Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

27 BCS Preliminary Questions Answers


Bangla Grammar and Bangla Literature


১) প্রশ্নঃ- কোনটি উপন্যাস?

উত্তরঃ- কন্যাকুমারী।


২) প্রশ্নঃ- লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

উত্তরঃ- দৌলত কাজী।


৩) প্রশ্নঃ- সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?

উত্তরঃ- শেখ আব্দুর রহিম।


৪) প্রশ্নঃ- মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?

উত্তরঃ- ১৯২৭।


৫) প্রশ্নঃ- কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

উত্তরঃ- কল্লোল।


৬) প্রশ্নঃ- ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকায়?

উত্তরঃ- ক্রান্তি।


৭) প্রশ্নঃ- গ্রিক শব্দ কোনটি?

উত্তরঃ- দাম।


৮) প্রশ্নঃ- বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ আছে?

উত্তরঃ- একুশ।


৯) প্রশ্নঃ- ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গীর উপদ্রব বললেই হয়।’ রবীনাথ ঠাকুরের কোন গল্পের সংকলন?

উত্তরঃ- সমাপ্তি।


১০) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

উত্তরঃ- বঙ্গভাষা ও সাহিত্য।


১১) প্রশ্নঃ- কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?

উত্তরঃ- ১৯২৩।


১২) প্রশ্নঃ- রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

উত্তরঃ- গৌড়ীয় ব্যাকরণ।


১৩) প্রশ্নঃ- ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি?

উত্তরঃ- মাছ + উয়া > ও।


১৪) প্রশ্নঃ- কোন সন্ধি টি নিপাতনে সিদ্ধ?

উত্তরঃ- পর + পর = পরস্পর।


১৫) প্রশ্নঃ- বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?

উত্তরঃ- রামনারায়ন তর্করত্ন।


১৬) প্রশ্নঃ- প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় —

উত্তরঃ- উপমেয়।


১৭) প্রশ্নঃ- ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ পঙক্তিটির রচয়িতা —

উত্তরঃ- মদনমোহন তর্কালঙ্কার।


১৮) প্রশ্নঃ- ‘আমি কিংবদন্তির কথা বলছি’ — এর রচয়িতা কে?

উত্তরঃ- আবু জাফর ওবায়দুল্লাহ।


১৯) প্রশ্নঃ- ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না —

উত্তরঃ- প্রমথ চৌধুরী।


২০) প্রশ্নঃ- ‘এ মাটি সোনার বাড়া’ — এই উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ- বিশেষণের অতিশায়ন।


English Grammar and English Literature


২১) প্রশ্নঃ- What would have happened if — ?

উত্তরঃ- The bridge had broken.


২২) প্রশ্নঃ- Explain the meaning of ‘Bring to pass’.

উত্তরঃ- Cause to happen.


২৩) প্রশ্নঃ- Which of the following sentence is the correct one?

উত্তরঃ- Paper is made from wood.


২৪) প্রশ্নঃ- The word ‘bounty’ is closest in meaning to —

উত্তরঃ- generosity.


২৫) প্রশ্নঃ- Give the correct passive form of ‘My teacher embodies all the good qualities’.

উত্তরঃ- All the good qualities are embodied in the teacher.


২৬) প্রশ্নঃ- Choose the correct indirect speech — She asked me, ‘Are you happy in your new job?’

উত্তরঃ- She asked me if I was happy in my new job.


২৭) প্রশ্নঃ- The meaning of the word ‘obese’ is —

উত্তরঃ- very fat.


২৮) প্রশ্নঃ- A person who writes about his own life writes —

উত্তরঃ- an autobiography.


২৯) প্রশ্নঃ- Which of the following sentence is correct?

উত্তরঃ- Why have you done this?


৩০) প্রশ্নঃ- What will be the correct preposition to complete the sentence?

‘I am not good — translation’.

উত্তরঃ- at.


৩১) প্রশ্নঃ- Which is the noun of the word ‘beautiful’?

উত্তরঃ- Beauty.


৩২) প্রশ্নঃ- Fill in the blank with appropriate preposition.

‘Hurry up! we have to go — five minutes’.

উত্তরঃ- by.


৩৩) প্রশ্নঃ- Identify the imperative sentence.

উত্তরঃ- Stand up.


৩৪) প্রশ্নঃ- Fill in the gap with the suitable word:

To stay healthy, we must plan to have a balanced —.

উত্তরঃ- diet.


৩৫) প্রশ্নঃ- Choose the correct alternative and mark it's letter on your answer sheet.

The rich should not look down — the poor.

উত্তরঃ- upon.


৩৬) প্রশ্নঃ- I took a map with me, as I did not want to — my way on the journey.

উত্তরঃ- lose.


৩৭) প্রশ্নঃ- Every driver must be held — his own actions.

উত্তরঃ- responsible for.


৩৮) প্রশ্নঃ- ‘Through thick and thin’ means —

উত্তরঃ- under all conditions.


৩৯) প্রশ্নঃ- ‘prior to’ means —

উত্তরঃ- before.


৪০) প্রশ্নঃ- Nobody knocked his down; it was an —.

উত্তরঃ- accident.


General Mathematics


৪১) প্রশ্নঃ- ১ + ২ + ৩ + ………… + ৫০ = কত?

উত্তরঃ- ৪২৯২৫।


৪২) প্রশ্নঃ- ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ- ৫৬.২৫%।


৪৩) প্রশ্নঃ- এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়?

উত্তরঃ- ৬.২৫% কমানো হয়েছে।


৪৪) প্রশ্নঃ- যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

উত্তরঃ- ৯।


৪৫) প্রশ্নঃ- শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হল। অতিরিক্ত ১০ জন ছাত্র/ ছাত্রী যাওয়ায় প্রতিদিনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ ছাত্রী গিয়েছিল?

উত্তরঃ- ৬০।


৪৬) প্রশ্নঃ- পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আমার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

উত্তরঃ- ৪১ বছর।


৪৭) প্রশ্নঃ- যদি (x + y)² = 14 এবং xy = 2 হয়, তবে x² + y² = কত?

উত্তরঃ- 18।


৪৮) প্রশ্নঃ- বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

উত্তরঃ- ৯।


৪৯) প্রশ্নঃ- একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

উত্তরঃ- ৩৬।


৫০) প্রশ্নঃ- ৬০ থেকে ৮০ – এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে —

উত্তরঃ- ১৮।


W3.CSS

W3.CSS
W3.CSS

Post a Comment

0 Comments