বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও ভৌগোলিক অবস্থান
বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু
- ভৌগোলিক অবস্থানঃ ২০⁰ ৩৪′ থেকে ২৬⁰ ৩৮′ উত্তর অক্ষাংশে এবং ৮৮⁰ ০১′ থেকে ৯২⁰ ৪১′ পূর্ব দ্রাঘিমাংশ।
- ঋতুঃ ৬ টি( গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত)
- ভূপ্রকৃতিঃ পাললিক সমভূমি। ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়। যথা: ১) টারশিয়ারী যুগের পাহাড়ি অঞ্চল, ২) প্লাইস্টোনিস যুগের সোপান অঞ্চল ও ৩) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
- বাংলাদেশের জলবায়ুঃ ক্রান্তীয় মৌসুমী
- গড় তাপমাত্রাঃ ক) শীতকালীন তাপমাত্রা(নভেম্বর- ফেব্রুয়ারি)(সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ ডিগ্রী সেলসিয়াস), খ) গৃষ্ম কালীন তাপমাত্রা ( এপ্রিল- সেপ্টেম্বর) (সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রী সেলসিয়াস)।
- বৃষ্টিপাত অঞ্চলঃ সর্বোচ্চ – সিলেট এর লালাখাল এবং সর্বনিম্ন – নাটোরের লালপুর।
- গড় বৃষ্টিপাতঃ ২০৩ সেন্টিমিটার।
- স্থানীয় সময়ঃ গ্রিনিচ মান সময় + ৬ ঘন্টা।
- আন্তর্জাতিক ডায়ালিং কোডঃ +৮৮০
- বাংলাদেশের অভিন্ন নদীঃ ৫৭ টি। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪ টি এবং মায়ানমার ও বাংলাদেশের মধ্যে ০৩ টি।( উইকিপিডিয়ার তথ্যমতে: ৫৮টি। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৫ টি এবং মায়ানমার ও বাংলাদেশের মধ্যে ০৩ টি।)
- বাংলাদেশের বনাঞ্চলের আয়তনঃ ২১, ৬৫৭বর্গ কিলোমিটার( বন অধিদপ্তর এর তথ্য মতে: ২৫,৮৭,০০০হেক্টর প্রায় ১৭.৬২%)।
- বাংলাদেশের ভূমির শ্রেণীবিভাগ ও বিস্তীর্ণ অঞ্চল–
প্রশ্ন ও উত্তর পর্বঃ
১) প্রশ্নঃ ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ৩(তিন) ভাগে।যথা: ১) টারশিয়ারী যুগের পাহাড়ি অঞ্চল, ২) প্লাইস্টোনিস যুগের সোপান অঞ্চল ও ৩) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
২) প্রশ্নঃ প্লাইস্টোসিন যুগ কোন অঞ্চলে সোপান গঠিত হয়?
উত্তরঃ বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের বরেন্দ্রভূমি, কুমিল্লা জেলার লালমাই পাহাড় এবং মধ্যভাগের মধুপুর ও গাজীপুর জেলার ভাওয়ালের গড়।
৩) প্রশ্নঃ প্রাচীনকালের সোপানসমূহ গঠিত হয়েছিল কখন?
উত্তরঃ আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে।
৪) প্রশ্নঃ বাংলাদেশ প্লাবন সমভূমির আয়তন কত?
উত্তরঃ ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার।
৫) প্রশ্নঃ সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়?
উত্তরঃ টারশিয়ারী যুগের পাহাড়।
৬) প্রশ্নঃ বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের?
উত্তরঃ টারশিয়ারি যুগের।
৭) প্রশ্নঃ টারশিয়ারী যুগের পাহাড় সমূহ কি দিয়ে গঠিত?
উত্তরঃ বেলে পাথর, সেল ও কর্দম দ্বারা।
৮) প্রশ্নঃ টারশিয়ারী যুগের পাহাড় সমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?
উত্তরঃ দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল।
৯) প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে?
উত্তরঃ টারশিয়ারি যুগে।
১০) প্রশ্নঃ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে সোপান অঞ্চলগঠিত?
উত্তরঃ বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল।
১১) প্রশ্নঃ বাংলাদেশে কোন কোন এলাকা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত?
উত্তরঃ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্ব-অঞ্চল, ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ এবং সিলেট জেলার উত্তর ও উত্তর পর্ব-অঞ্চল।
১২) প্রশ্নঃ বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
উত্তরঃ ক্রান্তীয় অঞ্চলে।
১৩) প্রশ্নঃ বাংলাদেশ কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচু?
উত্তরঃ দিনাজপুর ( সমুদ্র সমতল হতে ৩৭.৫ মিটার উঁচু)।
১৪) প্রশ্নঃ ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায়?
উত্তরঃ বঙ্গোপসাগরে।
১৫) প্রশ্নঃ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
১৬) প্রশ্নঃ বাংলাদেশে পাহাড় সমূহ কয় ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ ২ ভাগে। যথা-১) দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়সমূহ এবং ২) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
১৭) প্রশ্নঃ রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর ও দিনাজপুর এর কিছু অংশ নিয়ে গঠিত ভূমি?
উত্তরঃ বরেন্দ্রভূমি।
১৮) প্রশ্নঃ বরেন্দ্রভূমির মাটির রং কেমন?
উত্তরঃ ধূসর বর্ণের।
১৯) প্রশ্নঃ বাংলাদেশের কোন বনভূমির শালবৃক্ষর জন্য বিখ্যাত?
উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনাঞ্চল।
২০) প্রশ্নঃ ভাওয়াল মধুপুর বনাঞ্চলের মাটির রং কেমন?
উত্তরঃ লালচে ও ধূসর।
২১) প্রশ্নঃ মধুপুর ও ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মধুপুর অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় এবং ভাওয়ালের গড় অবস্থিত গাজীপুর জেলায়।
২২) প্রশ্নঃ ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উচ্চভূমি কে কি বলে?
উত্তরঃ মধুপুর গড়।
২৩) প্রশ্নঃ মধুপুর ও ভাওয়ালের গড় এর আয়তন কত?
উত্তরঃ ৪,১০৩ বর্গ কিলোমিটার (প্রায়)।( উচ্চতা ৩০ মিটার)।
২৪) প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরঃ কিশোরগঞ্জ।
২৫) প্রশ্নঃ বাংলাদেশে কোন অঞ্চল বন্যা নিয়ন্ত্রণ ও পানির অব্যবস্থার জন্য খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তরঃ বরেন্দ্র অঞ্চল।
২৬) প্রশ্নঃ বরেন্দ্র অঞ্চলের আয়তন কত?
উত্তরঃ প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার।
২৭) প্রশ্নঃ বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?
উত্তরঃ পাহাড়ি ভূমি।
২৮) প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়?
উত্তরঃ কক্সবাজার।
২৯) প্রশ্নঃ লালমাই পাহাড় কোথায় অবস্থিত এবং আয়তন?
উত্তরঃ কুমিল্লা জেলা লালমাই ময়নামতি পর্যন্ত এবং আয়তন ৩৪ বর্গ কিলোমিটার।
৩০) প্রশ্নঃ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি?
উত্তরঃ ২০⁰ ৩৪′ থেকে ২৬⁰ ৩৮′ উত্তর অক্ষাংশে এবং ৮৮⁰ ০১′ থেকে ৯২⁰ ৪১′ পূর্ব দ্রাঘিমাংশ।পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তার ৪৪০ কিলোমিটার এবং উত্তর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব পর্যন্ত বিস্তার ৭৬০ কিলোমিটার।
৩১) প্রশ্নঃ বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের উপজেলা কোনটি?
উত্তরঃ জকিগঞ্জ (সিলেট)।
৩২) প্রশ্নঃ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের উপজেলা কোনটি?
উত্তরঃ টেকনাফ (কক্সবাজার)।
৩৩) প্রশ্নঃ আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে?
উত্তরঃ ১৮০⁰ দ্রাঘিমা রেখা কে অনুসরণ করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত কাল্পনিক রেখা কে আন্তর্জাতিক তারিখ রেখা বলে।
৩৪) প্রশ্নঃ কোন সম্মেলনে আন্তর্জাতিক তারিখ রেখা নির্ধারণ করা হয় এবং কবে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘দ্রাঘিমা ও সময়’ সম্পর্কিত সম্মেলনে এবং অনুষ্ঠিত হয় ১৮৮৪ সালে।
৩৫) প্রশ্নঃ ‘কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার’ কি?
উত্তরঃ ২৩.৫⁰ উত্তরাংশ।
৩৬) প্রশ্নঃ বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তরঃ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
৩৭) প্রশ্নঃ বাংলাদেশের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগলিক রেখা অতিক্রম করেছে?
উত্তরঃ ০২টি। যথা-১) কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যানসার এবং ২) ৯০⁰ পূর্ব দ্রাঘিমা রেখা।
৩৮) প্রশ্নঃ বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে ৯০⁰ দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে?
উত্তরঃ শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বরগুনা।
৩৯) প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলা কর্কটক্রান্তি রেখা ও ৯০⁰ দ্রাঘিমাংশের ছেদবিন্দুতে অবস্থিত?
উত্তরঃ ফরিদপুর।
৪০) প্রশ্নঃ ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
উত্তরঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
৪১) প্রশ্নঃ বাংলাদেশে কোন ভৌগলিক অঞ্চল অন্তর্গত?
উত্তরঃ অরিয়েন্টাল।
0 Comments