Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

24 BCS Preliminary Questions Answers

 


২৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন উত্তরঃ


Bangla Grammar and Bangla Literature


১) প্রশ্নঃ- ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের।


২) প্রশ্নঃ- কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত?

উত্তরঃ- মানব মুকুট।


৩) প্রশ্নঃ- ‘সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে।’ এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

উত্তরঃ- বিশেষ্য।


৪) প্রশ্নঃ- ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৫) প্রশ্নঃ- সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘পত্রিকার’ নাম কি?

উত্তরঃ- সমকাল।


৬) প্রশ্নঃ- ‘ফনিমনসা’ কাব্যের রচয়িতা কে?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।


৭) প্রশ্নঃ- বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?

উত্তরঃ- প্রবন্ধ।


৮) প্রশ্নঃ- বাংলা একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন?

উত্তরঃ- মুহাম্মদ শহীদুল্লাহ।


৯) প্রশ্নঃ- সনেটের ক’টি অংশ?

উত্তরঃ- দুটি।


১০) প্রশ্নঃ- ‘কাঁচি’ কোন ভাষার শব্দ?

উত্তরঃ- তুর্কি।


১১) প্রশ্নঃ- ‘কাঁটা-কুঞ্জে বসি' তুই গাঁথিবি মালিকা দিয়ে গেনু ভালে তোর বেদনার টিকা’ – এই উক্তিটি কোন কবির রচনা?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।


১২) প্রশ্নঃ- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

উত্তরঃ- আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।


১৩) প্রশ্নঃ- কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

উত্তরঃ- উত্তরাধুনিকতাবাদ।


১৪) প্রশ্নঃ- ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ- শামসুদ্দীন আবুল কালাম।


১৫) প্রশ্নঃ- ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ- কাজী আবদুল ওদুদ।


১৬) প্রশ্নঃ- ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে —

উত্তরঃ- ফারসি ও ইংরেজি শব্দ।


১৭) প্রশ্নঃ- ‘হাত-ভারি’ বাগধারার অর্থ —

উত্তরঃ- কৃপণ।


১৮) প্রশ্নঃ- ‘লাজ’ কোন ধরনের শব্দ?

উত্তরঃ- বিশেষ্য।


১৯) প্রশ্নঃ- ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে?

উত্তরঃ- ১৯২৬।


২০) প্রশ্নঃ- ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।


English Grammar and English Literature


Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.

২১) প্রশ্নঃ- Conscious : areless.

উত্তরঃ- Careful : Indifferent.


২২) প্রশ্নঃ- Hardly

উত্তরঃ- useful.


২৩) প্রশ্নঃ- Viable

উত্তরঃ- capable.


২৪) প্রশ্নঃ- Gullible.

উত্তরঃ- easily deceived.


২৫) প্রশ্নঃ- The Second World War II broke — in September, 1939.

উত্তরঃ- out.


২৬) প্রশ্নঃ- The government gave — the demand of the people.

উত্তরঃ- into.


২৭) প্রশ্নঃ- She is beautiful but she is — her mother.

উত্তরঃ- not so beautiful as.


২৮) প্রশ্নঃ- The ministers arrived — a decision last night.

উত্তরঃ- at.


২৯) প্রশ্নঃ- I thought that — was the last one.

উত্তরঃ- the prettiest one of all.


৩০) প্রশ্নঃ- I don't think you will have any difficulty — a driving license.

উত্তরঃ- in getting.


৩১) প্রশ্নঃ- Please — the necessity of arriving early.

উত্তরঃ- emphasise.


৩২) প্রশ্নঃ- At last one of the students — full marks every time.

উত্তরঃ- gets.


৩৩) প্রশ্নঃ- My wife reminded me —.

উত্তরঃ- at my appointment.


৩৪) প্রশ্নঃ- The team is — eleven players.

উত্তরঃ- made up of.


৩৫) প্রশ্নঃ- We need two hundred dollars — this to pay for everything.

উত্তরঃ- besides.


৩৬) প্রশ্নঃ- My friend always goes home — foot.

উত্তরঃ- on.


৩৭) প্রশ্নঃ- In order to improve farming methods, we need —.

উত্তরঃ- machinery.


৩৮) প্রশ্নঃ- My uncle arrived while I — I the dinner.

উত্তরঃ- was cooking.


৩৯) প্রশ্নঃ- I decided to go — with my friend as I needed some exercise.

উত্তরঃ- for a walk.


৪০) প্রশ্নঃ- I don't mind — with the cooking but I am not going to wash the dishes.

উত্তরঃ- helping.


General Mathematics


৪১) প্রশ্নঃ- কে গণিতবিদ নন?

উত্তরঃ- ইবনে খলদুন।


৪২) প্রশ্নঃ- ২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

উত্তরঃ- ১০ টি।


৪৩) প্রশ্নঃ- ১, ১, ২, ৩, ৫, ৮, ……..এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?

উত্তরঃ- ২১।


৪৪) প্রশ্নঃ- টিপুর বোনের বয়স ত্রিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

উত্তরঃ- ২৪ বছর।


৪৫) প্রশ্নঃ- কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

উত্তরঃ- ১/১১।


৪৬) প্রশ্নঃ- ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?

উত্তরঃ- ১৩, ৭৭, ৯১, ১৪৩।


৪৭) প্রশ্নঃ- একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজের জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

উত্তরঃ- ১১ টাকা।


৪৮) প্রশ্নঃ- ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

উত্তরঃ- ৩০%।


৪৯) প্রশ্নঃ- ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘন্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় ৫০ মাইল যাওয়া হবে?

উত্তরঃ- ১০২ মিনিট।


৫০) প্রশ্নঃ- ০.১ এর বর্গমূল কত?

উত্তরঃ- কোনোটিই নয় (ক. ০.১, খ. ০.০০১, গ. ০.২৫, ঘ. কোনোটিই নয়)।


        Previous

                      Next           

বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ ১০তম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম, ২২তম, ২৩তম, ২৪তম, ২৫তম, ২৬তম, ২৭তম, ২৮তম, ২৯তম, ৩০তম, ৩১তম, ৩২তম, ৩৩তম, ৩৪তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম, ৪০তম, ৪১তম, ৪২তম, ৪৩তম, ৪৪তম,


নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে  অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব।

 উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন।

  “ধন্যবাদ”

Post a Comment

0 Comments