Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

25 BCS Preliminary Questions Answers

 


২৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ



English Grammar and English Literature


Choose the correct alternative and mark its letter on your answer sheet.

১) প্রশ্নঃ- Stocking are — socks.

উত্তরঃ- long.


২) প্রশ্নঃ- Many students will now be starting to — about their exam result.

উত্তরঃ- worry.


৩) প্রশ্নঃ- She told me his name after he —.

উত্তরঃ- had left.


৪) প্রশ্নঃ- Climate is a — of the environment.

উত্তরঃ- state.


৫) প্রশ্নঃ- I finally killed the fly — a rolled up newspaper.

উত্তরঃ- with.


৬) প্রশ্নঃ- We must look pleased or else he’ll be —.

উত্তরঃ- dissatisfied.


৭) প্রশ্নঃ- The man died — overeating.

উত্তরঃ- from.


৮) প্রশ্নঃ- He advised me — smoking.

উত্তরঃ- to give up.


৯) প্রশ্নঃ- The expression after one's own heart means —.

উত্তরঃ- To one's own liking.


১০) প্রশ্নঃ- ‘The day of my sister’s marriage is drawing near’. The underlined word is a/an —

উত্তরঃ- adverb.


১১) প্রশ্নঃ- Which of the following sentence is the correct one?

উত্তরঃ- My father was in hospital for six weeks during the summer.


১২) প্রশ্নঃ- He intends to — in the country for two months.

উত্তরঃ- stay.


১৩) প্রশ্নঃ- What are you so angry —?

উত্তরঃ- about.


১৪) প্রশ্নঃ- The parents become extremely — when their son had not returned by eleven O'Clock.

উত্তরঃ-

anxious.

১৫) প্রশ্নঃ- ‘I — remember the holiday I spent in your house’, she said.

উত্তরঃ- always.


১৬) প্রশ্নঃ- He knew it was a very — operation, but he was determined to carry it out.

উত্তরঃ- risky.


১৭) প্রশ্নঃ- Misanthropist means —.

উত্তরঃ- A hater of mankind.


১৮) প্রশ্নঃ- First language means the — language.

উত্তরঃ- natural.


১৯) প্রশ্নঃ- Shaheen would never have taken the job if — what great demand it would make on his time.

উত্তরঃ- he had known.


২০) প্রশ্নঃ- She has — her hair is beautiful shade of brown.

উত্তরঃ- dyed.


Bangla Grammar and Bangla Literature


২১) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?

উত্তরঃ- দীনেশচন্দ্র সেন।


২২) প্রশ্নঃ- কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?

উত্তরঃ- অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় নি। তবে অগ্নিবীণা কাব্যের অন্তর্গত ‘আনন্দময়ীর আগমন’ কবিতা টি নিষিদ্ধ হয়।


২৩) প্রশ্নঃ- ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নায়িকা?

উত্তরঃ- সমাপ্তি।


২৪) প্রশ্নঃ- ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ- রশীদ করিম।


২৫) প্রশ্নঃ- ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?

উত্তরঃ- উপন্যাস।


২৬) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের সনেট রচনা প্রবর্তক কে?

উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত।


২৭) প্রশ্নঃ- ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


২৮) প্রশ্নঃ- কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা?

উত্তরঃ- মনীষা মঞ্জুষা।


২৯) প্রশ্নঃ- জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ- কল্লোল।


৩০) প্রশ্নঃ- ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?

উত্তরঃ- বর্ধমান।


৩১) প্রশ্নঃ- ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এককথায় হবে —

উত্তরঃ- নশ্বর।


৩২) প্রশ্নঃ- যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে —

উত্তরঃ- দ্বিগু সমাস।


৩৩) প্রশ্নঃ- কোন বাক্যটি শুদ্ধ?

উত্তরঃ- তাহার জীবন সংশয়াপূর্ণ।


৩৪) প্রশ্নঃ- ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো —

উত্তরঃ- চাঁদের মতো মুখ।


৩৫) প্রশ্নঃ- ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ —এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তি উদাহরণ?

উত্তরঃ- কর্ম কারকে শূন্য।


৩৬) প্রশ্নঃ- ‘যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?

উত্তরঃ- জটিল।


৩৭) প্রশ্নঃ- ‘সন্ধ্যারাগে –ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ — রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা?

উত্তরঃ- বলাকা।


৩৮) প্রশ্নঃ- বাংলা ছন্দ কয় রকমের?

উত্তরঃ- তিন রকমের।


৩৯) প্রশ্নঃ- কোনটি শুদ্ধ বানান?

উত্তরঃ- দ্বন্দ্ব।


৪০) প্রশ্নঃ- ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো —

উত্তরঃ- অন্তমিল নেই।


Bangladesh Affairs


৪১) প্রশ্নঃ- পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?

উত্তরঃ- মহানন্দা।


৪২) প্রশ্নঃ- প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত?

উত্তরঃ- মহাস্থানগড়।


৪৩) প্রশ্নঃ- উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর —

উত্তরঃ- স্যার এ এফ রহমান।


৪৪) প্রশ্নঃ- প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ কত?

উত্তরঃ- ৫ বছর।


৪৫) প্রশ্নঃ- সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?

উত্তরঃ- ২০০৮ সালের পূর্বে বাংলাদেশ মালদ্বীপের দূতাবাস ছিল না।


৪৬) প্রশ্নঃ- কোন বাংলাদেশে উপজাতির পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক?

উত্তরঃ- মারমা ও সাঁওতাল।


৪৭) প্রশ্নঃ- নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

উত্তরঃ- ইবনে বতুতা ও ফা-হিয়েন।


৪৮) প্রশ্নঃ- বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?

উত্তরঃ- ৩।


৪৯) প্রশ্নঃ- বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?

উত্তরঃ- আব্দুল হামিদ।


৫০) প্রশ্নঃ- বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করে?

উত্তরঃ- ২০০০ সালে।


W3.CSS

W3.CSS
W3.CSS

        Previous

      Next                           


 

বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ ১০তম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম, ২২তম, ২৩তম, ২৪তম, ২৪তম-বাতিল, ২৫তম, ২৬তম, ২৭তম, ২৮তম, ২৯তম, ৩০তম, ৩১তম, ৩২তম, ৩৩তম, ৩৪তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম, ৪০তম, ৪১তম, ৪২তম, ৪৩তম, ৪৪তম,


নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে  অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব।
 উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন।
 

“ধন্যবাদ”।









Post a Comment

0 Comments