২৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ
General Science
৫১) প্রশ্নঃ- কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
উত্তরঃ- মেরু অঞ্চলে।
৫২) প্রশ্নঃ- ক্যাসেটের ফিতার শব্দ সংরক্ষিত থাকে কি হিসেবে?
উত্তরঃ- চৌম্বক ক্ষেত্র হিসেবে।
৫৩) প্রশ্নঃ- ফারেনহাইট ০⁰ সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে?
উত্তরঃ- - ৪০⁰।
৫৪) প্রশ্নঃ- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
উত্তরঃ- হীরা।
৫৫) প্রশ্নঃ- বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে?
উত্তরঃ- পাশাপাশি দুটো দাঁতের দাগ।
৫৬) প্রশ্নঃ- টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উত্তরঃ- মনোসোডিয়াম গ্লুটামেট।
৫৭) প্রশ্নঃ- তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
উত্তরঃ- বায়বীয় পদার্থ।
৫৮) প্রশ্নঃ- পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
উত্তরঃ- নিউট্রন ও প্রোটন।
৫৯) প্রশ্নঃ- মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
উত্তরঃ- মাটির পাত্র পানির বাষ্পীভবনের সাহায্য করে।
৬০) প্রশ্নঃ- আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তরঃ- মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে।
৬১) প্রশ্নঃ- জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে —
উত্তরঃ- ক্রোমোজোম।
৬২) প্রশ্নঃ- পৃথিবীর কোন উৎস থেকে সর্বাধিক মৃদু পানি পাওয়া যায়?
উত্তরঃ- বৃষ্টি।
৬৩) প্রশ্নঃ- রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় —
উত্তরঃ- গলগন্ড রোগ নির্ণয়ে।
৬৪) প্রশ্নঃ- এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়?
উত্তরঃ- আইসোটোপ।
৬৫) প্রশ্নঃ- যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় —
উত্তরঃ- সূর্যগ্রহণ।
৬৬) প্রশ্নঃ- লোকভর্তি হলঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়। কারন —
উত্তরঃ- শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।
৬৭) প্রশ্নঃ- পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ —
উত্তরঃ- পেট্রোল পানির চেয়ে হালকা।
৬৮) প্রশ্নঃ- কম্পিউটারের কোনটি নাই?
উত্তরঃ- বুদ্ধি-বিবেচনা।
৬৯) প্রশ্নঃ- ‘পিসিকালচার’ বলতে কি বুঝায়?
উত্তরঃ- মৎস্য চাষ।
৭০) প্রশ্নঃ- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র —
উত্তরঃ- টেকোমিটার।
৭১) প্রশ্নঃ- মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র —
উত্তরঃ- স্ফিগমোম্যানোমিটার।
৭২) প্রশ্নঃ- বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ —
উত্তরঃ- একই হয়।
৭৩) প্রশ্নঃ- তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
উত্তরঃ- দস্তা।
৭৪) প্রশ্নঃ- ‘রেকটিফাইড স্পিরিট’ হলো —
উত্তরঃ- ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।
৭৫) প্রশ্নঃ- অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উত্তরঃ- ইনসুলিন।
৭৬) প্রশ্নঃ- ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
উত্তরঃ- এডিসন।
Bangladesh Affairs
৭৭) প্রশ্নঃ- বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
উত্তরঃ- ২৬ টি।
৭৮) প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
উত্তরঃ- তৈরি পোশাক।
৭৯) প্রশ্নঃ- মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ- এগার।
৮০) প্রশ্নঃ- ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তরঃ- মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।
International Affairs
৮১) প্রশ্নঃ- Food and Agricultural Organization এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- রোম।
৮২) প্রশ্নঃ- ‘The Asian Drama’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- গুনার মিরডাল।
৮৩) প্রশ্নঃ- নিম্নলিখিত কোনটি আলবেনিয়ার রাজধানী?
উত্তরঃ- তিরানা।
৮৪) প্রশ্নঃ- IFC বলতে কী বোঝায়?
উত্তরঃ- ইন্টার্নেশনাল ফিনান্স করপরেশন।
৮৫) প্রশ্নঃ- Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৯৬৩ সালে।
৮৬) প্রশ্নঃ- বান্দুং কোথায় অবস্থিত?
উত্তরঃ- ইন্দোনেশিয়ায়।
৮৭) প্রশ্নঃ- পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর।
৮৮) প্রশ্নঃ- ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
উত্তরঃ- ১৯৬৭ সালে।
৮৯) প্রশ্নঃ- ‘No-fly-zone’ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ- ইরাক।
৯০) প্রশ্নঃ- মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
উত্তরঃ- ইতালি।
৯১) প্রশ্নঃ- ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
উত্তরঃ- চীন ও ভারত।
৯২) প্রশ্নঃ- কোনটি নিশীথ সূর্যের দেশ বলে পরিচিত?
উত্তরঃ- হেমারফেস্ট।
৯৩) প্রশ্নঃ- নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তরঃ- ঘানা।
৯৪) প্রশ্নঃ- জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তরঃ- পাঁচজন।
৯৫) প্রশ্নঃ- ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- জেদ্দা।
৯৬) প্রশ্নঃ- বেলজিয়ামের মুদ্রার নাম কি?
উত্তরঃ- ইউরও চালুর পূর্বে বেলজিয়ামের মুদ্রার নাম ছিল বেলজিয়াম ফ্রাঙ্ক।
৯৭) প্রশ্নঃ- কোনটি ‘চির শান্তির শহর’ নামে পরিচিত?
উত্তরঃ- রোম।
৯৮) প্রশ্নঃ- বাবেল মান্দেব কোন ভাষার শব্দ?
উত্তরঃ- আরবি।
৯৯) প্রশ্নঃ- পি. এল. ও. কখন গঠিত হয়?
উত্তরঃ- ১৯৬৪ সালে।
১০০) প্রশ্নঃ- ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ- ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম জোকো উইদোদো।
0 Comments