Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

21th BCS Question Solution(Question 50 to 100)



General Mathematics


৫১) প্রশ্নঃ- একজন চাকরিজীবী বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসাভাড়ায় ব্যয় হয়। তারা আয় এর শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

উত্তরঃ- ৩৬.৬%।


General Science


৫২) প্রশ্নঃ- বায়ুমণ্ডলের ওজোন স্তরের অবক্ষয়ের কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?

উত্তরঃ- ক্লোরোফ্লোরো কার্বন বা CFC.


৫৩) প্রশ্নঃ- ‘ড্রাই আইস’ (dry ice) হলো —

উত্তরঃ- কঠিন অবস্থার কার্বন ডাই অক্সাইড।


৫৪) প্রশ্নঃ- কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

উত্তরঃ- শুশুক।


৫৫) প্রশ্নঃ- ডায়াবেটিস রোগ নির্ণয়ে যে তথ্যটি সত্য নয় সেটি হল —

উত্তরঃ- চিনিজাতীয় খাবার খেলে এই রোগ হয়।


৫৬) প্রশ্নঃ- কম্পিউটার ভাইরাস হলো —

উত্তরঃ- এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।


৫৭) প্রশ্নঃ- এনজিওপ্লাস্টি হচ্ছে —

উত্তরঃ- হৃৎপিণ্ড বদ্ধ শিরা বেলুন এর সাহায্যে ফুলানো।


৫৮) প্রশ্নঃ- দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

উত্তরঃ- কার্বন মনোক্সাইড।


৫৯) প্রশ্নঃ- স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল —

উত্তরঃ- ৪⁰ সেন্টিগ্রেড।


৬০) প্রশ্নঃ- যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদেরকে বলা হয় —

উত্তরঃ- আইসোটোপ।


৬১) প্রশ্নঃ- মধ্যাকর্ষণজনিত ত্বরণ এর সর্বোচ্চ কোথায় —

উত্তরঃ- ভূপৃষ্ঠে।


Bangladesh Affairs


৬২) প্রশ্নঃ- বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অধিকার জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?

উত্তরঃ- ২৮।


৬৩) প্রশ্নঃ- প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

উত্তরঃ- প্রধান বিচারপতি নিয়োগ।


৬৪) প্রশ্নঃ- বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) ক্যাডার সংখ্যা কয়টি?

উত্তরঃ- ২৬ টি।


৬৫) প্রশ্নঃ- বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ- ৯৩ হাজার যুদ্ধাবন্ধীর বিচার অনুষ্ঠান।


৬৬) প্রশ্নঃ- ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

উত্তরঃ- ১৬১০ খ্রিস্টাব্দে।


৬৭) প্রশ্নঃ- যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?

উত্তরঃ- ৫০ টি।


৬৮) প্রশ্নঃ- জাতীয় সংসদে কোরাম হয় কতজনে?

উত্তরঃ- ৬০ জন।


৬৯) প্রশ্নঃ- জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?

উত্তরঃ- ২০৮ একর।


৭০) প্রশ্নঃ- সংসদ ভবনের স্থপতি কে?

উত্তরঃ- লুই আই কান।


৭১) প্রশ্নঃ- ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তরঃ- নয়াদিল্লিতে।


৭২) প্রশ্নঃ- পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে?

উত্তরঃ- গোয়ালন্দ।


৭৩) প্রশ্নঃ- বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?

উত্তরঃ- হাজী শরীয়তুল্লাহ।


৭৪) প্রশ্নঃ- বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?

উত্তরঃ- ১৯৫৭ সালে।


৭৫) প্রশ্নঃ- বর্তমানে বাংলাদেশ গড় মাথাপিছু আয় কত মার্কিন ডলার?

উত্তরঃ- অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার।


৭৬) প্রশ্নঃ- ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল?

উত্তরঃ- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।


৭৭) প্রশ্নঃ- তত্ত্বাবধায়ক সরকারের আইন জাতীয় সংসদে কবে পাস করা হয়?

উত্তরঃ- ২৭ মার্চ, ১৯৯৬।


৭৮) প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?

উত্তরঃ- তৈরি পোশাক।


৭৯) প্রশ্নঃ- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন সালে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ- ২ ডিসেম্বর, ১৯৯৭।


৮০) প্রশ্নঃ- বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?

উত্তরঃ- জাপান।


International Affairs


৮১) প্রশ্নঃ- সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

উত্তরঃ- বর্তমান মালদ্বীপে। অপশন অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে হার বেশি শ্রীলঙ্কায়।


৮২) প্রশ্নঃ- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৯৪৯ সালে।


৮৩) প্রশ্নঃ- OPEC ভুক্ত দেশ কয়টি?

উত্তরঃ- ১৩ টি।


৮৪) প্রশ্নঃ- জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৯৪৫ সালে।


৮৫) প্রশ্নঃ- নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?

উত্তরঃ- আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।


৮৬) প্রশ্নঃ- ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃ- জেকো ইউদোদো।


৮৭) প্রশ্নঃ- সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?

উত্তরঃ- ১৯৯৯সালে পাকিস্তানকে বহিষ্কার করা হয় এবং ২০০৪ সালে আবার অন্তর্ভুক্ত করা হয়।


৮৮) প্রশ্নঃ- দক্ষিণ এশিয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?

উত্তরঃ- ১৯৯৩ সালে।


৮৯) প্রশ্নঃ- শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- সিডনি। তবে বর্তমান অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানে।


৯০) প্রশ্নঃ- কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?

উত্তরঃ- সিটিবিটি (CTBT)।


৯১) প্রশ্নঃ- কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?

উত্তরঃ- ৫১ টি।


৯২) প্রশ্নঃ- বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশ অবস্থিত?

উত্তরঃ- আফ্রিকা।


৯৩) প্রশ্নঃ- কোন দেশের নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?

উত্তরঃ- বর্তমান বাংলাদেশ নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে।


৯৪) প্রশ্নঃ- গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ?

উত্তরঃ- উন্নয়নশীল।


৯৫) প্রশ্নঃ- ১৯৯৯ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?

উত্তরঃ- গুন্টার গ্রাস।


৯৬) প্রশ্নঃ- ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ- রিও ডি জেনেরিও।


৯৭) প্রশ্নঃ- আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

উত্তরঃ- প্যারিসে।


৯৮) প্রশ্নঃ- ১৯৯৫সালে বেইজিং এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্ব নারী সম্মেলন এর মূল স্লোগান কি ছিল?

উত্তরঃ- নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ।


৯৯) প্রশ্নঃ- বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?

উত্তরঃ- লস এঞ্জেলস।


১০০) প্রশ্নঃ- আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- ভিয়েনায়।


Post a Comment

0 Comments