Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

বাংলা সাহিত্যের আধুনিক যুগ

                                     


বাংলা সাহিত্যের আধুনিক যুগ


বাংলা গদ্যে প্রথম পর্যায়ে ও ফোর্ট উইলিয়াম কলেজ


  • বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা- ১৭৪৩ সালে, লিসবন, পর্তুগাল।
  • বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার লেখক– আন্তনিও রচিত ‘ ব্রাক্ষণ রোমান ক্যাথলিক সংবাদ’।
  •  বাংলা ভাষার প্রথম গদ্য লেখক– পাদ্রী মনোএল দ্যা আসসুম্পসাঁও, পর্তুগাল।
  • পাদ্রী মনোএল দ্যা আসসুম্পসাঁও রোমান  লিপিতে রচিত বইয়ের নাম— ‘ কৃপার শাস্ত্রের অর্থভেদ’ প্রকাশিত হয় ১৭৪৩ সালে  পর্তুগাল রাজধানী লিসবন থেকে।
  • মধ্যযুগ- আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয়– ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
  • বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন– আধুনিক যুগ। 
  • ফোট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়– ৪ মে ১৮০০ সালে।
  • ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়– ১৮০১ সালে। (২৬ তম বিসিএস) 
  • ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করার মূল উদ্দেশ্য–  ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা গ্রহণ।
  • বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম– ‘কথোপকথন’ প্রকাশকাল ১৮০১ সাল রচয়িতা উইলিয়াম কেরি।
  • ‘ইতিহাসমালা’ লেখক ছিলেন– উইলিয়াম কেরি। 
  • বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম–  রামরাম বসু রচিত ‘ রাজা প্রতাপাদিত্য চরিত্র’ প্রকাশকাল ১৮০১ সালে। (৩৬ তম বিসিএস) 
  • রামরাম বসুর রচিত অন্য গ্রন্থ– ‘লিপিমালা’ প্রকাশকাল ১৮০২ সাল।
  • বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিশেষ অবদান রেখেছে–  ফোর্ট উইলিয়াম কলেজ।
  • কেরী সাহেবের মুন্সী বলা হয়– রামরাম বসু কে।
  • বত্রিশ সিংহাসন এর রচয়িতা –  মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম বিসিএস) 
  • ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ছিলেন– উইলিয়াম কেরি।
  • ফটো উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান  ছিলেন– উইলিয়াম কেরি।
  • ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ– ‘কথোপকথন’ রচয়িতা উইলিয়াম কেরি।
  • ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষায় চর্চা করতেন– রামরাম বসু।
  • ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয়– মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ সংখ্যা–০৫ টি।
  • ফোর্ট উইলিয়াম কলেজ এর অন্যতম কিছু লেখক এর নাম– মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, চণ্ডীচরণ মুনশী, গোলকনাথ শর্মা, হরপ্রসাদ রায়, তারিণীচরণ মিত্র, রাজীব লোচন মুখোপাধ্যায় প্রমুখ।
  • ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়– ১৮৫৪ সালে।
  • ফোর্ট উইলিয়াম কলেজ যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন– মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 
  • ফোট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন– রামরাম বসু। (৩৮ তম বিসিএস) 


শ্রীরামপুর মিশন ও হিন্দু কলেজ

  • শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয়– ১৮০০ সালে।
  • শ্রীরামপুর মিশন  ড্যানিশদের থেকে ইংরেজরা নিয়ে নেয়– ১৮০৮ সালে।
  • বাংলায় বাইবেল অনুবাদ করে এদেশে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করেছিলেন– উইলিয়াম কেরি ও জোগুয়া মার্শম্যান।
  • ১৮১৮সালে শ্রীরাম  মিশন হতে দুটি পত্রিকা প্রকাশিত হয়–‘দিকদর্শন’ ও ‘সমাচার দর্পণ’।
  • উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়– ১৪৯৮ সালে গোয়ায় (পর্তুগিজ ভাষায় মুদ্রণ যন্ত্র)। 
  • রংপুরে ‘ বার্তাবহ যন্ত্র’ নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়– ১৮৪৭ সালে।
  • বাংলাদেশের প্রথম ছাপাখানা– ১৭৪৭ সাল, রংপুর।
  • ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়– ১৮৬০ সালে।
  • ঢাকা প্রথম ছাপাখানার নাম  ছিল– বাংলা প্রেস।
  • ঢাকার প্রথম ছাপাখানা হতে বাংলাপ্রেস হতে প্রথম মুদ্রিত গ্রন্থ– ‘নীলদর্পণ’ রচয়িতা দীনবন্ধু মিত্র।
  • বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ– ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’।
  • বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়– উনিশ শতকে।
  • বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানের অবদান রয়েছে– ফোর্ট উইলিয়াম কলেজ। 
  • বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ– বীরবলের হালখাতা।
  • বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন– আধুনিক যুগ।
  • একুশে বইমেলা  আয়োজক সংস্থাকে— বাংলা একাডেমি।
  • ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম– বাঙ্গালা ভাষার কথা।
  • ‘পূর্ববঙ্গ গীতিকা’ এর লোকপালাসমূহের সংগ্রাহক কে– চন্দ্রকুমার দে।
  • বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ যেটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর লেখা– বাংলা সাহিত্যের কথা।
  • মোঃ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম– ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।
  • হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়– ১৮১৭ সালে।
  • ইয়ং বেঙ্গল আত্মপ্রকাশ করে- ১৮৩১ সালে।
  • ইয়ংবেঙ্গল ঘোষণা করেছিল– যুক্তি ও মানবাধিকারের দীপ্ত বাণী।
  • ইয়ং বেঙ্গল এর মন্ত্রগুরু– হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
  • ইয়ংবেঙ্গল বলতে বোঝায়– ইংরেজি ভারতীয় বাঙালি যুবক
  • ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠী মুখপাত্র রূপে পত্রিকা ছিল– জ্ঞানান্বেষণ (৩৬ তম বিসিএস) 
  • মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠাতা ও সাল — আব্দুল লতিফ ও ১৮৬৩ সালে।
  • মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য ছিল– মুসলমানদের জীবনের উন্নতি সাধন।
  • মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার ফল– সাহিত্যে মুসলমানরা প্রতিষ্ঠিত হবে সক্ষম অর্জন করে।
  • বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ  প্রতিষ্ঠাতা ও সাল– ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ ও  ১৯১১ সাল।
  • বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের পত্রিকা ছিল– বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা।
  • বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের উল্লেখযোগ্য লেখক ও ব্যক্তিবর্গ– ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, কাজী এমদাদুল হক, মাওলানা আকরাম খাঁ, কমরেড মোশারফ আহমেদ প্রমুখ।
  • বাংলা সাহিত্যের প্রথম গদ্যের সূচনা হয়– উনিশ শতকে। (২৮ তম বিসিএস) 
  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর  অগ্রদূত ও প্রতিষ্ঠা সাল– কাজী আবদুল ওদুদ ও ১৯২৬ সাল। (২৪ তম বিসিএস) 
  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মাধ্যমে সূত্রপাত হয়–‘ বুদ্ধির মুক্তি’ আন্দোলন।
  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল– ‘শিখা’ পত্রিকা।
  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক– কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। (১৫ তম বিসিএস) 
  • ‘শিখা’  পত্রিকা প্রকাশিত সাল–১৯২৭।
  • ‘শিখা’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন– আবুল হোসেন।
  • ‘শিখা’ পত্রিকার স্লোগান ছিল– ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।
  • এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাল– স্যার উইলিয়াম জোন্স ও ১৭৮৪ সাল।
  • বাংলাপিডিয়া প্রকাশিত  হয়– বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সাহায্যে।
  • বাংলাপিডিয়ার প্রথম সম্পাদক– অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম।
  • বাংলাপিডিয়া প্রকাশিত হয়–২০০৩ সালে।
  • বাংলাপিডিয়া প্রকাশিত খণ্ড–১৪টি।
  • ‘পূর্ববঙ্গ গীতিকা’ এর লোকপালাসমূহের সংগ্রাহক– চন্দ্রকুমার দে। (৩৭ তম বিসিএস) 
  • বাংলা গদ্যের জনক–  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। (৩২ তম বিসিএস) 


বাংলা একাডেমি

  • বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়– ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে।
  • যে প্রেক্ষাপটে ‘বাংলা একাডেমি’ প্রতিষ্ঠিত হয়– ভাষা আন্দোলন।
  • বাংলা ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান এর নাম– বাংলা একাডেমি।
  • বাংলা একাডেমির প্রথম সভাপতি– মাওলানা আকরাম খাঁ।
  • বাংলা একাডেমির প্রথম পরিচালক– ডঃ মোঃ এনামুল হক
  • বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক– ডক্টর মাজহারুল ইসলাম।
  • বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক– ডঃ নীলিমা ইব্রাহিম।
  • বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক– শামসুজ্জামান খান।
  • বাংলা একাডেমির বর্তমান সভাপতি– অধ্যাপক ডঃ আনিসুজ্জামান।
  • বাংলা একাডেমির ভবনের পুরাতন নাম– বর্ধমান হাউজ।
  • বাংলা একাডেমি পুরস্কার প্রদান করেন– সাহিত্যে।
  • বাংলা একাডেমির বিভাগ সমূহ– ৪টি
  • যে আইনে বাংলা একাডেমি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান মর্যাদা পায়– “The Bangali Academy Act-1957”.
  • বাংলা একাডেমি শব্দের বানান `একাডেমী’ থেকে ‘একাডেমি’  জাতীয় সংসদে পাস হয়–  ২০১৩ সালের ১৫সেপ্টেম্বর।
  • বাংলা একাডেমির প্রকাশিত পত্রিকার সংখ্যা–০৬ টি। যথাঃ 

বাংলা একাডেমী পত্রিকা

গবেষণামূলক

সময়কাল

ধান শালিকের দেশ

কিশোর সাহিত্য

ত্রৈমাসিক

উত্তরাধিকার

সৃজনশীল সাহিত্য

মাসিক তবে পূর্বে  ত্রৈমাসিক ছিল

বার্তা


ত্রৈমাসিক

বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা

বিজ্ঞান বিষয়ক

ষান্মাসিক

বাংলা একাডেমি জার্নাল


ষান্মাসিক


বাংলা গদ্যের অবিস্মরনীয় ব্যক্তিত্ব ও তাদের সাহিত্যকর্ম


নাম

সাহিত্যকর্ম

মনোএল দ্য  আসসুস্পসাঁও

কৃপার শাস্ত্রের অর্থভেদ

উইলিয়াম কেরি 

কথোপকথন ও ইতিহাসমালা

রাজা রামমোহন রায় 

বেদান্ত গ্রন্থ ও বেদান্তসার

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 

বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি ও প্রবোধচন্দ্রিমা

রামরাম বসু 

রাজা প্রতাপাদিত্য চরিত্র ও  লিপিমালা

মদনমোহন তর্কালঙ্কার 

রসতরঙ্গিনী, বাসবদত্তা

চণ্ডীচরণ মুনশী 

তোতা ইতিহাস

অক্ষয় কুমার দত্ত 

ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রথম খন্ড ও দ্বিতীয় খন্ড

ঈশ্বরচন্দ্র গুপ্ত 

কবি ভারতচন্দ্র রায়গুণাকর এর জীবন বৃত্তান্ত, প্রবোধ প্রভাকর, রামপ্রসাদ সেন কর্তিক কালী কীর্তন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

বিদ্যাসাগর চরিত, বেতাল পঞ্চবিংশতি

প্যারীচাঁদ মিত্র 

আলালের ঘরের দুলাল

কালীপ্রসন্ন সিংহ 

হুতোম প্যাঁচার নকশা 














Post a Comment

0 Comments