Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

22th BCS Question Solution(Question 50 to 100)


 

General Science


৫১) প্রশ্নঃ- নিউট্রন আবিষ্কার করেন —

উত্তরঃ- চ্যাডউইক।


৫২) প্রশ্নঃ- যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় —

উত্তরঃ- আইসোটোন।


৫৩) প্রশ্নঃ- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র —

উত্তরঃ- টেকোমিটার।


৫৪) প্রশ্নঃ- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র —

উত্তরঃ- সিসমোগ্রাফ।


৫৫) প্রশ্নঃ- রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় —

উত্তরঃ- রঞ্জন রশ্মি।


৫৬) প্রশ্নঃ- সূর্যের শক্তি উৎপন্ন হয় —

উত্তরঃ- পরমাণুর ফিউশন পদ্ধতিতে।


৫৭) প্রশ্নঃ- গ্রীন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে —

উত্তরঃ- সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে।


৫৮) প্রশ্নঃ- ডেঙ্গু জ্বরের বাহক?

উত্তরঃ- এডিস মশা।


৫৯) প্রশ্নঃ- পেনিসিলিয়াম আবিষ্কার করেন —

উত্তরঃ- আলেকজান্ডার ফ্লেমিং।


৬০) প্রশ্নঃ- আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ —

উত্তরঃ- গাছপালা O₂ ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজন্তু কে বাঁচায়।


Bangladesh Affairs


৬১) প্রশ্নঃ- বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ —

উত্তরঃ- ৩০ বছর।


৬২) প্রশ্নঃ- বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?

উত্তরঃ- তৈরি পোশাক।


৬৩) প্রশ্নঃ- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

উত্তরঃ- ১৩৭।


৬৪) প্রশ্নঃ- ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

উত্তরঃ- লাহোরে।


৬৫) প্রশ্নঃ- বাংলাদেশের চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তরঃ- কর্নওয়ালিস।


৬৬) প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

উত্তরঃ- পঞ্চগড়।


৬৭) প্রশ্নঃ- বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ- সোনারগাঁও।


৬৮) প্রশ্নঃ- কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ- আখতার হামিদ খান।


৬৯) প্রশ্নঃ- বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?

উত্তরঃ- সিলেট।


৭০) প্রশ্নঃ- মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তরঃ- ১১ টি।


৭১) প্রশ্নঃ- বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?

উত্তরঃ- ২ বার।


৭২) প্রশ্নঃ- সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ- সুরমা।


৭৩) প্রশ্নঃ- মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?

উত্তরঃ- গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।


৭৪) প্রশ্নঃ- আরব ভূখন্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

উত্তরঃ- ইরাক।


৭৫) প্রশ্নঃ- বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?

উত্তরঃ- বর্ধমান হাউস।


৭৬) প্রশ্নঃ- ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?

উত্তরঃ- বর্তমান মোট ১৩ টি।


৭৭) প্রশ্নঃ- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ- ১৯২১ সালে।


৭৮) প্রশ্নঃ- সীতা দাহ প্রথা কবে রহিত হয়?

উত্তরঃ- ১৮২৯।


৭৯) প্রশ্নঃ- বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?

উত্তরঃ- ১৯৭৪ সালে।


৮০) প্রশ্নঃ- দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- লালমনিরহাট।


৮১) প্রশ্নঃ- জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

উত্তরঃ- সাধারণ পরিষদের অধিবেশনে।


৮২) প্রশ্নঃ- আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

উত্তরঃ- ১৭এপ্রিল, ১৯৭১।


৮৩) প্রশ্নঃ- ইসলামিক সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়?

উত্তরঃ- জেদ্দা।


৮৪) প্রশ্নঃ- সোনালী আঁশের দেশ কোনটি?

উত্তরঃ- বাংলাদেশ।


International Affairs


৮৫) প্রশ্নঃ- জোট নিরপেক্ষ আন্দোলন আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকুতে ২০১৯ সালে।


৮৬) প্রশ্নঃ- সার্ক কোন সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৯৮৫ সালে ঢাকায়।


৮৭) প্রশ্নঃ- অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

উত্তরঃ- দুর্ভিক্ষ ও দারিদ্র্য।


৮৮) প্রশ্নঃ- উপমহাদেশীয় সহযোগিতা পরিষদ (G.C.C) এর সদস্য সংখ্যা কত?

উত্তরঃ- ৬।


৮৯) প্রশ্নঃ- BIMSTEC কি ধরনের সংগঠন?

উত্তরঃ- অর্থনৈতিক।


৯০) প্রশ্নঃ- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তরঃ- ১৯৩।


৯১) প্রশ্নঃ- ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?

উত্তরঃ- প্রেসিডেন্ট কিম দায়ে জং।


৯২) প্রশ্নঃ- রাশিয়ার কুরস্ক নামে পারমাণবিক সাবমেরিন এর ওজন কত টন?

উত্তরঃ- ১৩,৯০০ টন।


৯৩) প্রশ্নঃ- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তরঃ- সমালিয়া।


৯৪) প্রশ্নঃ- ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০০০’ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে কোন দেশ?

উত্তরঃ- বর্তমান রিপোর্ট অনুযায়ী নারী নির্যাতনের শীর্ষ দেশ ভারত।


৯৫) প্রশ্নঃ- পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ- এশিয়া।


৯৬) প্রশ্নঃ- হেলসিংকি কোন দেশের রাজধানী?

উত্তরঃ- ফিনল্যান্ড।


৯৭) প্রশ্নঃ- সুইডেনের মুদ্রার নাম কি?

উত্তরঃ- ক্রোনা।


৯৮) প্রশ্নঃ- কমনওয়েলথ সেক্রেটারিয়েট এর অস্ট্রেলিয়ার অবস্থিত তার নাম কি?

উত্তরঃ- মালবোরো হাউস।


৯৯) প্রশ্নঃ- প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ- কাঠমুন্ডু।


১০০) প্রশ্নঃ- NAM এর বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তরঃ- ১২০।


Post a Comment

0 Comments