Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

পদার্থবিজ্ঞান পার্ট ০৩

 



৮১) প্রশ্নঃ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

উত্তরঃ বায়বীয় পদার্থ।


৮২) প্রশ্নঃ  পানিতে একখণ্ড ফেললে বুদবুদ ওঠে কারণ কি?
উত্তরঃ ইটের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেখানে বাতাস বিদ্যমান থাকে পানি সেই বাতাস গুলো বের করে দেয়।


৮৩) প্রশ্নঃ তাপের একক কি?
উত্তরঃ জুল।


৮৪) প্রশ্নঃ তরল পদার্থ তাপ পরিবাহিতা হয় কোন পদ্ধতিতে?

 উত্তরঃ পরিচালন পদ্ধতিতে।


৮৫) প্রশ্নঃ তাপ পরিবহনের কোন পদ্ধতির জন্য কোন মাধ্যম প্রয়োজন হয় না?

 উত্তরঃ বিকিরণ পদ্ধতির জন্য।


  ৮৬) প্রশ্নঃ সবচেয়ে ভালো তাপ পরিবাহক কে?

 উত্তরঃ কপার।


৮৭) প্রশ্নঃ তাপের একক কি?

 উত্তরঃ ক্যালোরি।


 ৮৮) প্রশ্নঃ থার্মোমিটারে  পারদ ব্যবহার করা হয় কেন?

 উত্তরঃ অল্প তাপে আয়তন বেশি দ্রুত বৃদ্ধি পায় 


৮৯) প্রশ্নঃ সৌর চুল্লির  উপর সমতল  কাঁচের শীটের ঢাকনি দেয়া হয় কেন?

 উত্তরঃ কাঁচের মধ্যে সৌর থেকে প্রাপ্ত তাপ সৌরচুল্লিতে আবদ্ধ থাকে 


৯০) প্রশ্নঃ মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে  কেন?

 উত্তরঃ মাটির পাত্রে পানি বাষ্পীভবন হয় বলে।


৯১)  প্রশ্নঃ গরমের দিনে কালো কাপড় পরিধান না করার কারণ কি?

 উত্তরঃ কালো কাপড় তাপ শোষণ বেশি করে।


 ৯২) প্রশ্নঃ বৃষ্টির দিনে / বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?

 উত্তরঃ এ সময় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।


 ৯৩) প্রশ্নঃ ফারেনহাইট  তাপমান যন্ত্রের স্ফুটনাঙ্ক এর মান কত?

 উত্তরঃ ১৮০ ডিগ্রী ফারেনহাইট 


৯৪) প্রশ্নঃ কাঁচের  বাল্ব এবং কাঁচের যন্ত্রপাতিতে প্লাটিনাম ব্যবহার করা হয় কেন?

উত্তরঃ কাঁচ এবং প্লাটিনামের প্রসারণ ক্ষমতা প্রায় সমান।


 ৯৫) প্রশ্নঃ ফ্যান চাললে আমরা ঠান্ডা অনুভব করি কেন?

উত্তরঃ ফ্যানের বাতাসে শরীর থেকে বাষ্পীভবনের হার  বেড়ে যায়।


৯৬) প্রশ্নঃ আলো কি?

 উত্তরঃ শক্তি।


 ৯৭) প্রশ্নঃ আলো কিভাবে চলে?

 উত্তরঃ সরল পথে।


 ৯৮) প্রশ্নঃ লাল আলোতে একটি সবুজ ফুলকে কেমন দেখাবে?

 উত্তরঃ কালো।


 ৯৯) প্রশ্নঃ ভেজা কাপড় গায়ে দেয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কি কারনে?

 উত্তরঃ কাপড়ের পানির বাষ্পীভবনের সময় শরীর থেকে তাপ শোষণ করে নেয়।


 ১০০) প্রশ্নঃ গরমের দিনে কুকুর জিহ্বা বের করে রাখে কি কারনে?

 উত্তরঃ জিহ্বা পানি বাষ্পীভূত হয়ে শরীরে শীতলতার সঞ্চার করে।


১০১) প্রশ্নঃ জলজ উদ্ভিদ সহজে  পানিতে ভাসে কেন?

 উত্তরঃ উদ্ভিদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি থাকে।


১০২) প্রশ্নঃ যখন বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, তখন কি ঘটে?

 উত্তরঃ তাপ নির্গত হয়।


 ১০৩) প্রশ্নঃ এই বিশ্বের সামরিক শক্তির ভান্ডার কোন তারতম্য ঘটে নাএটাকে কি বলে?

উত্তরঃ শক্তির নিত্যতা সূত্র।


 ১০৪) প্রশ্নঃ একটি স্প্রিং এর গাড়ি কোন শক্তি দ্বারা চালে?

উত্তরঃ স্থিতিশক্তি।


 ১০৫) প্রশ্নঃ নদীতে বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?

 উত্তরঃ  স্থিতিশক্তি।


 ১০৬) প্রশ্নঃ কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে?

 উত্তরঃ শক্তি।


 ১০৭) প্রশ্নঃ আন্তর্জাতিক স্তরে প্রচলিত নাম কি?

 উত্তরঃ দি গ্রেগোরিয়ান।


 ১০৮) প্রশ্নঃ সর্বপ্রথম লেখার কালি কোথায় এবং কবে আবিষ্কৃত হয়?

উত্তরঃ চীনে  এবং  খ্রিস্টপূর্ব ২০০০ সালে।


 ১০৯) প্রশ্নঃ কোন নদীতে মাছ নেই?

 উত্তরঃ জর্ডান নদী  বা মৃত সাগর।  এখানে  লবণাক্ততা বেশির জন্য মাছ জন্মায় না।


১১০) প্রশ্নঃ কিউসেক এর পরিমাপ কত?

 উত্তরঃ পানি নির্গমন এর পরিমাপএক কিউবিক ফুট প্রতি সেকেন্ড।


 ১১১) প্রশ্নঃ দুধ এবং সরের মধ্যে কোনটি ভারী?

উত্তরঃ দুধ।  কারণ দুধের আপেক্ষিক গুরুত্ব সরের চেয়ে বেশি।


  ১১২) প্রশ্নঃ কোন গাছ পোকামাকড় খায়?

 উত্তরঃ পিটার প্লান্ট এবং  যুক্তরাষ্ট্রের  সানভিউ  নামক এক রকম গাছের আঠালো পাতায় পোকা মাকড় বসলে সেগুলো জড়িয়ে ধরে। 


১১৩) প্রশ্নঃ দ্রুত দৌড়ায় কোন পাখি?

 উত্তরঃ অস্ট্রিচ পাখি।  ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে।


 ১১৪) প্রশ্নঃ জলহস্তী এবং মানুষ এর মধ্যে কে দ্রুত দৌড়ায়?

 উত্তরঃ জল হস্তি।


 ১১৫) প্রশ্নঃ কোন পাখি ডিম সবচেয়ে ছোট?

 উত্তরঃ হার্মিং বার্ড।  ডিম লম্বায় আধা ইঞ্চির কম।


১১৬) প্রশ্নঃ ময়ূর পেখম মেলে না কেন?

 উত্তঃ ময়ূরীকে আকৃষ্ট করতে। ময়ূর পেখম মেলে ময়ূরীর কাছে তার পছন্দের পাত্র হতে চেষ্টা করে।


 ১১৭) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীর নাম কি?

 উত্তরঃ নেকড়ে।


 ১১৮) প্রশ্নঃ হিমাটোলজি কি?

উত্তরঃ রক্ত সংক্রান্ত বিদ্যা।


 ১১৯) প্রশ্নঃ জ্যামিতিক থিওরির বিখ্যাত বইদি এলিমেন্টসএর রচয়িতা কে ?

উত্তরঃ ইউক্লিড।


১২০)প্রশ্নঃ মাউথ অর্গানআবিষ্কার করেন কে?

 উত্তরঃ বাস্চম্যান।

Post a Comment

0 Comments