৫১) প্রশ্নঃ- ১ মিটার সমান কত ইঞ্চি? উত্তরঃ- ৩৯.৩৭ ইঞ্চি। ৫২) প্রশ্নঃ- ইউরিয়া সারের কাঁচামাল — উত্তরঃ- মিথেন গ্যাস। ৫৩) প্রশ্নঃ- সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার — উত্তরঃ- ১০ নিউটন। ৫৪) প্রশ্নঃ- ধানের ফুলের পরাগ সংযোগ ঘটে? উত্তরঃ- বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে। ৫৫) প্রশ্নঃ- ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন। কারণ এতে — উত্তরঃ- সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে। ৫৬) প্রশ্নঃ- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো — উত্তরঃ- মিথেন। ৫৭) প্রশ্নঃ- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় — উত্তরঃ- পরমাণু। ৫৮) প্রশ্নঃ- সমুদ্র স্রোতের অন্যতম কারণ? উত্তরঃ- বায়ু প্রবাহের প্রভাব। ৫৯) প্রশ্নঃ- কাজ করার সামর্থ্যকে বলে — উত্তরঃ- শক্তি। ৬০) প্রশ্নঃ- রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো — উত্তরঃ- প্রিজমের কাজ করে। ৬১) প্রশ্নঃ- কাচ তৈরীর প্রধান কাঁচামাল হলো — উত্তরঃ- বালি। ৬২) প্রশ্নঃ- মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তরঃ- ২৩ জোড়া। ৬৩) প্রশ্নঃ- মাইক্রোওয়েভ এর মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে? উত্তরঃ- ওয়েব গাইড এর মধ্য দিয়ে। ৬৪) প্রশ্নঃ- সৌরকোষের বিদ্যুৎ রাতে ও ব্যবহার করা সম্ভব যদি এর সাথে থাকে? উত্তরঃ- স্টোরেজ ব্যাটারি। ৬৫) প্রশ্নঃ- বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বৈদ্যুতিক খরচ — উত্তরঃ- একই হয়। ৬৬) প্রশ্নঃ- কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় — উত্তরঃ- এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। ৬৭) প্রশ্নঃ- বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? উত্তরঃ- ২ কোটি ৪৭ লক্ষ একর (বর্তমান)। ৬৮) প্রশ্নঃ- মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ- করতোয়া। ৬৯) প্রশ্নঃ- কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? উত্তরঃ- যশোর। ৭০) প্রশ্নঃ- উত্তরঃ- ৭১) প্রশ্নঃ- বাসস একটি — উত্তরঃ- সংবাদ সংস্থার নাম। ৭২) প্রশ্নঃ- বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? উত্তরঃ- ১৪ ডিসেম্বর। ৭৩) প্রশ্নঃ- বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? উত্তরঃ- ভাওয়াল ও মধুপুরের বনভূমি। ৭৪) প্রশ্নঃ- চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য — উত্তরঃ- দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকা পরিবহন ব্যবস্থা উন্নত করা। ৭৫) প্রশ্নঃ- হরিপুরে তেল আবিষ্কার হয়— উত্তরঃ- ১৯৮৬ সালে। ৭৬) প্রশ্নঃ- মিশুকের স্থপতি কে? উত্তরঃ- মোস্তফা মনোয়ার। ৭৭) প্রশ্নঃ- বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি? উত্তরঃ- ১০ : ৬। ৭৮) প্রশ্নঃ- বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? উত্তরঃ- ফরিদপুর। ৭৯) প্রশ্নঃ- উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? উত্তরঃ- ২০০ নটিক্যাল মাইল । ৮০) প্রশ্নঃ- বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? উত্তরঃ- ব্রহ্মপুত্র। ৮১) প্রশ্নঃ- ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো — উত্তরঃ- অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক প্রস্তুত বন্ধ করা। ৮২) প্রশ্নঃ- বি.কে.এস.পি. হলো — উত্তরঃ- একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। ৮৩) প্রশ্নঃ- মা ও মনি হলো — উত্তরঃ- একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। ৮৪) প্রশ্নঃ- প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম— উত্তরঃ- বরিশাল। ৮৫) প্রশ্নঃ- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর — উত্তরঃ- ভিয়েনা। ৮৬) প্রশ্নঃ- জাপানের পার্লামেন্টের নাম — উত্তরঃ- ডায়েট। ৮৭) প্রশ্নঃ- আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তরঃ- বেরিং। ৮৮) প্রশ্নঃ- সাউথ কমিশনের চেয়ারম্যান — উত্তরঃ- জুলিয়াস নায়ারে। ৮৯) প্রশ্নঃ- ওডার নীস নদী — উত্তরঃ- পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক। ৯০) প্রশ্নঃ- জাতিসংঘ দিবস পালিত হয় — উত্তরঃ- ২৪ আগস্ট। ৯১) প্রশ্নঃ- আফটা (AFTA) বলতে বোঝায় — উত্তরঃ- একটি বাণিজ্যিক গোষ্ঠী। ৯২) প্রশ্নঃ- আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় — উত্তরঃ- ৫ জুন। ৯৩) প্রশ্নঃ- নামিবিয়ার রাজধানী — উত্তরঃ- উইন্ডহুক। ৯৪) প্রশ্নঃ- ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে — উত্তরঃ- বিনা সুদে। ৯৫) প্রশ্নঃ- ‘হারারে’ এর পুরাতন নাম — উত্তরঃ- সলসবেরী। ৯৬) প্রশ্নঃ- পবিত্র ভূমি কোনটিকে বলা হয় — উত্তরঃ- জেরুজালেম। ৯৭) প্রশ্নঃ- মালদ্বীপের মুদ্রার নাম কি? উত্তরঃ- রুপাইয়া। ৯৮) প্রশ্নঃ- ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? উত্তরঃ- বার্সেলোনা। ৯৯) প্রশ্নঃ- আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা — উত্তরঃ- Paul Harris. ১০০) প্রশ্নঃ- এডেন কোন দেশের সমুদ্র বন্দর? উত্তরঃ- ইয়েমেন।
0 Comments