Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ

 


                                                        ১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট


১) প্রশ্নঃ- ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ–

উত্তরঃ- প্রজ্ঞা।


২) প্রশ্নঃ- কোন ভূমিতে ফসল জন্মায় না—

উত্তরঃ- ঊষর।


৩) প্রশ্নঃ- ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

উত্তরঃ- বিপরীত।


৪) প্রশ্নঃ- ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?

উত্তরঃ- আল মাহমুদ।


৫) প্রশ্নঃ- ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

উত্তরঃ- আলালের ঘরের দুলাল।


৬) প্রশ্নঃ- ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ- ১৮৭২ সালে।


৭) প্রশ্নঃ- শুদ্ধ বানান টি নির্দেশ কর—

উত্তরঃ- মুহুমুর্হু।


৮) প্রশ্নঃ- দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ- দিব + লোক।


৯) প্রশ্নঃ- ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ—

উত্তরঃ- শৈত্য।


১০) প্রশ্নঃ- ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি?

উত্তরঃ- ঐচ্ছিক।


১১) প্রশ্নঃ- কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

উত্তরঃ- সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না।


১২) প্রশ্নঃ- ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?

উত্তরঃ- প্রমথ চৌধুরীর।


১৩) প্রশ্নঃ- ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীত চিন্তা’ প্রভৃতি কোন গ্রন্থের রচয়িতা—

উত্তরঃ- কালীপ্রসন্ন ঘোষ।


১৪) প্রশ্নঃ- ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন—

উত্তরঃ- সিকান্দার আবু জাফর।


১৫) প্রশ্নঃ- সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য—

উত্তরঃ- ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।


১৬) প্রশ্নঃ- ট্রাজেডি, কমেডি ও ফার্সের এর মূল পার্থক্য—

উত্তরঃ- জীবনানুভূতির গভীরতায়।


১৭) প্রশ্নঃ- বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম—

উত্তরঃ- উত্তরাধিকার।


১৮) প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

উত্তরঃ- বসন্ত।


১৯) প্রশ্নঃ- ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।

হোক দূর অকল্যাণ সকল অশোভন’।

• চরণ দুটি কার লেখা ?

উত্তরঃ- শেখ ফজলুল করিম।


২০) প্রশ্নঃ- ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন?

উত্তরঃ- কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ।


২১) প্রশ্নঃ- The speaker failed to make the audience— to him patiently?

—Which of the following is the correct verb form in the blank above?

উত্তরঃ- listen.


২২) প্রশ্নঃ- My uncle has three sons, — work in the same office.

— Which of the following is the best form of pronoun in the above sentence?

উত্তরঃ- all of whom.


২৩) প্রশ্নঃ- What is the meaning of the word ‘intrepid’?

উত্তরঃ- fearless.


২৪) প্রশ্নঃ- What is the meaning of the the the expression ‘bottom line’?

উত্তরঃ- The essential point.


২৫) প্রশ্নঃ- The word ‘plurality’ means—

উত্তরঃ- The holding of more than one office at one time.


২৬) প্রশ্নঃ- ‘Bootleg’ means to —.

উত্তরঃ- smuggle.


২৭) প্রশ্নঃ- ‘Pediatric’ relates to the treatment of —.

উত্তরঃ- children.


২৮) প্রশ্নঃ- Which of the following is a correct sentence?

উত্তরঃ- He was too clever to miss the point.


২৯) প্রশ্নঃ- The ‘Poet Laureate’ is —.

উত্তরঃ- the Court Poet of England.


৩০) প্রশ্নঃ- Which of the following school of literary writings is corrected with a medical theory?

উত্তরঃ- Comedy of Humours.


৩১) প্রশ্নঃ- Who of the following was both a poet and painter?

উত্তরঃ- Blake.


৩২) প্রশ্নঃ- Are you doing anything special — the week-end?

উত্তরঃ- at.


৩৩) প্রশ্নঃ- What is the synonym of ‘incredible’?

উত্তরঃ- Unbelievable.


৩৪) প্রশ্নঃ- What is the anatomy of ‘famous’?

উত্তরঃ- Obscure.


৩৫) প্রশ্নঃ- ‘Plebiscite’ Is a term related to— .

উত্তরঃ- Politics.


৩৬) প্রশ্নঃ- People always remember Patriots.

— Which of the following is the best passive form of the above sentence?

উত্তরঃ- The Patriots are always remembered.


৩৭) প্রশ্নঃ- Who wrote ‘beauty is truth, truth is beauty’?

উত্তরঃ- Keats.


৩৮) প্রশ্নঃ- Who is of the following is in literary history is the latest?

উত্তরঃ- The Georgian Age.


৩৯) প্রশ্নঃ- Many islands make up—.

উত্তরঃ- an archipelago.


৪০) প্রশ্নঃ- The first English dictionary was compiled by —

উত্তরঃ- Samuel Johnson.


৪১) প্রশ্নঃ- ৬৪কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?

উত্তরঃ- ৫৬ কিলোগ্রাম।


৪২) প্রশ্নঃ- কোন সংখ্যার ২৭ অংশ ৬৪ এর সমান?

উত্তরঃ- ২২৪।


৪৩) প্রশ্নঃ- একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মই এর এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালে স্পর্শ করে। মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

উত্তরঃ- ৩০।


৪৪) প্রশ্নঃ- (২ + x) + 3 = 3 (x + 2) হলে x এর মান কত?

উত্তরঃ- -12।


৪৫) প্রশ্নঃ- কোন সংখ্যাটি বৃহত্তম?

উত্তরঃ- √০.৩।


৪৬) প্রশ্নঃ- a = 1, b = -1, c = 2, d = -2 হলে a - (- b) - (- c) - (- d) এর মান কত?

উত্তরঃ- 0।


৪৭) প্রশ্নঃ- ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল—।

উত্তরঃ- ৪৯৫০।


৪৮) প্রশ্নঃ- x + y - 1 = 0, x - y + 1 =0 এবং y + 3 =0 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি—

উত্তরঃ- সমকোণী।


৪৯) প্রশ্নঃ- পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ = a, QR = b, RP = c হলে P কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হবে—।

উত্তরঃ- a - b + c।


৫০) প্রশ্নঃ- আকাশ নীল দেখায় কেন?

উত্তরঃ- নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।


Previous

                      Next           

বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ ১০তম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম, ২২তম, ২৩তম, ২৪তম, ২৫তম, ২৬তম, ২৭তম, ২৮তম, ২৯তম, ৩০তম, ৩১তম, ৩২তম, ৩৩তম, ৩৪তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম, ৪০তম, ৪১তম, ৪২তম, ৪৩তম, ৪৪তম, ৪৫তম, ৪৬তম, ৪৭তম,


“নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে  অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব।”
 “উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন।”

                                                                     “ধন্যবাদ”


Post a Comment

0 Comments