Bangladesh Affairs
৫১) প্রশ্নঃ- NIPORT কি?
উত্তরঃ- জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক প্রতিষ্ঠান।
৫২) প্রশ্নঃ- সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করবেন’ বলা আছে?
উত্তরঃ- ২৮ (২) নং অনুচ্ছেদে।
৫৩) প্রশ্নঃ- UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাবেক বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত?
উত্তরঃ- ১৭৭০ ডলার। (UNDP রিপোর্ট ২০২০ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ৪০৫৭ মার্কিন ডলার)
৫৪) প্রশ্নঃ- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করে কতজন?
উত্তরঃ- ৪২৬ জন।
৫৫) প্রশ্নঃ- বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ- ঈশ্বরদী।
৫৬) প্রশ্নঃ- মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
উত্তরঃ- ২০১৫ সালে।
৫৭) প্রশ্নঃ- রাজার বাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
উত্তরঃ- মৃণাল হক।
৫৮) প্রশ্নঃ- চট্টগ্রাম- কক্সবাজার সাবমেরিন ক্যাবল অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
উত্তরঃ- ১৭০ কি.মি.।
৫৯) প্রশ্নঃ- রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
উত্তরঃ- রক্ত সোপান।
৬০) প্রশ্নঃ- বাংলাদেশের পোস্টাল একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ- রাজশাহী।
৬১) প্রশ্নঃ- প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তরঃ- ৬.১৫ কি.মি.।
৬২) প্রশ্নঃ- বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব বেবির মা হন?
উত্তরঃ- ফিরোজা বেগম।
৬৩) প্রশ্নঃ- বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ- ১৩৬ তম।
৬৪) প্রশ্নঃ- কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ- হামিদুর রহমান।
৬৫) প্রশ্নঃ- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উত্তরঃ- হুমায়ুন রশীদ চৌধুরী।
৬৬) প্রশ্নঃ- স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
উত্তরঃ- ২জন।
৬৭) প্রশ্নঃ- কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ- ১৯৯৮।
৬৮) প্রশ্নঃ- লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
উত্তরঃ- বিশ্বের জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান অষ্টম।
৬৯) প্রশ্নঃ- সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তরঃ- ৮ ।
৭০) প্রশ্নঃ- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন হয় কত সালে?
উত্তরঃ- ১৯৭৩।
General Science
৭১) প্রশ্নঃ- কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
উত্তরঃ- পেট্রল ইঞ্জিনে।
৭২) প্রশ্নঃ- সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে —
উত্তরঃ- গামা রশ্মি।
৭৩) প্রশ্নঃ- মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উত্তরঃ- চারটি।
৭৪) প্রশ্নঃ- প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। কারণ —
উত্তরঃ- উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়।
৭৫) প্রশ্নঃ- বিলিরুবিন তৈরি হয় —
উত্তরঃ- প্লীহায়।
৭৬) প্রশ্নঃ- গাছের খাদ্য তালিকায় আছে —
উত্তরঃ- N, P, K, S ও Zn।
৭৭) প্রশ্নঃ- মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ- মেলানিন।
৭৮) প্রশ্নঃ- বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
উত্তরঃ- সৃষ্টি শব্দের প্রতিধ্বনি শুনি।
৭৯) প্রশ্নঃ- নিচের কোনটি DNA -এর নাইট্রোজেন বেস?
উত্তরঃ- গুয়ানিন।
৮০) প্রশ্নঃ- নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
উত্তরঃ- electron।
International Affairs
৮১) প্রশ্নঃ- ২০০৫সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
উত্তরঃ- ২০১২ সালে যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে ‘স্যান্ডি’।
৮২) প্রশ্নঃ- কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ- নেদারল্যান্ডস।
৮৩) প্রশ্নঃ- মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
উত্তরঃ- উগান্ডা।
৮৪) প্রশ্নঃ- কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ- জন এফ কেনেডি।
৮৫) প্রশ্নঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
উত্তরঃ- ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৮৬) প্রশ্নঃ- ভারতের লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তরঃ- ৫৪৩।
৮৭) প্রশ্নঃ- কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
উত্তরঃ- নিউজিল্যান্ড।
৮৮) প্রশ্নঃ- রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- ১৯৯৩।
৮৯) প্রশ্নঃ- কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
উত্তরঃ- নিরাপত্তা পরিষদ।
৯০) প্রশ্নঃ- কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
উত্তরঃ- আনোয়ার সাদাত।
৯১) প্রশ্নঃ- বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
উত্তরঃ- আব্দুল্লাহ।
৯২) প্রশ্নঃ- অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ- লন্ডন।
৯৩) প্রশ্নঃ- কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
উত্তরঃ- ম্যাকাও।
৯৪) প্রশ্নঃ- নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
উত্তরঃ- সল্ট-২ চুক্তি (SALT-2)।
৯৫) প্রশ্নঃ- Amnesty International কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল?
উত্তরঃ- ১৯৭৭।
৯৬) প্রশ্নঃ- START - 2 কি?
উত্তরঃ- কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।
৯৭) প্রশ্নঃ- আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) - এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ- ২৭।
৯৮) প্রশ্নঃ- বাংলাদেশ কত সালে ইসলামিক সম্মেলন (OIC) সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তরঃ- ১৯৭৪ সালে।
৯৯) প্রশ্নঃ- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তরঃ- ২২ বছর।
১০০) প্রশ্নঃ- ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
উত্তরঃ- কুর্দি।
|
|
---|
0 Comments