৪১) প্রশ্নঃ দরজা জানালা আটকে কোন গাড়িতে প্রখর রোদে রেখে দিলে ভিতরে তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে বেশি না কম হবে?
উত্তরঃ বেশি হবে।
৪২) প্রশ্নঃ এভারেস্ট পর্বতের চূড়ায় কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় পানি ফুটতে থাকে?
উত্তরঃ ৭০ ডিগ্রি উষ্ণতায়।
৪৩) প্রশ্নঃ ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত তাপের প্রয়োজন?
উত্তরঃ ১ ক্যালরি।
৪৪) প্রশ্নঃ গতির গাণিতিক সূত্র প্রদান করে কোন বিজ্ঞানী?
উত্তরঃ গ্যালিলিও।
৪৫) প্রশ্নঃ কোন বস্তুর তরঙ্গ বলতে কী বোঝায়?
উত্তরঃ সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
৪৬) প্রশ্নঃ তরঙ্গের একক কি?
উত্তরঃ মিটার /সেকেন্ড ।
৪৭) প্রশ্নঃ বেগ কাকে বলে?
উত্তরঃ কোন নির্দিষ্ট দিকে বেগ সময় অতিক্রান্ত দূরত্বকে।
৪৮) প্রশ্নঃ কোন বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের সম্পর্ক কি হবে?
উত্তরঃ ভর যত কম হবে ত্বরণ বেশি হবে।
৪৯) প্রশ্নঃ নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থান পরিবর্তন কে কি বলে?
উত্তরঃ সরণ।
৫০) প্রশ্নঃ অভিকর্ষ বস্তুর উপর কি ধরনের বল?
উত্তরঃ নিম্নমুখী বল।
৫১) প্রশ্নঃ ভরের আন্তর্জাতিক একক কি?
উত্তরঃ কিলোগ্রাম।
৫২) প্রশ্নঃ আর্কিমিডিস কে ছিলেন?
উত্তরঃ গ্রীক গণিতশাস্ত্রবিদ।
৫৩) প্রশ্নঃ আইনস্টাইন কে ছিলেন?
উত্তরঃ বিশিষ্ট পদার্থবিদ।
৫৪) প্রশ্নঃ এরিস্টটল কে ছিলেন?
উত্তরঃ গ্রিক দার্শনিক ।
৫৫) প্রশ্নঃ কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তরঃ কালো রং।
৫৬) প্রশ্নঃ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ নিয়ন গ্যাস।
৫৭) প্রশ্নঃ যে তিনটি রং বা বর্ণের সমন্বয়ে অন্যান্য সকল রংবা বর্ণ সৃষ্টি হয় সেগুলো কি?
উত্তরঃ লাল, কমলা এবং বেগুনি।
৫৮) প্রশ্নঃ রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কি হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ প্রিজমের কাজ করে।
৫৯) প্রশ্নঃ সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সাথে কি থাকে?
উত্তরঃ স্টোরেজঃ ব্যাটারি।
৬০) প্রশ্নঃ সর্বাধিক কর্ম দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি?
উত্তরঃ বৈদ্যুতিক মটর।
৬১) প্রশ্নঃ কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে কি বলে?
উত্তরঃ ওজন।
৬২) প্রশ্নঃ মহাকর্ষ কাকে বলে?
উত্তরঃ মহাবিশ্বেরযেকোনো দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ।
৬৩) প্রশ্নঃ কাজ করার সামর্থ্যকে কি বলে?
উত্তরঃ শক্তি।
৬৪) প্রশ্নঃ আকাশে বিদ্যুৎ
উত্তরঃ আকাশে অসংখ্য জলীয় কনা ও বরফ কনার মধ্যে চার্জ সঞ্চিত হলে এবং তাদের মধ্যে সংঘর্ষ ঘটলে।
৬৫) প্রশ্নঃ সবুজ তরকারিতে কি থাকে?
উত্তরঃ খনিজ পদার্থ ও ভিটামিন।
৬৬) প্রশ্নঃ যে যে গ্যাস প্রাণীরা শ্বাসে গ্রহণ করে এবং উদ্ভিদ নিঃশ্বাস ত্যাগ করে?
উত্তরঃ অক্সিজেন।
৬৭) প্রশ্নঃ সবিরাম আগ্নেয়গিরি উদাহরণ কি?
উত্তরঃ ভিসুভিয়াস।
৬৮) প্রশ্নঃ যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত বহুকাল বন্ধ আছে কিন্তু যে কোনো সময় উদগীরণের সম্ভাবনা আছে তাকে কি বলা হয়?
উত্তরঃ সুপ্ত আগ্নেয়গিরি।
৬৯) প্রশ্নঃ সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি?
উত্তরঃ জাপানের ফুজিয়ামা।
৭০) প্রশ্নঃ জাপানের ফুজিয়ামা শেষ অগ্নুৎপাত হয়েছিল কত সময় আগে?
উত্তরঃ ২০০ বছর।
৭১) প্রশ্নঃ যে তাপমাত্রায় ১ বায়ুমন্ডলীয় চাপে কোন বিশুদ্ধ পদার্থ তরল অবস্থা থেকে সম্পূর্ণভাবে বাষ্পে অবস্থায় পরিবর্তিত হয় তাকে কি বলে?
উত্তরঃ স্ফুটনাঙ্ক।
৭২) প্রশ্নঃ কোন পদার্থ গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় উপনীত হলে কি হয়?
উত্তরঃ পদার্থটি তাপ বর্জন করে।
৭৩) প্রশ্নঃ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় কেন?
উত্তরঃ আলোর প্রতিসরণে।
৭৪) প্রশ্নঃ কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানির মধ্যে যেখানে রাখা হয় সেখানে থাকে কারণ কি?
উত্তরঃ বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব চেয়ে বেশি।
৭৫) প্রশ্নঃ ১১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তরঃ ৩৯৩ ইঞ্চি।
৭৬) প্রশ্নঃ কেঁচো উদ্ভিদের পরম বন্ধু কেন?
উত্তরঃ উদ্ভিদের শিকড় মাটিতে সহজে প্রবেশ করতে সাহায্য করে।
৭৭) প্রশ্নঃ যে উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়?
উত্তরঃ চা ।
৭৮) প্রশ্নঃ পেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন?
উত্তরঃ রান্নার জন্য তাপমাত্রা ও চাপ দুটিই কাজে ব্যবহৃত হয়।
৭৯) প্রশ্নঃ বেতার তরঙ্গ আলোক তরঙ্গ হতে ভিন্ন কারণ কি?
উত্তরঃ তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
৮০) প্রশ্নঃ উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা, কারণ কি?
উত্তরঃ উচ্চ পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে।
0 Comments