Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

পদার্থবিজ্ঞান পার্ট ০১



০১) প্রশ্নঃ  মহাকর্ষ শক্তি আমাদের জন্য প্রয়োজন কারণ কি?
উত্তরঃ এজন্যই আমরা কেন্দ্র বিমুখী  বলের প্রতিক্রিয়া সত্বেও ছিটকে পড়ে যায় না।

০২) প্রশ্নঃ বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কি?
উত্তরঃ বৃষ্টির ফোঁটার চারিদিকে বাতাসের চাপ।

০৩) প্রশ্নঃ একটি চলমান গাড়িচালক হঠাৎ ব্রেক কষলে যাত্রীদের অবস্থান এর কি পরিবর্তন ঘটে?
উত্তরঃ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।

০৪) প্রশ্নঃ কুপি বা ল্যাম্প থেকে সলিতায়   তেল আসে কিভাবে?
উত্তরঃ কৈশিকতা জন্য।

০৫) প্রশ্নঃ আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থ কে কি বলে?
উত্তরঃ লাভা।

০৬) প্রশ্নঃ মশার ওষুধ ছিটানো যন্ত্র কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি?
উত্তরঃ বর্ণালী।

০৭) প্রশ্নঃ আগ্নেয়গিরি  প্রধানত কয় প্রকার? 
উত্তরঃ তিন প্রকার।

০৮) প্রশ্নঃ কোন গ্যাসটি সবচেয়ে বেশি দূষিত করে?
উত্তরঃ কার্বন মনো অক্সাইড।

০৯) প্রশ্নঃ কোন প্রাণী জিহ্বার সাহায্যে শোনে?
উত্তরঃ সাপ।

১০) প্রশ্নঃ সূর্য অস্ত যাওয়ার সময়  আকাশের রং লাল দেখায় কেন?
উত্তরঃ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে।

১১) প্রশ্নঃ আকাশ নীল দেখায় কেন?
উত্তরঃ নীল নীল আলোর অপেক্ষাকৃত বেশি বলে।

১২) প্রশ্নঃ প্রখর রোদে বালুর  পিচঢালা রাস্তার দিকে তাকালে  পানিসিক্ত মনে হওয়ার কারণ কি?
উত্তরঃ আলোর প্রতিসরণ।

১৩) প্রশ্নঃ একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হবে?
উত্তরঃ লাল রং।

১৪) প্রশ্নঃ পরিষ্কার পানিতে মাছ প্রকৃত স্থান থেকে একটু উপরে দেখা যায় কেন?
উত্তরঃ আলোর প্রতিসরণের কারণে। 

১৫) প্রশ্নঃ সমুদ্রের প্রাণী বরফাচ্ছন্ন পানির নিচে বেঁচে থাকার কারণ কি?
উত্তরঃ বরফের নিচে পানি জমাট বাঁধে না।

১৬) প্রশ্নঃ শীতকালে ধাতব পদার্থ অধাতব  পদার্থের চেয়ে ঠান্ডা মনে হয় কেন?
উত্তরঃ ধাতব পদার্থ অধাতব পদার্থ চেয়ে ভালো তাপ পরিবাহী।

১৭) প্রশ্নঃ সাদা আলোতে  কিভাবে আমরা বর্ণালীর সকল রং দেখতে পারি?
উত্তরঃ প্রিজমের সাহায্যে।

১৮) প্রশ্নঃ কঠিন পদার্থের তাপ পরিবাহিতা হয় কোন পদ্ধতিতে?
উত্তরঃ পরিবহন পদ্ধতিতে।

১৯) প্রশ্নঃ আলোর সাতটি রং এর মধ্যে কোন রং দূর থেকে বেশি দেখা যায়?
উত্তরঃ লাল রং।

২০) প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড প্রায়।

২১) প্রশ্নঃ কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে কম?
উত্তরঃ বেগুনি।

২২) প্রশ্নঃ কোন বিজ্ঞানী প্রমাণ করেন, আলোতে সাতটি রং আছে?
উত্তরঃ নিউটন।

২৩) প্রশ্নঃ আকাশের রংধনু সৃষ্টি হয় কেন?
উত্তরঃ বৃষ্টির কনায় আলো পড়লে আলোর সাতটি রঙ দেখা যায় তাই।

২৪) প্রশ্নঃ বরফ পানিতে ভাসে কেন?
উত্তরঃ বরফের ঘনত্ব পানির থেকে  কম তাই।

২৫) প্রশ্নঃ আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে?
উত্তরঃ ৩ লক্ষ কিলোমিটার  প্রায়। 

২৬) প্রশ্নঃ সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করে কারা?
উত্তরঃ বিষম দৃষ্টি সম্পন্ন লোকেরা।

২৭) প্রশ্নঃ কোন বস্তু বা স্থান যখন সকল আলো শোষণ করে তখন কেমন দেখায়?
উত্তরঃ কালো দেখায়।

২৮) প্রশ্নঃ কোন বস্তু বা উপাদান যখন সকল আলো প্রতিফলিত করে তার রং কেমন?
উত্তরঃ সাদা দেখায়।

২৯) প্রশ্নঃ আলোকসজ্জায় আলো উৎপাদনে কি ব্যবহৃত হয়?
উত্তরঃ নিয়ন।

৩০) প্রশ্নঃ বার্ধক্যজনিত  দৃষ্টিহীনতায় দেয়া হয় কোন লেন্স?
উত্তরঃ ফোকাস লেন্স।

৩১) প্রশ্নঃ রাতের অন্ধকারে  পেঁচা পরিষ্কার দেখতে পায় কেন?
উত্তরঃ অক্ষিগোলকের দুর্বৃত্ত বৃষ্টি আছে।

৩২) প্রশ্নঃ এক্স বা হাড়ভাঙা নির্ণয় কোন রশ্মি ব্যবহার করা হয়?
উত্তরঃ রঞ্জন রশ্মি।

৩৩) প্রশ্নঃ হ্রস্বদৃষ্টি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয়?
উত্তরঃ অবতল লেন্স। 

৩৪) প্রশ্নঃ ছবির নেগেটিভ ধোলাই করার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলভার ব্রোমাইড।

৩৫) প্রশ্নঃ কম্পন সংখ্যার একককে কি বলে?
উত্তরঃ হার্জ 

৩৬) প্রশ্নঃ একটি তেলের ড্রাম কে টেনে বা ঠেলে নেয়ার থেকে গড়িয়ে নেয়া সহজ কেন ?
উত্তরঃ ট্রেনে বা ধাক্কা দিয়ে তেলের ড্রাম নিলে ঘর্ষন  বাধা বেশি হয় কিন্তু গড়িয়ে নিল ঘর্ষণ বাধা কম হয়।

৩৭) প্রশ্নঃ মানুষের হৃদস্পন্দন হঠাৎ বন্ধ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে কি করা উচিত?
উত্তরঃ মুখে মুখ দিয়ে মুখের বাতাস দিয়ে রোগীর শ্বাস-প্রশ্বাস চালু করার চেষ্টা করা উচিত।

৩৮) প্রশ্নঃ একটি রাবারের বল মাটিতে পড়লে উপরে ওঠে কারণ কি?
উত্তরঃ এর স্থিতিস্থাপকতা।

৩৯) প্রশ্নঃ কোন ইঞ্জিন এর ক্ষমতা বলতে কি বুঝায়?
উত্তরঃ ইঞ্জিনের কাজের হার।

৪০) প্রশ্নঃ আমাদের মাথার উপরে বিদ্যমান  বায়ু স্তম্ভের ওজন কত?
উত্তরঃ ১ টন।


                                                              Next⇛

Post a Comment

0 Comments