Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

১২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তর


 

১২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

১) প্রশ্নঃ- ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় –

উত্তরঃ- ধাতু।


২) প্রশ্নঃ- ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই’ চরণটি কার রচনা?

উত্তরঃ- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।


৩) প্রশ্নঃ- বাক্যটি চিহ্নিত করুন —

উত্তরঃ- বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন।


৪) প্রশ্নঃ- কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ- নিমরাজী।


৫) প্রশ্নঃ- কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ- পাষাণ।


৬) প্রশ্নঃ- ‘মোদের গর্ব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা’ এর রচয়িতা —

উত্তরঃ- অতুলপ্রসাদ সেন।


৭) প্রশ্নঃ- মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ —

উত্তরঃ- পত্রকাব্য।


৮) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি —

উত্তরঃ- শাহ মোহাম্মদ সগীর।


৯) প্রশ্নঃ- রোহিনী কোন উপন্যাসের নায়িকা?

উত্তরঃ- কৃষ্ণকান্তের উইল।


১০) প্রশ্নঃ- নিম্ন রেখা কোন শব্দ করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ- ঘোড়াকে চাবুক মার।


১১) প্রশ্নঃ- রূপসী বাংলার কবি —

উত্তরঃ- জীবনানন্দ দাশ।


১২) প্রশ্নঃ- বটতলার পুঁথি বলতে কি বুঝায় —

উত্তরঃ- দোভাষী বাংলায় রচিতপুঁথি সাহিত্য।


১৩) প্রশ্নঃ- মুসলমান কবি রচিত প্রাচীন বাংলা কাব্য —

উত্তরঃ- ইউসুফ জুলেখা।


১৪) প্রশ্নঃ- কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত —

উত্তরঃ- এন্টনি ফিরিঙ্গি এবং রাম প্রসাদ রায়।


১৫) প্রশ্নঃ- কোন শব্দের ধাতুর মধ্যে প্রত্যয় যুক্ত হয়েছে?

উত্তরঃ- পাঠক।


১৬) প্রশ্নঃ- বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

উত্তরঃ- বকধার্মিক; বিড়াল তপস্বী।


১৭) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা?

উত্তরঃ- গীতিকবিতা।


১৮) প্রশ্নঃ- এক কথায় প্রকাশ করুন–‘যা বলা হয়নি’---

উত্তরঃ- অনুক্ত।


১৯) প্রশ্নঃ- বাংলা ভাষায় কোন শব্দ দুটি গ্রহণ করেছেন চিনা ভাষাতে হতে?

উত্তরঃ- চা; চিনি।


২০) প্রশ্নঃ- ড.মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত —

উত্তরঃ- ভাষাতত্ত্ববিদ।


২১) প্রশ্নঃ- ‘এখানে যারা প্রাণ দিয়েছে/ রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে/ সেখানে আমি কাঁদতে আসিনি’-- এর রচয়িতা —

উত্তরঃ- মাহবুব আলম চৌধুরী।


২২) প্রশ্নঃ- What is the verb of the word- ‘Shortly’?

উত্তরঃ- Shorten.


২৩) প্রশ্নঃ- Choose the correct sentence —

উত্তরঃ- Let you and him be witnesses.


২৪) প্রশ্নঃ- Choose the correct sentence —

উত্তরঃ- The police were informed of the matter.


২৫) প্রশ্নঃ- Who, Which, what are —

উত্তরঃ- Relative pronoun.


২৬) প্রশ্নঃ- Choose the correct one —

উত্তরঃ- Misspell.


২৭) প্রশ্নঃ- Fill in the blanks— ‘what is the time…….. your was?’

উত্তরঃ- by.


২৮) প্রশ্নঃ- Fill in the blanks—‘Give my……. to him.’

উত্তরঃ- Compliments.


২৯) প্রশ্নঃ- ‘Caesar and Cleopatra’---- is—

উত্তরঃ- A play by G.B. Shaw.


৩০) প্রশ্নঃ- Who is the greatest modern English dramatist?

উত্তরঃ- George Bernard Shaw.


৩১) প্রশ্নঃ- Who is the the modern philosopher, who was awarded Nobel Prize for literature?

উত্তরঃ- Bertrand Russell.


৩২) প্রশ্নঃ- Who is the author of ‘of A Farewell to Arms’?

উত্তরঃ- Ernest Hemingway.


৩৩) প্রশ্নঃ- Who is the most famous satirist in English literature?

উত্তরঃ- Jonathan Swift.


৩৪) প্রশ্নঃ- What is the synonym of— ‘Delude’?

উত্তরঃ- Deceive.


৩৫) প্রশ্নঃ- What is the noun of the word—‘Waste’?

উত্তরঃ- Wastage.


৩৬) প্রশ্নঃ- What is the anatomy of— ‘Queer’?

উত্তরঃ- Orderly.


৩৭) প্রশ্নঃ- What is the adjective of the word— ‘Heart’?

উত্তরঃ- Heartening.


৩৮) প্রশ্নঃ- বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় —

উত্তরঃ- বর্তমান চা উৎপাদন ১০ কোটি ২০ লক্ষ ২৯ হাজার কেজি।


৩৯) প্রশ্নঃ- ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় —

উত্তরঃ- বর্তমান আয়তন ১২৯.৮ বর্গ কিলোমিটার।


৪০) প্রশ্নঃ- একটি কাঁচা পাটের গাইটের ওজন —

উত্তরঃ- ৪.৫ মণ।


৪১) প্রশ্নঃ- AB বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

উত্তরঃ- PB = PD।


৪২) প্রশ্নঃ- P এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে?

উত্তরঃ- 12।


৪৩) প্রশ্নঃ- নিচের কোন সংখ্যা √2 এবং √3 এর মধ্যবর্তী মূলক সংখ্যা?

উত্তরঃ- 1.5।


৪৪) প্রশ্নঃ- x² - 8x - 8y + 16 + y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

উত্তরঃ- 2xy.


৪৫) প্রশ্নঃ- 2x² - x - 3 এর উৎপাদক কি কি?

উত্তরঃ- (2x - 3) (x + 1)।


৪৬) প্রশ্নঃ- চারটি সমান বাহুদ্বয় সীমাবদ্ধ একটি ক্ষেত্র, যার একটি কোণ সমকোণ নয়, এই রূপ চিত্রকে বলা হয়?

উত্তরঃ- রম্বস।


৪৭) প্রশ্নঃ- a⁴ + 4 এর উৎপাদক কি কি?

উত্তরঃ- (a² + 2a + 2) (a² - 2a + 2)।


৪৮) প্রশ্নঃ- একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ- ৬৪ √৩ বর্গমিটার।


৪৯) প্রশ্নঃ- চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

উত্তরঃ- ২০%।


৫০) প্রশ্নঃ- বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20 টির মধ্যে 15 টির নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ⅓ অংশ শ্রেণীর ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা 75 ভাগ নাম্বার পাই তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

উত্তরঃ- 20 টি।


Post a Comment

0 Comments