Bangla Grammar and Bangla Literature
১) প্রশ্নঃ- চর্যাপদ আবিষ্কার হয় কোথা থেকে?
উত্তরঃ- নেপালের রাজসংগ্রহশালা থেকে।
২) প্রশ্নঃ- মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
উত্তরঃ- ভারতচন্দ্র রায়গুণাকর।
৩) প্রশ্নঃ- বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
উত্তরঃ- মিথিলার।
৪) প্রশ্নঃ- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বড়াই কি ধরনের চরিত্র?
উত্তরঃ- রাধা কৃষ্ণের প্রেমের দূতী।
৫) প্রশ্নঃ- লোকসাহিত্য কাকে বলে?
উত্তরঃ- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, ছড়া, গান ইত্যাদিতে।
৬) প্রশ্নঃ- বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
উত্তরঃ- ঊনিশ শতকে।
৭) প্রশ্নঃ- বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তরঃ- দিকদর্শন।
৮) প্রশ্নঃ- ইয়ং বেঙ্গল কি?
উত্তরঃ-
ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক।৯) প্রশ্নঃ- দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
উত্তরঃ- বিয়ে পাগল বুড়ো।
১০) প্রশ্নঃ- মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
উত্তরঃ- বেহুলা গীতাভিনয়।
১১) প্রশ্নঃ- কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উত্তরঃ- ১৭৫৩ সালে।
১২) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসের নাম কি?
উত্তরঃ- মীর মোশারফ হোসেন।
১৩) প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
উত্তরঃ- ক্ষুধিত পাষাণ।
১৪) প্রশ্নঃ- নজরুল ইসলামের সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি?
উত্তরঃ- ধুমকেতু।
১৫) প্রশ্নঃ- জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
উত্তরঃ- কবিতার কথা।
১৬) প্রশ্নঃ- ‘সাত সাগরের মাঝি’ কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- ফররুখ আহমদ।
১৭) প্রশ্নঃ- বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ- আরেক ফাল্গুন।
১৮) প্রশ্নঃ- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ- জাহান্নাম হইতে বিদায়।
১৯) প্রশ্নঃ- শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
উত্তরঃ- ক্রীতদাসের হাসি।
২০) প্রশ্নঃ- ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
উত্তরঃ- অনুরোধ।
English Grammar and English Literature
২১) প্রশ্নঃ- A rocket flying to the moon does not need wings because —.
উত্তরঃ- space is airless.
২২) প্রশ্নঃ- Rubber is notable for its —.
উত্তরঃ- elasticity.
২৩) প্রশ্নঃ- Julius Caesar was the ruler of Rome about ………..
উত্তরঃ- 2000 years ago.
২৪) প্রশ্নঃ- The South Pole is located in the
উত্তরঃ- Antarctic.
২৫) প্রশ্নঃ- Tiger : Zoology : Mars :
উত্তরঃ- Astronomy.
২৬) প্রশ্নঃ- Break : Repair : Wound .
উত্তরঃ- Plaster.
২৭) প্রশ্নঃ- Frightened : Scream : Angry
উত্তরঃ- Shout.
২৮) প্রশ্নঃ- He ….. consciousness as a result of his head hitting the car dashboard.
উত্তরঃ- lost.
২৯) প্রশ্নঃ- Only after I ….. home, did I remember my doctor’s appointment.
উত্তরঃ- want.
৩০) প্রশ্নঃ- When they had their first child, they put ….. a large sum for his education.
উত্তরঃ- aside.
৩১) প্রশ্নঃ- Dhaka is becoming one of the ….. cities in Asia.
উত্তরঃ- busiest.
৩২) প্রশ্নঃ- He had written the book before he —.
উত্তরঃ- retired.
৩৩) প্রশ্নঃ- Rizvi requested Rini ….. telephone to attend the meeting.
উত্তরঃ- over.
৩৪) প্রশ্নঃ- The word ‘precedence’ means —.
উত্তরঃ- priority.
৩৫) প্রশ্নঃ- The prices of rice are —.
উত্তরঃ- rising.
৩৬) প্রশ্নঃ- ‘To get along with’ means —
উত্তরঃ- to adjust.
৩৭) প্রশ্নঃ- ‘If winter comes, can Spring be far behind?’ These lines are written by —
উত্তরঃ- Shelley.
৩৮) প্রশ্নঃ- The verb of the world ‘short’ is —
উত্তরঃ- shorten.
৩৯) প্রশ্নঃ- ‘Light’ is to ‘dark’ as ‘cold’ is to —
উত্তরঃ- hot.
৪০) প্রশ্নঃ- Many prefer donating money — distributing clothes.
উত্তরঃ- to.
৪১) প্রশ্নঃ- Julia has been ill ….. three months.
উত্তরঃ- for.
৪২) প্রশ্নঃ- We were waiting for the bus. the underlined part is —
উত্তরঃ- A noun phrase.
৪৩) প্রশ্নঃ- The word ‘disinterested’ means —
উত্তরঃ- neutral.
৪৪) প্রশ্নঃ- Who did write first English dictionary?
উত্তরঃ- Samuel Johnson.
৪৫) প্রশ্নঃ- New programs will be ….. next week on Bangladesh Television.
উত্তরঃ- telecast.
৪৬) প্রশ্নঃ- The word ‘electorate’ means —
উত্তরঃ- a body of voters.
৪৭) প্রশ্নঃ- There is no alternative ….. training.
উত্তরঃ- to.
৪৮) প্রশ্নঃ- ‘Animal Farm’ was written by —
উত্তরঃ- George Orwell.
৪৯) প্রশ্নঃ- Which sentence is correct?
উত্তরঃ- This is a unique case.
৫০) প্রশ্নঃ- I cannot ….. to pay such high prices.
উত্তরঃ- affort.
|
|
---|
0 Comments