Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

বাংলাদেশ বিষয়াবলী-- আয়তন ও সীমানা এবং উপনাম


আয়তন ও সীমানা

  •  বাংলাদেশের মোট আয়তনঃ ১৪৭৫৭০ বর্গ কিমি বা ৫৬৯৭৭ বর্গমাইল।
  •  মোট সীমানাঃ ৫১৩৮ কিমি
  •  স্থল সীমাঃ ৪,৪২৭ কিমি
  •  জলসীমাঃ ৭১১ কিমি
  •  সীমান্তবর্তী দেশঃ ভারত ও মিয়ানমার
  •  সীমানাঃ উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়;  পূর্বে- ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার;  পশ্চিমে- ভারতের পশ্চিমবঙ্গ, এবং দক্ষিনে- বঙ্গোপসাগর।
  • বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীঃ  বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)
  • ভারতের সীমান্ত বাহিনীঃ বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)
  •  মিয়ানমারের সীমান্ত বাহিনীঃ  বর্ডার গার্ড পুলিশ (BGF)
  •  ভারতের সাথে সীমান্তঃ ৪,১৫৬কিমি
  •  মিয়ানমারের সাথে সীমান্তঃ ২৭১  কিমি
  •  আঞ্চলিক সমুদ্রসীমাঃ ১২ নটিক্যাল মাইল ( ১ নটিক্যাল মাইল= ১.১৫ মাইল বা ১.৮৫ কিমি)
  • সমুদ্রসীমা সন্নিহিত এলাকাঃ ১৮ নটিক্যাল মাইল
  •  অর্থনৈতিক সমুদ্রসীমাঃ ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪ কিমি
  • রাষ্ট্রীয় সমুদ্রসীমাঃ ৯০০০ বর্গ কিলোমিটার

বাংলাদেশের সমুদ্র উপকূল ও সীমা

রাজনৈতিক সমুদ্রসীমা

১২ নটিক্যাল মাইল

অর্থনৈতিক সমুদ্রসীমা

২০০ নটিক্যাল মাইল

মহীসোপান

৩৫০ নটিক্যাল মাইল

জলসীমা বা সমুদ্র উপকূল

৭১১ কিমি (৭১৬ কিমি, সূত্র মাঃ ভূগোল) 

মোট স্থল সীমা

৪৪২৭ কিমি (৩,৯৯৫ কিমি, সূত্র মাঃ ভূগোল)

মোট সীমানা

৫১৩৮ কিমি (৪৭১২ কিমি, সূত্র মাঃ ভূগোল)


ভারতের বিভিন্ন রাজ্যের সাথে স্থলসীমান্ত দৈর্ঘ্য


রাজ্য

সীমান্ত দৈর্ঘ্য ( কিমি)

স্ট্রিপম্যাপ

পশ্চিমবঙ্গ

২,২৬২

৮২৮

ত্রিপুরা

৮৭৪

২৬৯

মেঘালয়

৪৩৬

১৩৯

মিজোরাম

৩২০

২০

আসাম

২৬৪

৯৩



ভৌগোলিক উপনাম 


প্রকৃত নাম

  উপনাম

প্রকৃত নাম

উপনাম

বাংলাদেশ

নদীমাতৃক দেশ, ভাটির দেশ, সোনালী আঁশের দেশ

চট্টগ্রাম

বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের প্রবেশদ্বার, ১২আউলিয়ার দেশ

বরিশাল

বাংলাদেশের প্রবেশদ্বার, বাংলার ভেনিস

ঢাকা

মসজিদের শহর, রিক্সার নগরী

মৌলভীবাজার

চায়ের দেশ, চায়ের রাজধানী

খাগড়াছড়ি

প্রকৃতি বা রুপের রানী

নারায়ণগঞ্জ

প্রাচ্যের ডান্ডি

বান্দরবান

পাহাড়ি কন্যা

বগুড়া

  উত্তরবঙ্গের প্রবেশদ্বার

পঞ্চগড়

হিমালয় কন্যা

কক্সবাজার

পর্যটন রাজধানী

জাফলং, সিলেট

প্রকৃতির কন্যা 

কুয়াকাটা, পটুয়াখালী

সাগরকন্যা

খুলনা

বাংলার কুয়েত

ভোলা

দ্বীপের রানী, সাগরদ্বীপ

বরগুনা

The Land of Coastal Beauty

ডাকাতিয়া বিল, খুলনা

পশ্চিমা বাহিনীর নদী

গোমতী নদী

কুমিল্লার দুঃখ 

চাক্তাই খাল

চট্টগ্রামের দুঃখ

সিলেট

৩৬০ আউলিয়ার দেশ


জেলাভিত্তিক আদি-প্রাচীন ও পূর্ব নাম


বর্তমান নাম

প্রাচীন বা পূর্ব নাম

বর্তমান নাম

প্রাচীন বা পূর্ব নাম

ঢাকা বিভাগ 

ঢাকা

ঢাক্কা, জাহাঙ্গীরনগর, ডবাইক

মুন্সিগঞ্জ

বিক্রমপুর, ইদ্রাকপুর

মাদারীপুর

ইদিলপুর

কিশোরগঞ্জ

কাটাখালি

গাজীপুর

জয়দেবপুর

শরীয়তপুর

পালং

ফরিদপুর

ফাতেহাবাদ 



চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম

ইসলামাবাদ, চিতাগঞ্জ, শ্রীচট্টল, সপ্তগ্রাম,  চার্টিগ্রাম, চতকাঁও, চাটিগাঁ, চাটিগ্রাম, চিৎ-তৌৎ-গৌং, চাতগাঁ, চৈত্যগ্রাম, চট্টল, চট্টলা, শ্যাৎগাঙ্গ। 

নোয়াখালী





বান্দরবান

সুধারাম, ভুলুয়া, কালিন্দা




বোমাং থং

কুমিল্লা

ত্রিপুরা, কমলাঙ্ক

কক্সবাজার

পালংকি, বাকুলিয়া, প্যানোয়া

খাগড়াছড়ি

তারক, রামগড়

রাঙ্গামাটি

কার্পাস মহাল

খুলনা বিভাগ

খুলনা

জাহানাবাদ

কুষ্টিয়া

নদীয়া, কাকদ্বীপ

বাগেরহাট

খলিফাতাবাদ

সাতক্ষীরা

সাতঘরিয়া, বুড়নদ্বীপ

বরিশাল বিভাগ

বরিশাল

চন্দ্রদ্বীপ, বাংলাবাদ, বাঙাল, বাকলা, ইসমাইলপুর

ভোলা 


পিরোজপুর

শাহবাজপুর


 ফিরোজপুর

রাজশাহী বিভাগ

রাজশাহী

রামপুর, বোয়ালিয়া

চাঁপাইনবাবগঞ্জ

নবাবগঞ্জ

বগুড়া

বরেন্দ্রভূমি, পুন্ড্রবর্ধন



রংপুর বিভাগ

রংপুর

রঙ্গপুর, জঙ্গপুর

গাইবান্ধা

ভবানীগঞ্জ

দিনাজপুর

গনডোয়ানাল্যান্ড'

ঠাকুরগাঁও

নিশ্চিন্তপুর

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ

মোমেনশাহী, নসরতশাহী, নাসিরাবাদ

শেরপুর

দশকাহনিয়া

জামালপুর

সিংহজানী

নেত্রকোনা

নাটেরকোনা

সিলেট বিভাগ

সিলেট

জালালাবাদ, শ্রীহট্ট




 দিকভিত্তিক সর্ব প্রান্তীয় জেলা, উপজেলা, ইউনিয়ন স্থান


দিক

জেলা

উপজেলা

ইউনিয়ন

স্থান

সর্ব পূর্ব

বান্দরবান

থানচি

তিন্দু

আখাইনঠং

সর্ব পশ্চিম

চাপাই নবাব

শিবগঞ্জ

মনাকষা

মনাকষা

সর্ব দক্ষিণ

কক্সবাজার

টেকনাফ

সেন্টমার্টিন

ছেড়া দ্বীপ

সর্ব উত্তর

পঞ্চগড়

তেতুলিয়া

বাংলাবান্ধা

জায়গীরজোত 



১) প্রশ্নঃ বাংলাদেশের সীমারেখা কি?

 উত্তরঃ  বাংলাদেশের উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়;  পূর্বে- ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার; পশ্চিমে- ভারতের পশ্চিমবঙ্গ, এবং দক্ষিনে- বঙ্গোপসাগর অবস্থিত।


২) প্রশ্নঃ  বাংলাদেশ আয়তন কত?

 উত্তরঃ আয়তন- ১৪৭৫৭০ বর্গ কিমি বা ৫৬৯৭৭ বর্গমাইল।


৩) প্রশ্নঃ ১ নটিক্যাল মাইল সমান কত  কিলোমিটার?

 উত্তরঃ ১.৮৫২ কিলোমিটার।


৪) প্রশ্নঃ  আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম?

 উত্তরঃ ৯০তম।


৫) প্রশ্নঃ দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম?

 উত্তরঃ  চতুর্থ।


৬) প্রশ্নঃ  বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশে অবস্থিত?

 উত্তরঃ  পশ্চিম বঙ্গ, আসাম ও মেঘালয়।


৭) প্রশ্নঃ  বাংলাদেশের পূর্বে ভারতের কোন প্রদেশে অবস্থিত?

 উত্তরঃ  আসাম,  ত্রিপুরা মিজোরাম।


৮) প্রশ্নঃ  বাংলাদেশের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকা কি কি?

 উত্তরঃ  আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার।


৯) প্রশ্নঃ  বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশে অবস্থিত?

 উত্তরঃ  পশ্চিমবঙ্গ।


১০) প্রশ্নঃ  বাংলাদেশের দক্ষিণে সীমানা কি?

 উত্তরঃ  বঙ্গোপসাগর।


১১) প্রশ্নঃ বাংলাদেশের সীমান্ত রয়েছে কতটি দেশের সাথে?

 উত্তরঃ ২টি। যথা- ভারত ও মিয়ানমার।


১২) প্রশ্নঃ  বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি?

 উত্তরঃ ৩২ টি। 


১৩) প্রশ্নঃ বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি?

 উত্তরঃ ৩০ টি।


১৪) প্রশ্নঃ বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তবর্তী জেলা কয়টি?

 উত্তরঃ  তিনটি।  যথা- রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার।


১৫) প্রশ্নঃ  ভারত ও মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কোনটি?

 উত্তরঃ  রাঙ্গামাটি।


১৬) প্রশ্নঃ  বাংলাদেশের দক্ষিণ ভারতের কোন প্রদেশের রয়েছে?

 উত্তরঃ  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।


১৭) প্রশ্নঃ বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি হয় কবে?

 উত্তরঃ  নয়াদিল্লি, ভারত, ১৬ মে ১৯৭৪।


১৮) প্রশ্নঃ বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি কে কে স্বাক্ষর করেন?

 উত্তরঃ  ভারতের ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


১৯) প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থল সীমান্ত চুক্তি পাস হয়?

 উত্তরঃ ৩য় সংশোধনী।


২০) প্রশ্নঃ  বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?

 উত্তরঃ ২৩ নভেম্বর ১৯৭৪।


২১) প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?

 উত্তরঃ  বান্দরবান ও কক্সবাজার।


২২) প্রশ্নঃ  বাংলাদেশের কোন দুটি বিভাগের সব জেলার সীমান্তবর্তী?

 উত্তরঃ  সিলেট ও ময়মনসিংহ।


২৩) প্রশ্নঃ  বাংলাদেশের কোন বিভাগের  সাথে সীমান্ত সংযোগ নেই?

 উত্তরঃ  ঢাকা ও বরিশাল বিভাগ।


২৪) প্রশ্নঃ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য কয়টি?

 উত্তরঃ ৫টি। যথা- পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা মিজোরাম।


২৫) প্রশ্নঃ বাংলাদেশ মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে?

 উত্তরঃ  মিজোরাম।


২৬) প্রশ্নঃ  বাংলাদেশের কোন বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে?

 উত্তরঃ  চট্টগ্রাম।


২৭) প্রশ্নঃ  ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত দৈর্ঘ্য কত?

 উত্তরঃ ৩,৯৭৬কিমি।


২৮) প্রশ্নঃ  বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত?

 উত্তরঃ ৪,১৫৬ কিমি।


২৯) প্রশ্নঃ  মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

 উত্তরঃ ২৭১ কিমি।


৩০) প্রশ্নঃ  ভারতের সাথে বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত দৈর্ঘ্য কত?

 উত্তরঃ ২ কিমি।


৩১) প্রশ্নঃ বাংলাদেশ ও ভারত এর মধ্যে সীমান্ত হাট বিষয়ক সমঝোতা  চুক্তি স্বাক্ষর হয় কবে?

 উত্তরঃ ২৩ অক্টোবর ২০১০।


৩২) প্রশ্নঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তবর্তী হাট প্রথম চালু হয় কবে ও কোথায়?

 উত্তরঃ  বালিয়ামারী, কুড়িগ্রাম, ২৩ জুলাই ২০১১।


৩৩) প্রশ্নঃ বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয় কবে?

 উত্তরঃ ৬ জুন ২০১৫।


৩৪) প্রশ্নঃ  বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় বিলুপ্ত হয় কবে?

 উত্তরঃ ১ আগস্ট ২০১৫ (৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে)।


৩৫) প্রশ্নঃ বাংলাদেশের ভূখণ্ড দাহগ্রাম ও আঙ্গরপোতা অবস্থান কোথায়?

 উত্তরঃ ভারতের কুচবিহার জেলায়।


৩৬) প্রশ্নঃ দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশের কোন উপজেলা অন্তর্গত?

 উত্তরঃ  পাটগ্রাম ( লালমনিরহাট)।


৩৭) প্রশ্নঃ তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?

 উত্তরঃ  তিস্তা নদী।


৩৮) প্রশ্নঃ  তিনবিঘা করিডোর এর পরিমাপ কত?

 উত্তরঃ ১৭৮মিটার × ৮৫ মিটার।


৩৯) প্রশ্নঃ বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিটমহল  ইস্যুতে বাংলাদেশে কতটি ছিট মহল লাভ করে এবং মোট জমির পরিমাণ কত?

 উত্তরঃ ১১১ টি ছিটমহল। জমির আয়তন ১৭,১৬০.৬একর বা ৬৯.৪বর্গ কিমি বা ২৬.৮ বর্গমাইল। 


৪০) প্রশ্নঃ  বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিটমহল ইস্যুতে ভারত কতটি ছিট মহল লাভ করে এবং মোট জমির পরিমাণ কত?

 উত্তরঃ ৫১টি। জমির আয়তন ৭১১০একর বা ২৮.৭ বর্গ কিমি বা ১১.১ বর্গমাইল।


৪১) প্রশ্নঃ বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে অদখলীয় জমির  ইস্যুতে বাংলাদেশে কি পরিমাণ জমি লাভ করে?

 উত্তরঃ জমির আয়তন ২২৬৭একর বা ৯.১৮ বর্গ কিমি বা ৩.৫৪ বর্গমাইল।


৪২) প্রশ্নঃ বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে অদখলীয় জমির  ইস্যুতে ভারত কি পরিমাণ জমি লাভ করে?

 উত্তরঃ জমির আয়তন ২,৭৭৭একর বা ১১.২ বর্গ কিমি বা ৪.৩৪ বর্গমাইল।



Post a Comment

0 Comments