Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

24th BCS (Cancelled) Question Solution (Question 50 to 100)

 


২৪তম বিসিএস প্রিলিমিনারি (বাতিল) টেস্ট প্রশ্ন উত্তরঃ


General Science


৫১) প্রশ্নঃ- লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

উত্তরঃ- মাইম্যান, ১৯৬০।


৫২) প্রশ্নঃ- আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

উত্তরঃ- ৩৩।


৫৩) প্রশ্নঃ- দেশে প্রথম টেস্টটিউব বেবিত্রয় কবে ভূমিষ্ঠ হয়?

উত্তরঃ- ৩০মে।


৫৪) প্রশ্নঃ- ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

উত্তরঃ- এডিস।


৫৫) প্রশ্নঃ- কোনটি বেশি স্থিতিস্থাপকতা?

উত্তরঃ- ইস্পাত।


৫৬) প্রশ্নঃ- ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাত্রে ঘুমানোর স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে?

উত্তরঃ- অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।


৫৭) প্রশ্নঃ- UNCN এর কাজ হলো বিশ্বব্যাপী —

উত্তরঃ- প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।


৫৮) প্রশ্নঃ- রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

উত্তরঃ- খাসির মাংস।


৫৯) প্রশ্নঃ- স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?

উত্তরঃ- নাইট্রিক অ্যাসিড।


৬০) প্রশ্নঃ- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়?

উত্তরঃ- ইন্টারনেট।


৬১) প্রশ্নঃ- চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ —

উত্তরঃ- নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র।


Bangladesh Affairs


৬২) প্রশ্নঃ- বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তরঃ- বঙ্গ।


৬৩) প্রশ্নঃ- বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

উত্তরঃ- ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী।


৬৪) প্রশ্নঃ- ঢাকা সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?

উত্তরঃ- ১৬১০সালে।


৬৫) প্রশ্নঃ- কোন সম্রাট মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

উত্তরঃ- শায়েস্তা খাঁ।


৬৬) প্রশ্নঃ- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে?

উত্তরঃ- ১৭৬৫ সালে।


৬৭) প্রশ্নঃ- বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

উত্তরঃ- হাজী শরীয়তুল্লাহ।


৬৮) প্রশ্নঃ- বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?

উত্তরঃ- নওয়াব আব্দুল লতিফ।


৬৯) প্রশ্নঃ- বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

উত্তরঃ- ১৯১১ সালে।


৭০) প্রশ্নঃ- অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।


৭১) প্রশ্নঃ- বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?

উত্তরঃ- মেঘনা।


৭২) প্রশ্নঃ- বাংলাদেশের প্রাচীনতম নম্বর কেন্দ্র কোনটি?

উত্তরঃ- মহাস্থানগড়।


৭৩) প্রশ্নঃ- পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারাবিবরণীতে বাংলা ভাষায় ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?

উত্তরঃ- ধীরেন্দ্রনাথ দত্ত।


৭৪) প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

উত্তরঃ- ষাট গম্বুজ মসজিদ।


৭৫) প্রশ্নঃ- ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলা কোন সুলতানের?

উত্তরঃ- গিয়াসউদ্দিন আজম শাহ।


৭৬) প্রশ্নঃ- বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উত্তরঃ- ২৬ মার্চ।


৭৭) প্রশ্নঃ- বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?

উত্তরঃ- রাষ্ট্রপতি।


৭৮) প্রশ্নঃ- বাংলাদেশের কোন স্থাপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?

উত্তরঃ- ফজলুর রহমান খান।


৭৯) প্রশ্নঃ- পরীবিবি কে ছিলেন?

উত্তরঃ- শায়েস্তা খানের কন্যা।


৮০) প্রশ্নঃ- পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

উত্তরঃ- ধর্মপাল।


৮১) প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

উত্তরঃ- কক্সবাজার।


International Affairs


৮২) প্রশ্নঃ- SAPTA অর্থ —

উত্তরঃ- SAARC Preferential Trading Arrangement.


৮৩) প্রশ্নঃ- ক্রিকেটের টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ট ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন —

উত্তরঃ- বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল।


৮৪) প্রশ্নঃ- ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছেন?

উত্তরঃ- ব্রাজিল।


৮৫) প্রশ্নঃ- WTO এর সদর দপ্তর কোন শহরে?

উত্তরঃ- জেনেভায়।


৮৬) প্রশ্নঃ- ‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?

উত্তরঃ- ভারত।


৮৭) প্রশ্নঃ- এনরন (ENRON) কি?

উত্তরঃ- পৃথিবীর অন্যতম বৃহত্তর দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি।


৮৮) প্রশ্নঃ- ২০০২ সনের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন?

উত্তরঃ- জিমি কার্টার।


৮৯) প্রশ্নঃ- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- লন্ডন।


৯০) প্রশ্নঃ- ‘ওপেক’ ভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?

উত্তরঃ- ইরান।


৯১) প্রশ্নঃ- জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?

উত্তরঃ- পোল্যান্ড।


৯২) প্রশ্নঃ- কত সালে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হয়?

উত্তরঃ- ১৯৮৯ সালে।


৯৩) প্রশ্নঃ- ‘নাগার্নো কারাবাখ’ কোন দুই দেশের করিডর?

উত্তরঃ- আজারবাইজান - আর্মেনিয়া।


৯৪) প্রশ্নঃ- ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখ শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানি সহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?

উত্তরঃ- ১২ অক্টোবর,২০০২।


৯৫) প্রশ্নঃ- সুইজারল্যান্ড অনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?

উত্তরঃ- ১০ সেপ্টেম্বর, ২০০২।


৯৬) প্রশ্নঃ- কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?

উত্তরঃ- নাউরু।


৯৭) প্রশ্নঃ- আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

উত্তরঃ- পশতু।


৯৮) প্রশ্নঃ- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- ব্রাসেলস।


৯৯) প্রশ্নঃ- নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের কি বলা হয়?

উত্তরঃ- মাওরি।


১০০) প্রশ্নঃ- কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?

উত্তরঃ- কাগজ।


Post a Comment

0 Comments