Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

১০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর

 




১) প্রশ্নঃ- ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দটি বাংলা ভাষায় গ্রহণ করেছেন কোন ভাষা হতে?

উত্তরঃ- পর্তুগিজ ভাষা হতে

ব্যাখ্যাঃ বাংলা ভাষার অনেক পর্তুগিজ শব্দ রয়েছে। তাদের মধ্যে কিছু শব্দগুলো হচ্ছে—আনারস, আলমারি, আলপিন, গুদাম, গির্জা, বালতি, পাউরুটি, চাবি, জানালা, তামাক, বোমা, ফিতা ইত্যাদি।

২) প্রশ্নঃ- শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ- মুমূর্ষু।


৩) প্রশ্নঃ- গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি?

উত্তরঃ- শবদাহ।


৪) প্রশ্নঃ- ‘কবর’ নাটকটির লেখক কে?

উত্তরঃ- মুনীর চৌধুরী।


৫) প্রশ্নঃ- ‘উভয়কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

উত্তরঃ- সাপও মরে, লাঠিও না ভাঙে।


৬) প্রশ্নঃ- ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

উত্তরঃ- রত্ন + আকর।


৭) প্রশ্নঃ- শুদ্ধ বাক্য কোনটি?

উত্তরঃ- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।


৮) প্রশ্নঃ- ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়?

উত্তরঃ- ধাতু।


৯) প্রশ্নঃ- কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?

উত্তরঃ- পাকা পাকা আম।


১০) প্রশ্নঃ- কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?

উত্তরঃ- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।


১১) প্রশ্নঃ- ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত- একটি?

উত্তরঃ- উপন্যাস।


১২) প্রশ্নঃ- বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।


১৩) প্রশ্নঃ- ‘অগ্নিবীণা’ কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি?

উত্তরঃ- প্রলয়োল্লাস।


১৪) প্রশ্নঃ- কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ- মাথা খাটিয়ে কাজ করবে।


১৫) প্রশ্নঃ- কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ- নিমরাজি।


১৬) প্রশ্নঃ- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা কে?

উত্তরঃ- আব্দুল গফফার চৌধুরী।


১৭) প্রশ্নঃ- কোনটি তদ্ভব শব্দ?

উত্তরঃ- চাঁদ।


১৮) প্রশ্নঃ- বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

উত্তরঃ- গিরিশ চন্দ্র সেন।



১৯) প্রশ্নঃ- Choose the correct alternative to complete the sentence? “He—- Tu you see as if he had been able to.”

উত্তরঃ- would have come.


২০) প্রশ্নঃ- Choose the appropriate alternative to complete the sentence. “He had—-- of fever”?

উত্তরঃ- severe attack.


২১) প্রশ্নঃ- Choose the correct sentence.

উত্তরঃ- I asked Javed if he had passed.


২২) প্রশ্নঃ- Choose the correct sentence.

উত্তরঃ- Each of the three boys got a price.


২৩) প্রশ্নঃ- Choose the correct sentence

উত্তরঃ- The man who said that was a fool.


২৪) প্রশ্নঃ- Choose the correct answer. How long did you wait?

উত্তরঃ- Till he came.


২৫) প্রশ্নঃ- what will be the correct preposition to complete the sentence? ‘I am not bad—tennis.’

উত্তরঃ- at.


২৬) প্রশ্নঃ- What is the the antonym of ‘Gentle’?

উত্তরঃ- Rude.


২৭) প্রশ্নঃ- What is the synonym of ‘Jovial’?

উত্তরঃ- Gay.


২৮) প্রশ্নঃ- What is the synonym of ‘Competent’?

উত্তরঃ- Capable.


২৯) প্রশ্নঃ- Who is the author of ‘A Farewell to arms’?

উত্তরঃ- Ernest Hemingway.


৩০) প্রশ্নঃ- Who is the author of ‘Animal Farm’?

উত্তরঃ- George Orwell.


৩১) প্রশ্নঃ- Who is the author of ‘India Wins Freedom’?

উত্তরঃ- Abul Kalam Azad.


৩২) প্রশ্নঃ- What kind of noun is ‘Cattle’?

উত্তরঃ- Collective.


৩৩) প্রশ্নঃ- What kind of noun is ‘Girl’?

উত্তরঃ- Common.


৩৪) প্রশ্নঃ- What is the meaning of ‘white elephant’?

উত্তরঃ- A very costly or troublesome possession.



৩৫) প্রশ্নঃ- নিচের কোনটি মৌলিক সংখ্যা?

উত্তরঃ- ৪৭।


৩৬) প্রশ্নঃ- কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

উত্তরঃ- ১৪৪ টাকা।


৩৭) প্রশ্নঃ- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি “a” হয় তবে ক্ষেত্রফল কত?

উত্তরঃ- (√3/4)a² ।


৩৮) প্রশ্নঃ- ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

উত্তরঃ- ২৫।


৩৯) প্রশ্নঃ- টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করিয়া বিক্রয় করিলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ- ৫০%।


৪০) প্রশ্নঃ- ABC এর BE=FE=CF, AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?

উত্তরঃ- ৭২।


৪১) প্রশ্নঃ- a + b = 5 এবং a - b = 3 হলে, ab এর মান কত?

উত্তরঃ- 4.


৪২) প্রশ্নঃ- ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ এর অনুপাত ৭ : ৩। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোলের মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

উত্তরঃ- ৮০।


৪৩) প্রশ্নঃ- ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

উত্তরঃ- ১০ টি।


৪৪) প্রশ্নঃ- দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?

উত্তরঃ- ১৬।


৪৫) প্রশ্নঃ- {(.1 × 0.01× 0.001)/(.2 × 0.02 × 0.002)} এর মান কত?

উত্তরঃ- (1/8)।


৪৬) প্রশ্নঃ- সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে ৩ গুণ হবে?

উত্তরঃ- ২৫ টাকা।


৪৭) প্রশ্নঃ- চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

উত্তরঃ- ২০%।


৪৮) প্রশ্নঃ- যদি (A - 5 ) (A + X ) = A² - 25 হয়, তবে X এর মান কত?

উত্তরঃ- 5.


৪৯) প্রশ্নঃ- a+b+c = 0 হলে a³+b³+c³ এর মান কত?

উত্তরঃ- 3abc.


৫০) প্রশ্নঃ- ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি?

উত্তরঃ- সমকোণী।



১০তম বিসিএস প্রিলিমিনারি (৫১ থেকে ১০০) প্রশ্ন ও উত্তর

Post a Comment

0 Comments