তরঃ- মুহাম্মদ শহীদুল্লাহ।


৯) প্রশ্নঃ- সনেটের ক’টি অংশ?

উত্তরঃ- দুটি।


১০) প্রশ্নঃ- ‘কাঁচি’ কোন ভাষার শব্দ?

উত্তরঃ- তুর্কি।


১১) প্রশ্নঃ- ‘কাঁটা-কুঞ্জে বসি' তুই গাঁথিবি মালিকা দিয়ে গেনু ভালে তোর বেদনার টিকা’ – এই উক্তিটি কোন কবির রচনা?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।


১২) প্রশ্নঃ- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

উত্তরঃ- আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।


১৩) প্রশ্নঃ- কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

উত্তরঃ- উত্তরাধুনিকতাবাদ।


১৪) প্রশ্নঃ- ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ- শামসুদ্দীন আবুল কালাম।


১৫) প্রশ্নঃ- ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ- কাজী আবদুল ওদুদ।


১৬) প্রশ্নঃ- ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে —

উত্তরঃ- ফারসি ও ইংরেজি শব্দ।


১৭) প্রশ্নঃ- ‘হাত-ভারি’ বাগধারার অর্থ —

উত্তরঃ- কৃপণ।


১৮) প্রশ্নঃ- ‘লাজ’ কোন ধরনের শব্দ?

উত্তরঃ- বিশেষ্য।


১৯) প্রশ্নঃ- ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে?

উত্তরঃ- ১৯২৬।


২০) প্রশ্নঃ- ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।


English Grammar and English Literature


Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.

২১) প্রশ্নঃ- Conscious : areless.

উত্তরঃ- Careful : Indifferent.


২২) প্রশ্নঃ- Hardly

উত্তরঃ- useful.


২৩) প্রশ্নঃ- Viable

উত্তরঃ- capable.


২৪) প্রশ্নঃ- Gullible.

উত্তরঃ- easily deceived.


২৫) প্রশ্নঃ- The Second World War II broke — in September, 1939.

উত্তরঃ- out.


২৬) প্রশ্নঃ- The government gave — the demand of the people.

উত্তরঃ- into.


২৭) প্রশ্নঃ- She is beautiful but she is — her mother.

উত্তরঃ- not so beautiful as.


২৮) প্রশ্নঃ- The ministers arrived — a decision last night.

উত্তরঃ- at.


২৯) প্রশ্নঃ- I thought that — was the last one.

উত্তরঃ- the prettiest one of all.


৩০) প্রশ্নঃ- I don't think you will have any difficulty — a driving license.

উত্তরঃ- in getting.


৩১) প্রশ্নঃ- Please — the necessity of arriving early.

উত্তরঃ- emphasise.


৩২) প্রশ্নঃ- At last one of the students — full marks every time.

উত্তরঃ- gets.


৩৩) প্রশ্নঃ- My wife reminded me —.

উত্তরঃ- at my appointment.


৩৪) প্রশ্নঃ- The team is — eleven players.

উত্তরঃ- made up of.


৩৫) প্রশ্নঃ- We need two hundred dollars — this to pay for everything.

উত্তরঃ- besides.


৩৬) প্রশ্নঃ- My friend always goes home — foot.

উত্তরঃ- on.


৩৭) প্রশ্নঃ- In order to improve farming methods, we need —.

উত্তরঃ- machinery.


৩৮) প্রশ্নঃ- My uncle arrived while I — I the dinner.

উত্তরঃ- was cooking.


৩৯) প্রশ্নঃ- I decided to go — with my friend as I needed some exercise.

উত্তরঃ- for a walk.


৪০) প্রশ্নঃ- I don't mind — with the cooking but I am not going to wash the dishes.

উত্তরঃ- helping.


General Mathematics


৪১) প্রশ্নঃ- কে গণিতবিদ নন?

উত্তরঃ- ইবনে খলদুন।


৪২) প্রশ্নঃ- ২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

উত্তরঃ- ১০ টি।


৪৩) প্রশ্নঃ- ১, ১, ২, ৩, ৫, ৮, ……..এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?

উত্তরঃ- ২১।


৪৪) প্রশ্নঃ- টিপুর বোনের বয়স ত্রিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

উত্তরঃ- ২৪ বছর।


৪৫) প্রশ্নঃ- কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

উত্তরঃ- ১/১১।


৪৬) প্রশ্নঃ- ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?

উত্তরঃ- ১৩, ৭৭, ৯১, ১৪৩।


৪৭) প্রশ্নঃ- একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজের জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

উত্তরঃ- ১১ টাকা।


৪৮) প্রশ্নঃ- ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

উত্তরঃ- ৩০%।


৪৯) প্রশ্নঃ- ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘন্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় ৫০ মাইল যাওয়া হবে?

উত্তরঃ- ১০২ মিনিট।


৫০) প্রশ্নঃ- ০.১ এর বর্গমূল কত?

উত্তরঃ- কোনোটিই নয় (ক. ০.১, খ. ০.০০১, গ. ০.২৫, ঘ. কোনোটিই নয়)।


Post a Comment

0 Comments