০১) প্রশ্নঃ হ্যান্ডশেক বা করমর্দন করার সময় আমার ডান হাত বাড়িয়ে দিই কেন?
উত্তরঃ মানুষসহ জাত ডানহাত বেশি ব্যবহার করে, যার কারণে ডান হাত এগিয়ে দেয়া হয় হ্যান্ডশেক বা করমর্দন করার সময় এবং প্রস্তাব করা হয় ’এসো বন্ধুত্ব করি’।
০২) প্রশ্নঃ ইংরেজিতে গুডবাই কথাটা আসল অর্থ কি?
উত্তরঃ God be with you অর্থাৎ সৃষ্টিকর্তার আপনার সহায় হোন।
০৩) প্রশ্নঃ থিয়েটারের সাজঘর গ্রীনরুম বলা হয় কেন?
উত্তরঃ অভিনয়কে ফুটিয়ে তোলার জন্য থিয়েটারে প্রচুর আলোর ব্যবস্থা থাকে যেটা অভিনেতা অভিনেত্রীর চোখে সমস্যা তৈরি করে। প্রচুর আলো অভিনেতা-অভিনেত্রীকে কোনো সমস্যা করতে না পারে এজন্য থিয়েটারের সাজঘরে সবুজ রং প্রদান করা হয়, এজন্য একে গ্রীনরুম বলে।
০৪) প্রশ্নঃ বিশ্বে কোন ফলের চাষ সবচেয়ে বেশি হয়?
উত্তরঃ আপেল।
০৫) প্রশ্নঃ কাউবয় কপি কাকে বলে?
উত্তরঃ দুধ ও চিনি মুক্ত কফি।
০৬) প্রশ্নঃ জিপ গাড়ির নাম জিপ বলে ডাকা হয় কেন?
উত্তরঃ General purpose vessel অর্থাৎ সাধারণ কাজে ব্যবহার উপযোগী যান থেকে সংক্ষিপ্ত রূপ GP বা জিপ কথাটি এসেছে ।
০৭) প্রশ্নঃ সুইডিশ নাইটিঙ্গেল কাকে বলা হয়?
উত্তরঃ জেনি লিও।
০৮) প্রশ্নঃ ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরিকারক কে ছিলেন?
উত্তরঃ নেবুচাদনেজার।
০৯) প্রশ্নঃ ’হিপ হিপ হুররে’ উল্লাস ধ্বনি কাদের কন্ঠে প্রথম উচ্চারিত হয়েছিল?
উত্তরঃ প্রাচীন আরববাসীদের কন্ঠে।
১০) প্রশ্নঃ পটেটো বা আলুর চিপস আবিষ্কারক কে?
উত্তরঃ জর্জ ক্রিম নামে এক রেট ইন্ডিয়ান দলনেতা।
১১) প্রশ্নঃ কার সম্মানার্থে ’গেট অফ ইন্ডিয়া’ তৈরি হয়েছিল?
উত্তরঃ রাজা পঞ্চম জর্জ।
১২) প্রশ্নঃ সংবাদপত্র প্রথম কে বের করেন এবং কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ জুলিয়াস সিজার এবং ৬০ খ্রিস্টাব্দে। সংবাদপত্রের নাম ছিল Acta Diurna।
১৩) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে পুরনো এনসাইক্লোপিডিয়া নাম কি?
উত্তরঃ ন্যাচারাল হিস্ট্রি।৩৭ টি খন্ডে ২০০০ প্রবন্ধ ছিল।
১৪) প্রশ্নঃ প্রথম অভিধান বা ডিকশনারি রচয়িতা কে এবং কত সালে ?
উত্তরঃ রিচার্ড হিউলোয়েট এবং ১৫৫২ সালে।
১৫) প্রশ্নঃ সবচেয়ে বড় অভিধানের নাম কি?
উত্তরঃ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি । খন্ড ১২ টি।
১৬) প্রশ্নঃ পুলিশ শব্দটি কোন ভাষার শব্দ এবং ইংলিশে কত সালে এসেছে?
উত্তরঃ এটি ফরাসি শব্দ। ইংলিশে এসেছে ১৭১৪ সালে।
১৭) প্রশ্নঃ পাবলো পিকাসো কে ছিলেন?
উত্তরঃ স্পেনের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
১৮) প্রশ্নঃ দালি কে ছিলেন?
উত্তরঃ স্পেনের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
১৯) প্রশ্নঃ পাবলো পিকাসোর পূর্ণ নাম কি?
উত্তরঃ পাবলো দিগো জোশ ফ্রান্সিস্কো দ্যা হাউলা জন নেবো মুসেলিও মোরিয়া দ্যা লুইস স্যান্টিসিমা ত্রিনিদাদ পিকাসো।
২০) প্রশ্নঃ সম্পূর্ণ একক প্রচেষ্টায় অক্সিজেন ছাড়া একাধিকবার এভারেস্ট জয় করেছেন কে?
উত্তরঃ জার্মানির অধিবাসী আর মেসনার।
২১) প্রশ্নঃ ফাতেহা দোয়াজ দহম কি?
উত্তরঃ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর জন্ম ও মৃত্যুর দিন।
২২) প্রশ্নঃ ’লিপ ইয়ার’ কাকে বলে?
উত্তর ইংরেজি সালের মোট দিন কে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না সেই বছরকে ’লিপ ইয়ার’ বলে।
২৩) প্রশ্নঃ লিপ ইয়ার এ ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। এবং অন্যান্য বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হয় কেন?
উত্তরঃ জুলিয়াস সিজার এর আমলে ফেব্রুয়ারি মাস ২৮ দিন এবং লিপ ইয়ার এ একটা দিন যোগ করা হতো, ওই সময় ফেব্রুয়ারি মাস গণনা করা হতো বছরের শেষ মাস হিসেবে। সেই রীতি এখনো প্রচলন কিন্তু ফেব্রুয়ারি বছরে দ্বিতীয় গণনা করা হয়।
২৪) প্রশ্নঃ কোন দেশে রেল লাইন নাই?
উত্তরঃ আইসল্যান্ড।
২৫) প্রশ্নঃ চীনের প্রাচীর কে তৈরি করেন এবং কত সালে?
উত্তরঃ চীন বংশের রাজা শি-হুয়াংতি। এটি নির্মাণ করা হয় আনুমানিক ২০২০ বছর আগে।
২৬) প্রশ্নঃ চীনের প্রাচীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ আড়াই হাজার মাইল।
২৭) প্রশ্নঃ কোন দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয়?
উত্ত ৯ই অক্টোবর।
২৮) প্রশ্নঃ কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়?
উত্তরঃ ১৯৮৮সালের ১লা ডিসেম্বর।
২৯) প্রশ্নঃ কোন দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়?
উত্তরঃ ১০ ই ডিসেম্বর।
৩০) প্রশ্নঃ কোন দিন নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ ১০ই ডিসেম্বর আলফ্রেড নোবেল এর মৃত্যু দিন।
৩১) প্রশ্নঃ কোন দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয়?
উত্তরঃ ২৭শে সেপ্টেম্বর।
৩২) প্রশ্নঃ শ্রমিকের পতাকার রং লাল কেন?
উত্তরঃ ১৮৮৬ সালে ১লা মে আমেরিকা বা বর্তমান যুক্তরাষ্ট্র শ্রমিকরা বিদ্রোহ ঘোষণা করে ৮ ঘণ্টা কাজের দাবিতে, শ্রমিকদের আন্দোলন প্রতিহতের জন্য পুলিশ গুলি বর্ষণ করে এবং তাতে অনেক শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকের রক্তে তাদের পোশাক লাল রং ধারণ করে তাই তাদের সম্মানে শ্রমিকদের পতাকার রং লাল ।
৩৩) প্রশ্নঃ রাশিয়ান ব্যালের এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সের্গেই পাভলোভিচ।
৩৪) প্রশ্নঃ ১৮৮৬সালে শ্রমিক বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য যে ৪ জনকে ফাঁসি দেয় যুক্তরাষ্ট্র সরকার?
উত্তরঃ আলবার্ট পার্সনল, এঞ্জল, ফিসার ও আগস্ট স্পাইস।
৩৫) প্রশ্নঃ শান্তিতে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছিলেন এবং কত সালে?
উত্তরঃ ফ্রেডরিক প্যাসি (ফ্রান্স) ও জিন, এইচ দুনান্ত (সুইজারল্যান্ড) যুগ্মভাবে ১৯০১ সালে।
৩৬) প্রশ্নঃ কোন ভাষা থেকে GEO কথাটি নেয়া হয়েছে এর অর্থ কি?
উত্তরঃ গ্রিক ভাষা, অর্থ পৃথিবী।
৩৭) প্রশ্নঃ “১৩” সংখ্যাটিকে অশুভ সংখ্যা ধরা হলেও কোন দেশে এটা শুভ সংখ্যা হিসেবে গণনা করা হয়?
উত্তরঃ প্রাচীন মিশর ও চীন।
৩৮) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ঝুলন্ত সেতু কোথায় অবস্থিত? কত সালে তৈরি এবং কি নামে নাম করা হয়েছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হাডসন নদীর উপরে অবস্থিত। ১৯৩১ সালে তৈরি এবং জর্জ ওয়াশিংটন নামকরণ করা হয়।
৩৯) প্রশ্নঃ “আফ্রিডিস” কাদের বলা হয়?
উত্তরঃ পাকিস্তান ও আফগানিস্তান বসবাসরত আদিবাসীদের।
৪০) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে ৪৫ ও ৯০ সংখ্যার মুদ্রা চালু আছে?
উত্তরঃ বার্মা বর্তমান মায়ানমার।
0 Comments