২৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ
English Grammar and English Literature
Choose the correct alternative and mark its letter on your answer sheet.
১) প্রশ্নঃ- Stocking are — socks.
উত্তরঃ- long.
২) প্রশ্নঃ- Many students will now be starting to — about their exam result.
উত্তরঃ- worry.
৩) প্রশ্নঃ- She told me his name after he —.
উত্তরঃ- had left.
৪) প্রশ্নঃ- Climate is a — of the environment.
উত্তরঃ- state.
৫) প্রশ্নঃ- I finally killed the fly — a rolled up newspaper.
উত্তরঃ- with.
৬) প্রশ্নঃ- We must look pleased or else he’ll be —.
উত্তরঃ- dissatisfied.
৭) প্রশ্নঃ- The man died — overeating.
উত্তরঃ- from.
৮) প্রশ্নঃ- He advised me — smoking.
উত্তরঃ- to give up.
৯) প্রশ্নঃ- The expression after one's own heart means —.
উত্তরঃ- To one's own liking.
১০) প্রশ্নঃ- ‘The day of my sister’s marriage is drawing near’. The underlined word is a/an —
উত্তরঃ- adverb.
১১) প্রশ্নঃ- Which of the following sentence is the correct one?
উত্তরঃ- My father was in hospital for six weeks during the summer.
১২) প্রশ্নঃ- He intends to — in the country for two months.
উত্তরঃ- stay.
১৩) প্রশ্নঃ- What are you so angry —?
উত্তরঃ- about.
১৪) প্রশ্নঃ- The parents become extremely — when their son had not returned by eleven O'Clock.
উত্তরঃ-
anxious.১৫) প্রশ্নঃ- ‘I — remember the holiday I spent in your house’, she said.
উত্তরঃ- always.
১৬) প্রশ্নঃ- He knew it was a very — operation, but he was determined to carry it out.
উত্তরঃ- risky.
১৭) প্রশ্নঃ- Misanthropist means —.
উত্তরঃ- A hater of mankind.
১৮) প্রশ্নঃ- First language means the — language.
উত্তরঃ- natural.
১৯) প্রশ্নঃ- Shaheen would never have taken the job if — what great demand it would make on his time.
উত্তরঃ- he had known.
২০) প্রশ্নঃ- She has — her hair is beautiful shade of brown.
উত্তরঃ- dyed.
Bangla Grammar and Bangla Literature
২১) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
উত্তরঃ- দীনেশচন্দ্র সেন।
২২) প্রশ্নঃ- কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ- অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় নি। তবে অগ্নিবীণা কাব্যের অন্তর্গত ‘আনন্দময়ীর আগমন’ কবিতা টি নিষিদ্ধ হয়।
২৩) প্রশ্নঃ- ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নায়িকা?
উত্তরঃ- সমাপ্তি।
২৪) প্রশ্নঃ- ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ- রশীদ করিম।
২৫) প্রশ্নঃ- ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ- উপন্যাস।
২৬) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের সনেট রচনা প্রবর্তক কে?
উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত।
২৭) প্রশ্নঃ- ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৮) প্রশ্নঃ- কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা?
উত্তরঃ- মনীষা মঞ্জুষা।
২৯) প্রশ্নঃ- জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ- কল্লোল।
৩০) প্রশ্নঃ- ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ- বর্ধমান।
৩১) প্রশ্নঃ- ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এককথায় হবে —
উত্তরঃ- নশ্বর।
৩২) প্রশ্নঃ- যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে —
উত্তরঃ- দ্বিগু সমাস।
৩৩) প্রশ্নঃ- কোন বাক্যটি শুদ্ধ?
উত্তরঃ- তাহার জীবন সংশয়াপূর্ণ।
৩৪) প্রশ্নঃ- ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো —
উত্তরঃ- চাঁদের মতো মুখ।
৩৫) প্রশ্নঃ- ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ —এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তি উদাহরণ?
উত্তরঃ- কর্ম কারকে শূন্য।
৩৬) প্রশ্নঃ- ‘যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
উত্তরঃ- জটিল।
৩৭) প্রশ্নঃ- ‘সন্ধ্যারাগে –ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ — রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা?
উত্তরঃ- বলাকা।
৩৮) প্রশ্নঃ- বাংলা ছন্দ কয় রকমের?
উত্তরঃ- তিন রকমের।
৩৯) প্রশ্নঃ- কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ- দ্বন্দ্ব।
৪০) প্রশ্নঃ- ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো —
উত্তরঃ- অন্তমিল নেই।
Bangladesh Affairs
৪১) প্রশ্নঃ- পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
উত্তরঃ- মহানন্দা।
৪২) প্রশ্নঃ- প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ- মহাস্থানগড়।
৪৩) প্রশ্নঃ- উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর —
উত্তরঃ- স্যার এ এফ রহমান।
৪৪) প্রশ্নঃ- প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ কত?
উত্তরঃ- ৫ বছর।
৪৫) প্রশ্নঃ- সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উত্তরঃ- ২০০৮ সালের পূর্বে বাংলাদেশ মালদ্বীপের দূতাবাস ছিল না।
৪৬) প্রশ্নঃ- কোন বাংলাদেশে উপজাতির পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক?
উত্তরঃ- মারমা ও সাঁওতাল।
৪৭) প্রশ্নঃ- নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
উত্তরঃ- ইবনে বতুতা ও ফা-হিয়েন।
৪৮) প্রশ্নঃ- বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
উত্তরঃ- ৩।
৪৯) প্রশ্নঃ- বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
উত্তরঃ- আব্দুল হামিদ।
৫০) প্রশ্নঃ- বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করে?
উত্তরঃ- ২০০০ সালে।
|
|
---|
0 Comments