১৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ
Bangla Grammar and Bangla Literature ১) প্রশ্নঃ ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। উক্তিটি কোন পত্রিকার প্রতিষ্ঠা লেখা থাকতো? উত্তরঃ শিখা। ২) প্রশ্নঃ ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুইটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? উত্তরঃ দুটি শব্দ উপসর্গের অর্থ দুই রকম। ৩) প্রশ্নঃ Intellectual শব্দের বাংলা অর্থ? উত্তরঃ বুদ্ধিজীবী। ৪) প্রশ্নঃ যা চিরস্থায়ী নয়— উত্তরঃ নশ্বর। ৫) প্রশ্নঃ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উত্তরঃ নঞর্থক। ৬) প্রশ্নঃ প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উত্তরঃ উৎকৃষ্ট। ৭) প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ!’---কথাটি কার? উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৮) প্রশ্নঃ ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ মোহাম্মদ নাসির উদ্দিন। ৯) প্রশ্নঃ কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তরঃ নীলদর্পণ। ১০) প্রশ্নঃ ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ সিকান্দার আবু জাফর। ১১) প্রশ্নঃ সমগ্র পবিত্র কোরআন প্রথম বাংলা অনুবাদ করেন কে? উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন। ১২) প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য— উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। ১৩) প্রশ্নঃ বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৫৫ সালে। ১৪) প্রশ্নঃ ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’।– এই পঙক্তিটি কার রচনা? উত্তরঃ শেখ ফজলুল করিম। ১৫) প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? উত্তরঃ বাংলার প্রকৃতির কথা। ১৬) প্রশ্নঃ ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? উত্তরঃ কৃষ্ণকান্তের উইল। ১৭) প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন? উত্তরঃ হাসান হাফিজুর রহমান। ১৮) প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তরঃ ঘরে বাইরে। ১৯) প্রশ্নঃ কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে। ২০) প্রশ্নঃ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? উত্তরঃ বরিশাল জেলায়। English Grammar and English Literature ২১) প্রশ্নঃ The word ‘imbibe’ means— উত্তরঃ to drink. ২২) প্রশ্নঃ The word ‘homogeneous’ means— উত্তরঃ of the same kind. ২৩) প্রশ্নঃ The synonym of ‘genesis’ is— উত্তরঃ beginning. ২৪) প্রশ্নঃ The word ‘ecological’ is related to— উত্তরঃ environment. ২৫) প্রশ্নঃ Which of the following sentence is correct? উত্তরঃ One of my friends is a lawyer. ২৬) প্রশ্নঃ The correct passive of ‘Sheila was writing a letter’ is— উত্তরঃ A letter was being written by Sheila. ২৭) প্রশ্নঃ Which of the following sentence is correct? উত্তরঃ The shirt which he bought is blue in color. ২৮) প্রশ্নঃ Which of the following sentence is correct? উত্তরঃ Why have you done this? ২৯) প্রশ্নঃ Which of the following is a correct proverb? উত্তরঃ Fools rush in where angels fear to trade. ৩০) প্রশ্নঃ Which of the following sentence is correct? উত্তরঃ I forbade him to go. ৩১) প্রশ্নঃ In which century was the Victorian Period? উত্তরঃ 19 century. ৩২) প্রশ্নঃ A person who writes about his own life writers— উত্তরঃ An autobiography. ৩৩) প্রশ্নঃ Shakespeare is known mostly for his— উত্তরঃ plays. ৩৪) প্রশ্নঃ A pilgrim is a person who undertakes a journey to a— উত্তরঃ holy place. ৩৫) প্রশ্নঃ Something which is obnoxious means that it is— উত্তরঃ very unpleasant. ৩৬) প্রশ্নঃ Something that is ‘fresh’ is something— উত্তরঃ in fairly good condition. ৩৭) প্রশ্নঃ A fantasy is—. উত্তরঃ an imaginary story. ৩৮) প্রশ্নঃ An ordinance is— উত্তরঃ a law. ৩৯) প্রশ্নঃ Three score is— উত্তরঃ three times twenty. ৪০) প্রশ্নঃ The anatomy of ‘indifference’ is— উত্তরঃ ardour. General Mathematics ৪১) প্রশ্নঃ নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়? উত্তরঃ ১০২৪। ৪২) প্রশ্নঃ কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত ৩ যোগ করিলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে হইবে? উত্তরঃ ১৪১। ৪৩) প্রশ্নঃ ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? উত্তরঃ ১০%। ৪৪) প্রশ্নঃ দুই ব্যক্তি একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? উত্তরঃ ২৪ দিনে। ৪৫) প্রশ্নঃ একটি দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করিলে। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হইত এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশি হইত, তাহা হইলে তাহার ২০% লাভ হইত। দ্রব্যটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ২০০ টাকা। ৪৬) প্রশ্নঃ a + b + c = 9, a² + b² + c² = 29 হইলে ab + bc + ca এর মান কত? উত্তরঃ 26। ৪৭) প্রশ্নঃ (a² + b² - c² + 2ab) / (a² - b² + c² + 2ac) = কত ? উত্তরঃ (a + b -c) / (a - b + c)। ৪৮) প্রশ্নঃ a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে a : b : c = কত? উত্তরঃ 20 : 35 : 42। ৪৯) প্রশ্নঃ দুইটি ত্রিভুজ এর মধ্যে কোন উপাদান গুলো সমান হওয়া সত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম ও নাও হতে পারে? উত্তরঃ তিনটি কোণ। ৫০) প্রশ্নঃ চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হইবে— উত্তরঃ ১৩৫⁰। নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন। “ধন্যবাদ”
0 Comments