১৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ
General Science ৫১) প্রশ্নঃ- পীট কয়লার বৈশিষ্ট্য হলো — উত্তরঃ- ভেজা ও নরম। ৫২) প্রশ্নঃ- আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে কি? উত্তরঃ- বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%। ৫৩) প্রশ্নঃ- ডিজিটাল টেলিফোন এর প্রধান বৈশিষ্ট্য — উত্তরঃ- ডিজিটাল সিগনালের বার্তা প্রেরণ। ৫৪) প্রশ্নঃ- পানির জীব হইয়াও বাতাসে নিঃশ্বাস নেয়? উত্তরঃ- শুশুক। ৫৫) প্রশ্নঃ- রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? উত্তরঃ- মৃদু রঞ্জন রশ্মি। ৫৬) প্রশ্নঃ- নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় — উত্তরঃ- ধমনীর ভেতর দিয়ে। ৫৭) প্রশ্নঃ- চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাইবে না কেন? উত্তরঃ- চাঁদে বায়ুমণ্ডল নাই তাই। ৫৮) প্রশ্নঃ- আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারন — উত্তরঃ- ফটো লিথোগ্রাফি। ৫৯) প্রশ্নঃ- উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো — উত্তরঃ- প্রায় ১২ ঘন্টা। Bangladesh Affairs ৬০) প্রশ্নঃ- বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? উত্তরঃ- ১২। ৬১) প্রশ্নঃ- কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? উত্তরঃ- ঢাকা। ৬২) প্রশ্নঃ- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ- কামরুল হাসান। ৬৩) প্রশ্নঃ- ‘সব কটা জানালা খুলে দাও না’ -এর গীতিকার কে? উত্তরঃ- মরহুম নজরুল ইসলাম বাবু। ৬৪) প্রশ্নঃ- জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? উত্তরঃ- ইউরিয়া। ৬৫) প্রশ্নঃ- কর্কটক্রান্তি রেখা — উত্তরঃ- বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। ৬৬) প্রশ্নঃ- বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? উত্তরঃ- পর্তুগিজরা। ৬৭) প্রশ্নঃ- জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান —। উত্তরঃ- জাতিসংঘের জনসংখ্যা রিপোর্ট–২০২০ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬.৫ কোটি এবং বাংলাদেশের অবস্থান বিশ্বে ৮ম। ৬৮) প্রশ্নঃ- অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? উত্তরঃ- চট্টগ্রামে বাংলাদেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ঢাকায় বাংলাদেশের দ্বিতীয় অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয়। ৬৯) প্রশ্নঃ- বাংলাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরঃ- লর্ড মাউন্টব্যাটেন। ৭০) প্রশ্নঃ- বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত — উত্তরঃ- পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। ৭১) প্রশ্নঃ- চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই, ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? উত্তরঃ- ৩৭৫ জন। ৭২) প্রশ্নঃ- বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? উত্তরঃ- হার্ডিঞ্জ সেতু। ৭৩) প্রশ্নঃ- লালবাগের কেল্লা স্থাপন করেন কে? উত্তরঃ- শায়েস্তা খান। ৭৪) প্রশ্নঃ- বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত? উত্তরঃ- ২০২১-২০২২অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি বরাদ্দ ৭১,৫৯১ কোটি টাকা যা মোট বাজেটের ১১.৯%। ৭৫) প্রশ্নঃ- ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরঃ- ১৮৬৪ সালে। ৭৬) প্রশ্নঃ- ১৪ ডিসেম্বর, ১৯৯৩ তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে স্মরণীয় করিয়া রাখিবার জন্য ঢাকায় মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়েছে? উত্তরঃ- ৫ টি। ৭৭) প্রশ্নঃ- বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাশ করা হয়েছিল? উত্তরঃ- ১৯৯২ সালে। ৭৮) প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? উত্তরঃ- ৪ এপ্রিল, ১৯৭২। ৭৯) প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশ ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়? উত্তরঃ- ৪ মার্চ, ১৯৭২। International Affairs ৮০) প্রশ্নঃ- গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে? উত্তরঃ- ২২ জুলাই, ১৯৯৪। ৮১) প্রশ্নঃ- নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন? উত্তরঃ- ৭ জুন, ১৯৯৪। ৮২) প্রশ্নঃ- ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কারা? উত্তরঃ- স্টাইচকভ ও সালেনকো। ৮৩) প্রশ্নঃ- ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? উত্তরঃ- ১১ টি। ৮৪) প্রশ্নঃ- রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন? উত্তরঃ- ১৯ জুলাই, ১৯৯৪। ৮৫) প্রশ্নঃ- গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন? উত্তরঃ- ১০ জুলাই, ১৯৯৪। ৮৬) প্রশ্নঃ- বি–৫২ কি? উত্তরঃ- এক ধরনের বোমারু বিমান। ৮৭) প্রশ্নঃ- পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ার নির্বাসিত জীবন ছাড়িয়া স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ড আসেন? উত্তরঃ- ১ জুলাই, ১৯৯৪। ৮৮) প্রশ্নঃ- NATO কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ৪ এপ্রিল, ১৯৯৪। ৮৯) প্রশ্নঃ- ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? উত্তরঃ- ১৯৪৫ সালে। ৯০) প্রশ্নঃ- Asia Pacific Economic Cooperation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩ এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন? উত্তরঃ- জাপান। ৯১) প্রশ্নঃ- ১৯৯৪-এ নববর্ষের দিনে কার নেতৃত্বোধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে? উত্তরঃ- আব্দুর রশিদ দোস্তাম। ৯২) প্রশ্নঃ- ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরো ঠিক কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে? উত্তরঃ- ১৬ জুলাই, ১৯৯৪। ৯৩) প্রশ্নঃ- ‘Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ১৯০৫ সালে। ৯৪) প্রশ্নঃ- বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল? উত্তরঃ- ১৯৬১ সালে। ৯৫) প্রশ্নঃ- Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারী গনকে প্রেরণ করা হয়েছিল? উত্তরঃ- Pathfinder. ৯৬) প্রশ্নঃ- ‘Straw Vote’ বলতে কী বোঝায়? উত্তরঃ- Unofficial poll of public opinion. ৯৭) প্রশ্নঃ- জর্ডান ও ইসরাইল এর মধ্যে ৪৬ বছরের যুদ্ধ অবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশা হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন? উত্তরঃ- ২৬ জুলাই, ১৯৯৪। ৯৮) প্রশ্নঃ- আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে থেকে কার্যক্রম শুরু করে? উত্তরঃ- ১৯৪৭ সাল হইতে। ৯৯) প্রশ্নঃ- বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত? উত্তরঃ- ২২/৭। ১০০) প্রশ্নঃ- ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তরঃ- লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
0 Comments