Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

29 BCS Preliminary Questions Answers


Bangla Grammar and Bangla Literature


১) প্রশ্নঃ- বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

উত্তরঃ- ১১ টি।


২) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের আদি কবি কে?

উত্তরঃ- লুইপা।


৩) প্রশ্নঃ- ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

উত্তরঃ- সাধু রীতিতে।


৪) প্রশ্নঃ- বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

উত্তরঃ- রাজা রামমোহন রায়।


৫) প্রশ্নঃ- ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ নাম কি?

উত্তরঃ- সাত সাগরের মাঝি।


৬) প্রশ্নঃ- প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে?

উত্তরঃ- শাহ মুহাম্মদ সগীর।


৭) প্রশ্নঃ- ‘চাচা কাহিনী’ লেখক কে?

উত্তরঃ- সৈয়দ মুজতবা আলী।


৮) প্রশ্নঃ- মুসলিম নারী জাগরণের কবি —

উত্তরঃ- বেগম রোকেয়া।


৯) প্রশ্নঃ- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রচয়িতা কে?

উত্তরঃ- বড়ু চন্ডীদাস।


১০) প্রশ্নঃ- বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?

উত্তরঃ- কৃপার শাস্ত্রের অর্থভেদ।


১১) প্রশ্নঃ- কবি আলাওলের জন্মস্থান কোনটি?

উত্তরঃ- চট্টগ্রাম।


১২) প্রশ্নঃ- ‘অনল প্রবাহ’ রচনা করেন —

উত্তরঃ- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।


১৩) প্রশ্নঃ- ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

উত্তরঃ- প্রলয়োল্লাস।


১৪) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

উত্তরঃ- সবুজপত্র।


১৫) প্রশ্নঃ- ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ —

উত্তরঃ- জন + এক।


১৬) প্রশ্নঃ- বাক্যের তিনটি গুণ কি কি?

উত্তরঃ- আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা।


১৭) প্রশ্নঃ- ‘একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা?

উত্তরঃ- মুক্তিযুদ্ধের পত্র সংকলন।


১৮) প্রশ্নঃ- বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৯৫৫ খ্রিস্টাব্দে।


১৯) প্রশ্নঃ- সনেট কবিতার প্রবর্তক কে?

উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত।


২০) প্রশ্নঃ- সমাস ভাষাকে কি করে?

উত্তরঃ- সংক্ষেপ করেন।


English Grammar and English Literature


২১) প্রশ্নঃ- I have not heard from him —

উত্তরঃ- for long.


২২) প্রশ্নঃ- Honey is ……. sweet.

উত্তরঃ- very.


২৩) প্রশ্নঃ- Your conduct admits ….. no excuse.

উত্তরঃ- of.


২৪) প্রশ্নঃ- He had a …… headache.

উত্তরঃ- bad.


২৫) প্রশ্নঃ- I shall not ….. the examination this year.

উত্তরঃ- appear at.


২৬) প্রশ্নঃ- They travelled to savar —.

উত্তরঃ- on foot.


২৭) প্রশ্নঃ- He said that he ….. be unable to come.

উত্তরঃ- would.


২৮) প্রশ্নঃ- Neither Rini nor Simi ….. qualified for the job.

উত্তরঃ- is.


২৯) প্রশ্নঃ- He said that hi ….. the previous day.

উত্তরঃ- had come.


৩০) প্রশ্নঃ- He watched the boat ….. down the river.

উত্তরঃ- floating.


৩১) প্রশ্নঃ- ‘Sky’ is to ‘bird’ as ‘water’ is to —.

উত্তরঃ- fish.


৩২) প্রশ্নঃ- ‘Good’ is to ‘bad’ as ‘white’ is to —.

উত্তরঃ- black.


৩৩) প্রশ্নঃ- ‘Botany’ is to ‘plants’ as ‘Zoology’ is to —.

উত্তরঃ- animals.


৩৪) প্রশ্নঃ- The bad news struck him like a bolt from the —.

উত্তরঃ- blue.


৩৫) প্রশ্নঃ- When one is ‘pragmatic’ he is being —.

উত্তরঃ- practical.


৩৬) প্রশ্নঃ- “Into the ….. of death rode the six hundred”.

উত্তরঃ- valley.


৩৭) প্রশ্নঃ- “To be or not to be, that is the —.”

উত্তরঃ- question.


৩৮) প্রশ্নঃ- “I have a ….. that one day this Nation will live out the true meaning of its creed that all men are created equal”.

উত্তরঃ- dream.


৩৯) প্রশ্নঃ- Who wrote the two famous Novels: ‘David Copperfield’ and ‘The tale of two Cities’?

উত্তরঃ- Charles Dickens.


৪০) প্রশ্নঃ- Who wrote the plays, ‘The Tempest’ and ‘The midsummer Night’s Dream’?

উত্তরঃ- William Shakespeare.


Bangladesh Affairs


৪১) প্রশ্নঃ- ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৯২১ সালে।


৪২) প্রশ্নঃ- বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?

উত্তরঃ- ৫০ টি।


৪৩) প্রশ্নঃ- বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ- লর্ড কার্জন।


৪৪) প্রশ্নঃ- বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?

উত্তরঃ- সেন্টমার্টিন।


৪৫) প্রশ্নঃ- আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- জেনেভা।


৪৬) প্রশ্নঃ- এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- ব্যাংকক।


৪৭) প্রশ্নঃ- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- ব্রাসেলস।


৪৮) প্রশ্নঃ- বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

উত্তরঃ- ভারত।


৪৯) প্রশ্নঃ- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নাম কি?

উত্তরঃ- শেখ মুজিবুর রহমান।


৫০) প্রশ্নঃ- সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি?

উত্তরঃ- গৌড়।


Post a Comment

0 Comments