International Affairs
৫১) প্রশ্নঃ- ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ- থিম্পু।
৫২) প্রশ্নঃ- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
উত্তরঃ- EU।
৫৩) প্রশ্নঃ- আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
উত্তরঃ- ডিনামাইট।
৫৪) প্রশ্নঃ- নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
উত্তরঃ- সুইডেন।
৫৫) প্রশ্নঃ- হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তরঃ- ফিনল্যান্ড।
৫৬) প্রশ্নঃ- কোথায় সেনাবাহিনী নেই?
উত্তরঃ- মালদ্বীপে।
৫৭) প্রশ্নঃ- কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৮৬৩সালে।
৫৮) প্রশ্নঃ- বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ- ১০ ডিসেম্বর।
৫৯) প্রশ্নঃ- FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ- ১৯০৪ সালে।
৬০) প্রশ্নঃ- কিরগিস্তানের রাজধানী কোথায়?
উত্তরঃ- বিশবেক।
সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স
General Science
৬১) প্রশ্নঃ- রাসায়নিক অগ্নিনির্বাপক কাজের করে অগ্নিতে —
উত্তরঃ- অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
৬২) প্রশ্নঃ- গ্রীন হাউস ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
উত্তরঃ- নিম্নভূমি নিমজ্জিত হবে।
৬৩) প্রশ্নঃ- সংকর ধাতু পিতলের উপাদান —
উত্তরঃ- তামা ও দস্তা।
৬৪) প্রশ্নঃ- বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ —
উত্তরঃ- একই হয়।
৬৫) প্রশ্নঃ- রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় —
উত্তরঃ- রঞ্জন রশ্মি।
৬৬) প্রশ্নঃ- ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হল —
উত্তরঃ- চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
৬৭) প্রশ্নঃ- এনজিওপ্লাস্টি হচ্ছে —
উত্তরঃ- হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো।
৬৮) প্রশ্নঃ- অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
উত্তরঃ- ফিটকিরি।
৬৯) প্রশ্নঃ- ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ- এডিস।
৭০) প্রশ্নঃ- সুনামির (Tsunami) কারণ হলো —
উত্তরঃ- সমুদ্র তলদেশের ভূমিকম্প।
৭১) প্রশ্নঃ- কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তরঃ- ৭৬ বছর।
৭২) প্রশ্নঃ- জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ- পানি সেচ।
৭৩) প্রশ্নঃ- কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তরঃ- সালফার।
৭৪) প্রশ্নঃ- নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
উত্তরঃ- পরমাণু শক্তি।
৭৫) প্রশ্নঃ- বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
উত্তরঃ- ৫ জুন।
৭৬) প্রশ্নঃ- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় —
উত্তরঃ- ইন্টারনেট।
৭৭) প্রশ্নঃ- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
উত্তরঃ- বায়বীয় পদার্থ।
৭৮) প্রশ্নঃ- কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?
উত্তরঃ- রেনিন।
৭৯) প্রশ্নঃ- স্টিফেন হকিংস বিশ্বের এক জন অতিশয় বিখ্যাত —
উত্তরঃ- পদার্থবিদ।
৮০) প্রশ্নঃ- ফল পাকানোর জন্য দায়ী কি?
উত্তরঃ- ইথিলিন।
সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স
General Mathematics
৮১) প্রশ্নঃ- কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
উত্তরঃ- ৭০।
৮২) প্রশ্নঃ- নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তরঃ- ৫৯।
৮৩) প্রশ্নঃ- নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
উত্তরঃ- ০.৩।
৮৪) প্রশ্নঃ- একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তরঃ- ৩৪১।
৮৫) প্রশ্নঃ- ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
উত্তরঃ- ৩০ দিনে।
৮৬) প্রশ্নঃ- f(x) = x³ + kx² - 6x -9; k- এর মান কত হলে f(3) = 0 হবে?
উত্তরঃ- 0।
৮৭) প্রশ্নঃ- x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?
উত্তরঃ- xz < yz।
৮৮) প্রশ্নঃ- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রেটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- 50 মিটার।
৮৯) প্রশ্নঃ- নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
উত্তরঃ- x² + y² = 16।
৯০) প্রশ্নঃ- a - (1/a) = 3হলে, a³ + (1/a³) এর মান কত?
উত্তরঃ- 36।
৯১) প্রশ্নঃ- loga (mn) = কত?
উত্তরঃ- loga m - loga n।
৯২) প্রশ্নঃ- 𝑎 + b = 7 এবং a² + b² = 25 হলে, নিচের কোনটি ab এর মান হবে?
উত্তরঃ- 12।
৯৩) প্রশ্নঃ- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
উত্তরঃ- সম্পূরক কোণ।
৯৪) প্রশ্নঃ- বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
উত্তরঃ- ব্যাস।
৯৫) প্রশ্নঃ- দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
উত্তরঃ- একটির তিন কোন অপরটির তিন কোণের সমান।
৯৬) প্রশ্নঃ- কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
উত্তরঃ- ৩ : ৪ : ৫।
৯৭) প্রশ্নঃ- একটি মিনারের পাদদেশে হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30⁰ হলে মিনারটির উচ্চতা কত?
উত্তরঃ- 20/√3।
৯৮) প্রশ্নঃ- ১৩৪৩ % এর সমান —
উত্তরঃ- ১১/৮০।
৯৯) প্রশ্নঃ- ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
উত্তরঃ- ১৬।
১০০) প্রশ্নঃ- 3x³ + 2x² - 21x -20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে —
উত্তরঃ- x + 1।
0 Comments