সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স
Bangladesh Affairs
৫১) প্রশ্নঃ- বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ- পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
৫২) প্রশ্নঃ- পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
উত্তরঃ- ৩ টি।
International Affairs
৫৩) প্রশ্নঃ- East London কোথায় অবস্থিত?
উত্তরঃ- দক্ষিণ আফ্রিকায়।
৫৪) প্রশ্নঃ- ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ- লর্ড মাউন্টব্যাটেন।
৫৫) প্রশ্নঃ- “মুক্তিযুদ্ধ” সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তরঃ- ১১ টি।
৫৬) প্রশ্নঃ- যুক্তরাষ্ট্র এর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নাম কি?
উত্তরঃ- মাইক পম্পেও।
৫৭) প্রশ্নঃ- ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ- নরেন্দ্র মোদি।
৫৮) প্রশ্নঃ- জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- নিউইয়র্ক।
৫৯) প্রশ্নঃ- সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ- কাঠমান্ডু।
৬০) প্রশ্নঃ- টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ- নাফ।
General Science
৬১) প্রশ্নঃ- কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তরঃ- ROM।
৬২) প্রশ্নঃ- সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন দেশে?
উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।
৬৩) প্রশ্নঃ- ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়?
উত্তরঃ- বিদ্যুৎ।
৬৪) প্রশ্নঃ- যেকোনো নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
উত্তরঃ- আইসোটোন।
৬৫) প্রশ্নঃ- চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
উত্তরঃ- বায়ুমণ্ডলীয় প্রতিসরণ।
৬৬) প্রশ্নঃ- লাল আলোতে নীল আলোর বস্তু কেমন দেখায়?
উত্তরঃ- কালো।
৬৭) প্রশ্নঃ- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
উত্তরঃ- টাংস্টেন।
৬৮) প্রশ্নঃ- জারণ বিক্রিয়ায় কি ঘটে?
উত্তরঃ- ইলেকট্রন বর্জন।
৬৯) প্রশ্নঃ- নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
উত্তরঃ- MgO।
৭০) প্রশ্নঃ- কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
উত্তরঃ- সোডিয়াম ও পটাশিয়াম।
৭১) প্রশ্নঃ- পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়?
উত্তরঃ- সোডিয়াম।
৭২) প্রশ্নঃ- কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তরঃ- লুই পাস্তুর।
৭৩) প্রশ্নঃ- সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ- ৬টি।
৭৪) প্রশ্নঃ- গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
উত্তরঃ- অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য।
৭৫) প্রশ্নঃ- পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তরঃ- আলিবার্ড হল।
৭৬) প্রশ্নঃ- সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
উত্তরঃ- ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেট।
৭৭) প্রশ্নঃ- জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
উত্তরঃ- ৬ ঘন্টা ১৩ মিনিট।
৭৮) প্রশ্নঃ- কোনটি বায়ুর উৎপাদন নয়?
উত্তরঃ- ফসফরাস।
৭৯) প্রশ্নঃ- অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
উত্তরঃ- ফিটকিরি।
৮০) প্রশ্নঃ- কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
উত্তরঃ- পায়খানা, প্রস্রাবখানায়।
General Mathematics
৮১) প্রশ্নঃ- ১০থেকে ৬০পর্যন্ত যে কোন মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
উত্তরঃ- ১০৭।
৮২) প্রশ্নঃ- ৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে?
উত্তরঃ- a = ৪০ + ১১।
৮৩) প্রশ্নঃ- পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
উত্তরঃ- ১।
৮৪) প্রশ্নঃ- ১.১, ০.০১ ও ০.০০১১ এর সমষ্টি কত?
উত্তরঃ- ১.১১১১।
৮৫) প্রশ্নঃ- ১.১৬ এর সাধারন ভগ্নাংশ কোনটি?
উত্তরঃ- ১৪২৫।
৮৬) প্রশ্নঃ- ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ?
উত্তরঃ- ১/২।
৮৭) প্রশ্নঃ- পরস্পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
উত্তরঃ- ১৫।
৮৮) প্রশ্নঃ- Who of the following integers has the most divisors?
উত্তরঃ- 88.
৮৯) প্রশ্নঃ- Successive discount of 20% and 15% are equal to a single discount of —.
উত্তরঃ- 32%.
৯০) প্রশ্নঃ- City B is 5 miles east of city A. City C is 10 miles Southeast of city B. Which of the following is the closest to the distance from City A to City C?
উত্তরঃ- 14 miles.
Bangla Grammar and Bangla Literature
৯১) প্রশ্নঃ- ‘আব্দুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ- কাজী ইমদাদুল হক।
৯২) প্রশ্নঃ- বঙ্কিমের প্রথম উপন্যাসের নাম —
উত্তরঃ- দুর্গেশনন্দিনী।
Bangladesh Affairs & International Affairs
৯৩) প্রশ্নঃ- দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ- হাড়িয়াভাঙ্গা।
৯৪) প্রশ্নঃ- খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ- রোমে।
৯৫) প্রশ্নঃ- গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
উত্তরঃ- হোসেন শাহ।
৯৬) প্রশ্নঃ- ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়?
উত্তরঃ- লন টেনিস।
General Science
৯৭) প্রশ্নঃ- পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
উত্তরঃ- লোহা।
৯৮) প্রশ্নঃ- অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন —
উত্তরঃ- ব্রেইল।
৯৯) প্রশ্নঃ- পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ- ইউরেনিয়াম-২৩৫।
১০০) প্রশ্নঃ- বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
উত্তরঃ- নাইক্রোম।
|
|
---|
0 Comments