Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

22 BCS Preliminary Questions Answers


 ২২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ



Bangla Grammar and Bangla Literature


১) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

উত্তরঃ- দীনেশচন্দ্র সেন গুপ্ত।


২) প্রশ্নঃ- ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?

উত্তরঃ- সুনীতিকুমার চট্টোপাধ্যায়।


৩) প্রশ্নঃ- ‘পদাবলী’ এর প্রথম কবি কে?

উত্তরঃ- চন্ডীদাস।


৪) প্রশ্নঃ- দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?

উত্তরঃ- কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত প্রথম।


৫) প্রশ্নঃ- ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।


৬) প্রশ্নঃ- রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

উত্তরঃ- রক্ত কবরী।


৭) প্রশ্নঃ- কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলাম এর কারাদণ্ড হয়েছিল?

উত্তরঃ- আনন্দময়ীর আগমন।


৮) প্রশ্নঃ- কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত লেখা কোনটি?

উত্তরঃ- বাউন্ডেলের আত্মকাহিনী।


৯) প্রশ্নঃ- ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ- মোহাম্মদ নাসির উদ্দিন।


১০) প্রশ্নঃ- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের কবি কে?

উত্তরঃ- ফররুখ আহম্মেদ।


১১) প্রশ্নঃ- ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


১২) প্রশ্নঃ- ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে?

উত্তরঃ- আহমদ শরীফ।


১৩) প্রশ্নঃ- পদ বা পদাবলী বলতে কী বোঝায়?

উত্তরঃ- পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।


১৪) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?

উত্তরঃ- মোঃ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান।


১৫) প্রশ্নঃ- কোনটা ঠিক?

উত্তরঃ- পথের দাবী (উপন্যাস)।


১৬) প্রশ্নঃ- কোনটি হরযত মোহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ?

উত্তরঃ- মরুভাস্কর।


১৭) প্রশ্নঃ- পদাবলী লিখেছেন —

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।


১৮) প্রশ্নঃ- ‘অপলাপ’ শব্দের অর্থ কি?

উত্তরঃ- অস্বীকার।


১৯) প্রশ্নঃ- ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ!’ এই বাক্যের কি এর অর্থ —

উত্তরঃ- বিরক্তি।


২০) প্রশ্নঃ- ‘ঢাকের কাঠি’ বাগধারা অর্থ —

উত্তরঃ- তোষামুদে।


English Grammar and English Literature


Each question below consists of a related pair of words. Select the fair that best expresses a relationship similar to that expressed in the original pair.

২১) প্রশ্নঃ- Submission : Yielding

উত্তরঃ- Compliant : Acquiescent .


২২) প্রশ্নঃ- Vacillate : Hesitate

উত্তরঃ- Irresolute : Indecisive.


২৩) প্রশ্নঃ- Assert : Dissent ?

উত্তরঃ- Affirm : Object.


২৪) প্রশ্নঃ- Distort : Twist.

উত্তরঃ- Harmonize : Balance.


Question N0 25-29 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence.

২৫) প্রশ্নঃ- Government has been entrusted — elected politicians.

উত্তরঃ- to.


২৬) প্রশ্নঃ- He has paid the the penalty — his crimes — five years in in prison.

উত্তরঃ- for, with.


২৭) প্রশ্নঃ- The path — pavad, so we were able to walk through the path.

উত্তরঃ- was and had been.


২৮) প্রশ্নঃ- In spite of my requests, he did not —.

উত্তরঃ- give in.


২৯) প্রশ্নঃ- The children studied in a class room — windows were never opened.

উত্তরঃ- whose.


Question number 30-32 are incomplete sentences. Fill in the gaps by choosing one word from the soil given.

৩০) প্রশ্নঃ- To stay healthy, we must plan to have a balance — .

উত্তরঃ- diet.


৩১) প্রশ্নঃ- We must keep our fingers — that the weather will stay find for the picnic tomorrow.

উত্তরঃ- cressed (crossed).


৩২) প্রশ্নঃ- They have — their support for our case.

উত্তরঃ- pledged.


Choose the correct meaning of the following words:

৩৩) প্রশ্নঃ- Parcel

উত্তরঃ- Piece of land.


৩৪) প্রশ্নঃ- Cul-de-sac

উত্তরঃ- dead end.


৩৫) প্রশ্নঃ- Ruminant

উত্তরঃ- Cud-chewing animal.


Read the following passage and answer questions 36-40.

On the face of it, telescopes and databases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; databases sit on computer harddisks, humming away and going on where, yet they have something in common; both allow astronomers to explore the universe. Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for an astronomer actually to visit a telescope to make an observation.

৩৬) প্রশ্নঃ-

উত্তরঃ- Telescope and data bases are both becoming relevant for the astronomer.


৩৭) প্রশ্নঃ- ‘Databases sit on computer disks, humming away’ implies—

উত্তরঃ- Data bases make soft sound but are working away.


৩৮) প্রশ্নঃ- Modern database ‘produce reams of observational data’.

উত্তরঃ- Databases produce lot of information.


৩৯) প্রশ্নঃ-

উত্তরঃ- The contemporary astronomer needs to look at the sky from a mountain top


৪০) প্রশ্নঃ- A good title for the passage will be —

উত্তরঃ- Telescope and exploration of the universe.


General Mathematics


৪১) প্রশ্নঃ- একটি সংখ্যা ৬০৫ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

উত্তরঃ- ৭৩৫।


৪২) প্রশ্নঃ- কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?

উত্তরঃ- ১০%।


৪৩) প্রশ্নঃ- কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?

উত্তরঃ- ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫।


৪৪) প্রশ্নঃ- একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করলে ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

উত্তরঃ- ৫%।


৪৫) প্রশ্নঃ- দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

উত্তরঃ- ১০০।


৪৬) প্রশ্নঃ- একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২,লব ও হর উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?

উত্তরঃ- ৯/১১।


৪৭) প্রশ্নঃ- কোন সংখ্যাটি বৃহত্তম?

উত্তরঃ- √০.৩।


৪৮) প্রশ্নঃ- x + y = ১২ এবং x - y = ২ হলে, xy - এর মান কত?

উত্তরঃ- ৩৫।


৪৯) প্রশ্নঃ- এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রী বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত?

উত্তরঃ- ৩৩ বছর।


৫০) প্রশ্নঃ- ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলো সাইজ কত?

উত্তরঃ- ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার।



        Previous

      Next                           

বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ ১০তম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম, ২২তম, ২৩তম, ২৪তম, ২৫তম, ২৬তম, ২৭তম, ২৮তম, ২৯তম, ৩০তম, ৩১তম, ৩২তম, ৩৩তম, ৩৪তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম, ৪০তম, ৪১তম, ৪২তম, ৪৩তম, ৪৪তম,

নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে  অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব।
 উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন।
  “ধন্যবাদ”







Post a Comment

1 Comments

Unknown said…
i will very happy