১) প্রশ্নঃ- ‘ বৈরাগ্যসাধনে …………….. সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন। উত্তরঃ- মুক্তি। ২) প্রশ্নঃ- সমাস ভাষাকে — উত্তরঃ- সংক্ষেপ করে। ৩) প্রশ্নঃ- ‘সূর্য’ এর প্রতিশব্দ — উত্তরঃ- আদিত্য। ৪) প্রশ্নঃ- ‘অর্ধচন্দ্র’ এর অর্থ — উত্তরঃ- গলা ধাক্কা দেয়া। ৫) প্রশ্নঃ- কোনটি শুদ্ধ? উত্তরঃ- সৌজন্য। ৬) প্রশ্নঃ- বেগম রোকেয়া রচনা কোনটি? উত্তরঃ- অবরোধবাসিনী। ৭) প্রশ্নঃ- বাংলা গীতিকবিতা ‘ভোরের পাখি’ কে? উত্তরঃ- বিহারীলাল চক্রবর্তী। ৮) প্রশ্নঃ- কোনটি শুদ্ধ বাক্য? উত্তরঃ- একটি গোপনীয় কথা বলি। ৯) প্রশ্নঃ- সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ- প্রত্যয়। ১০) প্রশ্নঃ- ‘শিষ্টাচার’ - এর সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ- সদাচার। ১১) প্রশ্নঃ- ‘ক্ষমার যোগ্য’ - এর বাক্য সংকোচন — উত্তরঃ- ক্ষমার্হ। ১২) প্রশ্নঃ- “............সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস।” শূন্যস্থান পূরণ করুন। উত্তরঃ- ৮। ১৩) প্রশ্নঃ- ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা— উত্তরঃ- মাওলানা আকরাম খাঁ। ১৪) প্রশ্নঃ- ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা — উত্তরঃ- আবুল মনসুর আহমদ। ১৫) প্রশ্নঃ- পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক — উত্তরঃ- পুঁথি সাহিত্যের আদি লেখক- শাহ গরীবুল্লাহ। ১৬) প্রশ্নঃ- ‘চাচা কাহিনী’ লেখক — উত্তরঃ- সৈয়দ মুজতবা আলী। ১৭) প্রশ্নঃ- বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে— উত্তরঃ- শব্দ। ১৮) প্রশ্নঃ- ‘রাজলক্ষী’ চরিত্র স্রষ্টা উপন্যাসিক — উত্তরঃ- শরৎচন্দ্র। ১৯) প্রশ্নঃ- What is the synonym of o ‘Incite’? উত্তরঃ- Instigate. ২০) প্রশ্নঃ- What is the anatomy of ‘Honorare’? উত্তরঃ- Salaried. ২১) প্রশ্নঃ- What is the verb of the word ‘ability’? উত্তরঃ- Enable. ২২) প্রশ্নঃ- Who is the poet of ‘Victorian Age’? উত্তরঃ- Mathew Arnold & Robert Browning. ২৩) প্রশ্নঃ- Who is the author of ‘For Whom the Bell Tolls’? উত্তরঃ- Ernest Hemingway. ২৪) প্রশ্নঃ- Fill in the blanks ‘He has Assured me……. safety’? উত্তরঃ- of. ২৫) প্রশ্নঃ- ‘May Allah help you’. what kind of sentence is this? উত্তরঃ- Optative. ২৬) প্রশ্নঃ- A rolling stone gathers no moss. What ‘rolling’ is? উত্তরঃ- Participle. ২৭) প্রশ্নঃ- ‘He has been ill……… Friday last’. Fill in the blanks. উত্তরঃ- since. ২৮) প্রশ্নঃ- Which is is the noun of the word ‘beautiful’? উত্তরঃ- Beauty. ২৯) প্রশ্নঃ- ‘Hold water’ means — উত্তরঃ- Bear examination. ৩০) প্রশ্নঃ- ‘Out and out’ means — উত্তরঃ- Thoroughly. ৩১) প্রশ্নঃ- Choose the correct sentence — উত্তরঃ- The rich are not always happy. ৩২) প্রশ্নঃ- Choose the correct sentence e— উত্তরঃ- He was hanged for murder. ৩৩) প্রশ্নঃ- ‘Syntax’ means — উত্তরঃ- Sentence building. ৩৪) প্রশ্নঃ- ‘Justice delayed is justice denied’ was stated by? উত্তরঃ- Gladstone. ৩৫) প্রশ্নঃ- চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকার পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? উত্তরঃ- ৭২০ টাকা। ৩৬) প্রশ্নঃ- একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুন। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? উত্তরঃ- ১২৮ মিটার। ৩৭) প্রশ্নঃ- ক ঘন্টায় ১০ কি.মি. এবং খ ঘন্টায় ১৫ কি.মি. বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহী পথে রওনা হল। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি.? উত্তরঃ- ১৫ কি.মি। ৩৮) প্রশ্নঃ- ১৯, ৩৩, ৫১, ৭৩—। পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ- ৯৯। ৩৯) প্রশ্নঃ- একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হল তার দেড় গুণ কট আউট হল এবং উইকেট এর অর্ধেক বোল্ড আউট হল। এ দলের কতজন কট আউট হল? উত্তরঃ- ৩ জন। ৪০) প্রশ্নঃ- একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুড়ার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের এর শব্দ শুনতে পাই। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট, লক্ষ্যবস্তুর দূরত্ব কত? উত্তরঃ- ১৯২৫ ফুট। ৪১) প্রশ্নঃ- একটি বৃত্তের ব্যাসার্ধ কে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r- এর মান কত? উত্তরঃ- n (2 + 1). ৪২) প্রশ্নঃ- a - (a - {(a+1)} = কত? উত্তরঃ- a + 1. ৪৩) প্রশ্নঃ- একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ— উত্তরঃ- ৪ লিটার। ৪৪) প্রশ্নঃ- ১৫ ÷ ১৫ × ১৫১৫ ÷ ১৫ এর ১৫ সরল করলে তার মান কত? উত্তরঃ- ২২৫। ৪৫) প্রশ্নঃ- ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম? উত্তরঃ- ২৫.৯৩টাকা। ৪৬) প্রশ্নঃ- ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটি গড় ৫২ এবং ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত? উত্তরঃ- ৬৪। ৪৭) প্রশ্নঃ- পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC=৬ ফুট, CF=৫ ফুট, DE= কত? উত্তরঃ- ১৮ ফুট। ৪৮) প্রশ্নঃ- a³ - b³ = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? উত্তরঃ- 54. ৪৯) প্রশ্নঃ- (x + 3) (x - 3) কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ? উত্তরঃ- -3. ৫০) প্রশ্নঃ- 2 টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ? উত্তরঃ- 22½⁰।
0 Comments