Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

10 BCS Preliminary Questions Answers (51-100)

 




৫১) প্রশ্নঃ- নবায়নযোগ্য শক্তির উৎস এর একটি উদাহরণ?

উত্তরঃ- সূর্য।


৫২) প্রশ্নঃ- প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারন?

উত্তরঃ- উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়।


৫৩) প্রশ্নঃ- নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

উত্তরঃ- বায়োগ্যাস।


৫৪) প্রশ্নঃ- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়?

উত্তরঃ- নিয়ত বায়ু।


৫৫) প্রশ্নঃ- সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে?

উত্তরঃ- কার্বন দন্ড ও দস্তার কৌটা।


৫৬) প্রশ্নঃ- মাছ অক্সিজেন নেয়?

উত্তরঃ- পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।


৫৭) প্রশ্নঃ- বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে, হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ?

উত্তরঃ- এতে বিদ্যুতের অপচয় কম হয়।


৫৮) প্রশ্নঃ- ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল?

উত্তরঃ- কর্কটক্রান্তি রেখা।


৫৯) প্রশ্নঃ- আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে?

উত্তরঃ- অক্সিজেন ও গ্লুকোজ।


৬০) প্রশ্নঃ- সংকর ধাতু পিতলের উপাদান হলো?

উত্তরঃ- তামা ও দস্তা।


৬১) প্রশ্নঃ- পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

উত্তরঃ- মধ্যাকর্ষণ বলের জন্য।


৬২) প্রশ্নঃ- যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা হয় সেগুলো হলো?

উত্তরঃ- লাল, নীল, সবুজ।


৬৩) প্রশ্নঃ- বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা–

উত্তরঃ- তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।


৬৪) প্রশ্নঃ- কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল?

উত্তরঃ- লৌহ।


৬৫) প্রশ্নঃ- জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে কেন?

উত্তরঃ- এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি থাকে।


৬৬) প্রশ্নঃ- বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল– কবে?

উত্তরঃ- ১৭ এপ্রিল, ১৯৭১।


৬৭) প্রশ্নঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়– কবে?

উত্তরঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২


৬৮) প্রশ্নঃ- বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

উত্তরঃ- মহাস্থানগড়ে।


৬৯) প্রশ্নঃ- পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে–?

উত্তরঃ- দুটি উন্নত জাতের গম শস্য।


৭০) প্রশ্নঃ- বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল?

উত্তরঃ- পর্তুগিজরা।


৭১) প্রশ্নঃ- পাহাড়পুরের বৌদ্ধবিহার কি নামে পরিচিত ছিল?

উত্তরঃ- সোমপুর বিহার।


৭২) প্রশ্নঃ- বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন– কে?

উত্তরঃ- সম্রাট আকবর।


৭৩) প্রশ্নঃ- বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে– কোথায়?

উত্তরঃ- বিজয়পুরে।


৭৪) প্রশ্নঃ- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়– কবে?

উত্তরঃ- ১৯২১ সালে।


৭৫) প্রশ্নঃ- ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন– কে?

উত্তরঃ- মির্জা আহমেদ জান।


৭৬) প্রশ্নঃ- বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ- সোনারগাঁয়ে।


৭৭) প্রশ্নঃ- ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাশি’, ‘মোহনবাঁশি’ ও ‘জবা’ কি জাতীয় ফলের নাম?

উত্তরঃ- কলা।


৭৮) প্রশ্নঃ- বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয় কোন সালে?

উত্তরঃ- ১৭৯৩।


৭৯) প্রশ্নঃ- কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

উত্তরঃ- সম্রাট হুমায়ুন।


৮০) প্রশ্নঃ- উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর– কে?

উত্তরঃ- স্যার এ. এফ. রহমান।


৮১) প্রশ্নঃ- ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যে চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

উত্তরঃ- হামিদুজ্জামান খান।


৮২) প্রশ্নঃ- ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

উত্তরঃ- ১৬১০ খ্রিস্টাব্দ।


৮৩) প্রশ্নঃ- ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম– কি?

উত্তরঃ- দক্ষিণ তালপট্টি দ্বীপ।


৮৪) প্রশ্নঃ- সার্ক - এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়- কত সালে?

উত্তরঃ- ১৯৮৫ সালে।


৮৫) প্রশ্নঃ- আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

উত্তরঃ- ইরাক।


৮৬) প্রশ্নঃ- পিএলও এর সদর দপ্তর- কোথায়?

উত্তরঃ- তিউনিস।


৮৭) প্রশ্নঃ- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন– কে

উত্তরঃ- ট্রিগভেলি (নরওয়ে)।


৮৮) প্রশ্নঃ- বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা– কত?

উত্তরঃ- ১৯৩ টি রাষ্ট্র (বর্তমান)।


৮৯) প্রশ্নঃ- ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত– কোথায়?

উত্তরঃ- জেদ্দা।


৯০) প্রশ্নঃ- সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়–?

উত্তরঃ- সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।


৯১) প্রশ্নঃ- যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে?

উত্তরঃ- যুক্তরাষ্ট্র।


৯২) প্রশ্নঃ- বৃটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়– কি?

উত্তরঃ- হোয়াইট হল।


৯৩) প্রশ্নঃ- দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে– কবে?

উত্তরঃ- ১৯৪৫ সালের মে মাসে।


৯৪) প্রশ্নঃ- হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল– কবে?

উত্তরঃ- ১৯৪৫ সালের আগস্ট মাসে।


৯৫) প্রশ্নঃ- কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম– কি?

উত্তরঃ- প্যাট্রিক লুমুম্বা।


৯৬) প্রশ্নঃ- নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল?

উত্তরঃ- জাপান।


৯৭) প্রশ্নঃ- আই.এম.এফ. এর সদর দপ্তর কোথায়– অবস্থিত?

উত্তরঃ- ওয়াশিংটন।


৯৮) প্রশ্নঃ- নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম?

উত্তরঃ- কন্ট্রা।


৯৯) প্রশ্নঃ- ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত?

উত্তরঃ- ইরাক।


১০০) প্রশ্নঃ- ইতিহাস বিখ্যাত ‘ট্রুয়’ নগরী কোথায়– অবস্থিত?

উত্তরঃ- তুরস্ক।


Post a Comment

0 Comments