১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
৫১) প্রশ্নঃ- ‘স্টোক’ আকস্মিক অজ্ঞান মৃত্যুর কারণ হতে পারে– এটি কি? উত্তরঃ- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা। ৫২) প্রশ্নঃ- কোনটি রক্তের কাজ নহে? উত্তরঃ- জারক রস বিতরণ করা। ৫৩) প্রশ্নঃ- ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি? উত্তরঃ- এল. সি. ডি.। ৫৪) প্রশ্নঃ- গ্রীন হাউস ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে? উত্তরঃ- নিম্নভূমি নিমজ্জিত হবে। ৫৫) প্রশ্নঃ- নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কিভাবে? উত্তরঃ- যথাযথভাবে হাল ঘোরালে। ৫৬) প্রশ্নঃ- বাংলাদেশ তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কি? উত্তরঃ- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়। ৫৭) প্রশ্নঃ- আলট্রাসনোগ্রাফি কি? উত্তরঃ- ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ দ্বারা ইমেজিং। ৫৮) প্রশ্নঃ- নিত্যব্যবহার্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সিএফসি বিহীন। সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক? উত্তরঃ- ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে। ৫৯) প্রশ্নঃ- বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? উত্তরঃ- পানিতে মিশে মাটির শোষিত হওয়ার ফলে। ৬০) প্রশ্নঃ- ১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটার সমান? উত্তরঃ- ৬.৪৫। ৬১) প্রশ্নঃ- স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তরঃ- ১১ টি। ৬২) প্রশ্নঃ- নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? উত্তরঃ- IJO. ৬৩) প্রশ্নঃ- বাংলাদেশে সারা বছর নাব্য নদী পথের দৈর্ঘ্য কত? উত্তরঃ- ৫,২০০ কি.মি.। ৬৪) প্রশ্নঃ- বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ? উত্তরঃ- ২০২০সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী GDP-তে কৃষিখাতের অবদান ১৩.৩৫%। ৬৫) প্রশ্নঃ- বাংলাদেশে মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? উত্তরঃ- নাফ নদী। ৬৬) প্রশ্নঃ- বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? উত্তরঃ- সিলেট। ৬৭) প্রশ্নঃ- বাংলাদেশ পানি সম্পদ চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? উত্তরঃ- কৃষি। ৬৮) প্রশ্নঃ- বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? উত্তরঃ- ২০২০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৮টি । ৬৯) প্রশ্নঃ- সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি? উত্তরঃ- নারিকেল জিঞ্জিরা। ৭০) প্রশ্নঃ- ২০০০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে? উত্তরঃ- ২০২০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মোট জনসংখ্যা ১৬.৬৫ কোটি এবং বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২০ অনুযায়ী ১৬.৪৭ কোটি । ৭১) প্রশ্নঃ- বাংলাদেশ জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত? উত্তরঃ- ৮ জুলাই ২০১৮ সালে সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে নারী জন্য সংরক্ষিত আসন ৫০ টি আরো ২৫ বছরের জন্য বহাল রাখা হলো। ৭২) প্রশ্নঃ- বাংলাদেশের মোট রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টসের অংশ কত? উত্তরঃ- ২০২০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের মোট রপ্তানি আয় এর প্রায় ৪১.৭% এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। ৭৩) প্রশ্নঃ- হিমছড়ি কোন শহরের নিকটে অবস্থিত? উত্তরঃ- কক্সবাজার। ৭৪) প্রশ্নঃ- ১৯০৫ নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? উত্তরঃ- বামফিল্ড ফুলার। ৭৫) প্রশ্নঃ- কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? উত্তরঃ- নবাব মুর্শিদকুলি খাঁ। ৭৬) প্রশ্নঃ- তেতুলিয়া কোন জেলায় অবস্থিত? উত্তরঃ- পঞ্চগড়। ৭৭) প্রশ্নঃ- কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তরঃ- হাজী শরীয়তুল্লাহ। ৭৮) প্রশ্নঃ- গঙ্গা- ব্রহ্মপুত্র- মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? উত্তরঃ- ৩৩। ৭৯) প্রশ্নঃ- বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? উত্তরঃ- চার। ৮০) প্রশ্নঃ- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? উত্তরঃ- ৬ ঘন্টা। ৮১) প্রশ্নঃ- পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তরঃ- অষ্টম। ৮২) প্রশ্নঃ- বাংলাদেশ নিম্ন উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? উত্তরঃ- ১৯৭৯-৮০ তবে (২০০০-২০০১ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়) । ৮৩) প্রশ্নঃ- নিম্নের কোন তারিখে পিএলও- ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করেন? উত্তরঃ- ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩। ৮৪) প্রশ্নঃ- ‘Club of Vienna’ কী? উত্তরঃ- পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন। ৮৫) প্রশ্নঃ- রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? উত্তরঃ- ১৭৯। ৮৬) প্রশ্নঃ- জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে? উত্তরঃ- ১৯৯৩ সাল। ৮৭) প্রশ্নঃ- ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছিল? উত্তরঃ- ফুনসিনপেক। ৮৮) প্রশ্নঃ- ‘The United Nations University’ কোন শহরে অবস্থিত? উত্তরঃ- টোকিও। ৮৯) প্রশ্নঃ- ‘League of Arab States’এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ- কায়রো। ৯০) প্রশ্নঃ- বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত? উত্তরঃ- লাসা। ৯১) প্রশ্নঃ- নিম্নের কোন দেশটি Group of Eight (G-8) এর সদস্য নয়? উত্তরঃ- সুইডেন। ৯২) প্রশ্নঃ- ১৯৯২ সনের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles- এ কে চ্যাম্পিয়ন হয়? উত্তরঃ- Andre Agassi। ৯৩) প্রশ্নঃ- ১৯৯৬সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরঃ- আটলান্টা। ৯৪) প্রশ্নঃ- আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa কোন দেশে অবস্থিত? উত্তরঃ- ইথিওপিয়া। ৯৫) প্রশ্নঃ- বিশ্ব ব্যাংক এর কোন অঙ্গ সংগঠন টি ‘Soft Loan Window’ নামে পরিচিত? উত্তরঃ- IDA। ৯৬) প্রশ্নঃ- ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত? উত্তরঃ- ১০ মিলিয়ন ইসলামিক দিনার। ৯৭) প্রশ্নঃ- ‘The World Economic Forum’ কর্তৃক নির্ধারিত International competitiveness ranking এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? উত্তরঃ- দক্ষিণ কোরিয়া। ৯৮) প্রশ্নঃ- আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? উত্তরঃ- জর্ডান। ৯৯) প্রশ্নঃ- ‘ক্রজিরো’ কোন দেশের মুদ্রার নাম? উত্তরঃ- ব্রাজিল। ১০০) প্রশ্নঃ- ওয়ার্ল্ড স্ট্রীট কোথায় অবস্থিত? উত্তরঃ- নিউইয়র্ক।
0 Comments