Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

24th BCS Question Solution (Question 50 to 100)

 


২৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন উত্তরঃ


General Science


৫১) প্রশ্নঃ- মূল নেই কোন উদ্ভিদের?

উত্তরঃ- উপরে উত্তর নাই। (পৃথিবীতে শুধু শৈবাল ও ছত্রাক আছে যাদের মূল নাই)


৫২) প্রশ্নঃ- রাসায়নিক অগ্নিনির্বাপণ কাজ করে অগ্নিতে?

উত্তরঃ- অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে।


৫৩) প্রশ্নঃ- আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উত্তরঃ- অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধ এর উদ্দেশ্যে।


৫৪) প্রশ্নঃ- পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে —

উত্তরঃ- ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান।


৫৫) প্রশ্নঃ- মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

উত্তরঃ- ৭৩%।


৫৬) প্রশ্নঃ- মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের —

উত্তরঃ- এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।


৫৭) প্রশ্নঃ- রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

উত্তরঃ- মৃদু রঞ্জন রশ্মি।


৫৮) প্রশ্নঃ- ‘ল্যাপটপ’ কি?

উত্তরঃ- ছোট কম্পিউটার।


৫৯) প্রশ্নঃ- অ্যাসবেস্টস কি?

উত্তরঃ- অগ্নি নিরোধক খনিজ পদার্থ।


৬০) প্রশ্নঃ- পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

উত্তরঃ- বায়ুর চাপ কম থাকার কারণে।


৬১) প্রশ্নঃ- জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

উত্তরঃ- ইউরিয়া।


Bangladesh Affairs


৬২) প্রশ্নঃ- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তরঃ- কামরুল হাসান।


৬৩) প্রশ্নঃ- কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

উত্তরঃ- মূল্য সংযোজন কর।


৬৪) প্রশ্নঃ- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

উত্তরঃ- সেন্টমার্টিন।


৬৫) প্রশ্নঃ- ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

উত্তরঃ- ২৭।


৬৬) প্রশ্নঃ- মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে?

উত্তরঃ- ১৯৭৪ সালে।


৬৭) প্রশ্নঃ- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?

উত্তরঃ- ৬৮ জন।


৬৮) প্রশ্নঃ- সম্প্রতি গার্মেন্টসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?

উত্তরঃ- কানাডা।


৬৯) প্রশ্নঃ- স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

উত্তরঃ- শহীদ মিনার।


৭০) প্রশ্নঃ- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

উত্তরঃ- বরেন্দ্র গবেষণা জাদুঘর।


৭১) প্রশ্নঃ- ২০০৩-০৪সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ?

উত্তরঃ- ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে ধরা হয় ২,০৫,১৪৫ কোটি টাকা।


৭২) প্রশ্নঃ- বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর —

উত্তরঃ- বেনাপোল।


৭৩) প্রশ্নঃ- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় —

উত্তরঃ- চাঁপাইনবাবগঞ্জ।


৭৪) প্রশ্নঃ- মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় —

উত্তরঃ- ছয় বিলিয়ন। অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী বাংলাদেশের মোট রপ্তানি আয় ৩৩,৭৪১ মিলিয়ন মার্কিন ডলার।


৭৫) প্রশ্নঃ- সম্প্রতি ‘সাফ’ ফুটবলে কোন দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায় —

উত্তরঃ- মালদ্বীপ।


৭৬) প্রশ্নঃ- বাংলাদেশের সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয় —

উত্তরঃ- পঞ্চগড়।


৭৭) প্রশ্নঃ- বাংলাদেশের কোন জেলায় সম্প্রতি প্রথম রেল সংযোগ হয় —

উত্তরঃ- টাঙ্গাইল।


৭৮) প্রশ্নঃ- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?

উত্তরঃ- ৯ এপ্রিল, ২০০২।


৭৯) প্রশ্নঃ- দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?

উত্তরঃ- পূর্বাশা দ্বীপ।


৮০) প্রশ্নঃ- হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তরঃ- খাগড়াছড়ি।


International Affairs


৮১) প্রশ্নঃ- আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘ প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয় —

উত্তরঃ- ২৭ আগস্ট, ১৯২৮।


৮২) প্রশ্নঃ- যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন সমূহ অভিহিত —

উত্তরঃ- ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে।


৮৩) প্রশ্নঃ- মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তরঃ- ১৯৬৬ সালে।


৮৪) প্রশ্নঃ- ‘ডেটন শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয় —

উত্তরঃ- ১৯৯৫সালে।


৮৫) প্রশ্নঃ- কোন চুক্তির মাধ্যমে ‘ইইসি (EEC)’ প্রতিষ্ঠা লাভ করে?

উত্তরঃ- রোম চুক্তি।

ইইসি (EEC) = "European Economic Community"


৮৬) প্রশ্নঃ- স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত?

উত্তরঃ- হেগে।


৮৭) প্রশ্নঃ- ই সি এ (ECA) এর সদর দপ্তর অবস্থিত কোথায়?

উত্তরঃ- আদ্দিস আবাবা।

ই সি এ (ECA) = "United Nation Economic Community for Africa"


৮৮) প্রশ্নঃ- ও আই সি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

উত্তরঃ- সৌদি আরব।


৮৯) প্রশ্নঃ- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্তেরিয়াল কনফেরেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- কানকুন মেক্সিকো, সেপ্টেম্বর ২০০৩।


৯০) প্রশ্নঃ- নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?

উত্তরঃ- নেদারল্যান্ডস।


৯১) প্রশ্নঃ- ‘ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিম্নের কোন সংস্থাকে বুঝায়?

উত্তরঃ- আইএমএফ।


৯২) প্রশ্নঃ- মিগা (MIGA) কখন গঠিত হয়?

উত্তরঃ- ১৯৮৮ সালে।


৯৩) প্রশ্নঃ- ইসরাইল- প্যালেস্টাইন ‘রোড ম্যাপ’ কর্মসূচির উদ্দেশ্য কি?

উত্তরঃ- সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।


৯৪) প্রশ্নঃ- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

উত্তরঃ- মেসোপটেমিয়া।


৯৫) প্রশ্নঃ- ‘হ্যারি পটার’ কি?

উত্তরঃ- সম্প্রতিকালের সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই।


৯৬) প্রশ্নঃ- প্রথম ক্লোন শিশু ‘ইভ’এর জন্ম তারিখ কত?

উত্তরঃ- ২৬ ডিসেম্বর, ২০০২।


৯৭) প্রশ্নঃ- ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?

উত্তরঃ- নেলসন ম্যান্ডেলা।


৯৮) প্রশ্নঃ- নিকারাগুয়া ‘কোন্ট্রা’ বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?

উত্তরঃ- যুক্তরাষ্ট্র।


৯৯) প্রশ্নঃ- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত—

উত্তরঃ- টোকিওতে।


১০০) প্রশ্নঃ- ‘লাইন অফ কন্ট্রোল’ বলতে কোন দুই দেশের সীমান্তবর্তী রেখা কে চিহ্নিত করে?

উত্তরঃ- ভারত ও পাকিস্তান।


Post a Comment

0 Comments