১২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
৫১) প্রশ্নঃ- নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? উত্তরঃ- ১২ ঘন্টা। ৫২) প্রশ্নঃ- ৮, ১১, ১৭, ২৯, ৫৩,.........পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ- ১০১। ৫৩) প্রশ্নঃ- ২০৫৭৩.৪ মিলিগ্রাম কত কিলোগ্রাম? উত্তরঃ- ০.০২০৫৭৩৪। ৫৪) প্রশ্নঃ- একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০, ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কত ছাত্র ছিল? উত্তরঃ- ৩৬০০। ৫৫) প্রশ্নঃ- ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত? উত্তরঃ- ৩৫ : ৭২। ৫৬) প্রশ্নঃ- সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫⁰ হলে এর বাহুর সংখ্যা কত?
উত্তরঃ- ৮। ৫৭) প্রশ্নঃ- অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে — উত্তরঃ- পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে। ৫৮) প্রশ্নঃ- কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা হয় সেখানে এটা থাকে। কারণ —
উত্তরঃ- বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। ৫৯) প্রশ্নঃ- আকাশে বিজলী চমকায় — উত্তরঃ- মেঘের অসংখ্য পানি ও বরফ কন্যার মধ্যে চার্জ সঞ্চিত হলে। ৬০) প্রশ্নঃ- যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে — উত্তরঃ- ১০৫ ডিবি। ৬১) প্রশ্নঃ- পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর —
উত্তরঃ- প্রতিসরণ। ৬২) প্রশ্নঃ- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় — উত্তরঃ- নিয়ত বায়ু। ৬৩) প্রশ্নঃ- প্রবল জোয়ারের কারণ এ সময় — উত্তরঃ- সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে। ৬৪) প্রশ্নঃ- রান্না করার হাড়ি- পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ — উত্তরঃ- এটি দ্রুত তাপ সঞ্চালিত হয়, খাদ্য-দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ করে। ৬৫) প্রশ্নঃ- গ্রীন হাউস ইফেক্ট বলতে বোঝায় — উত্তরঃ- তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। ৬৬) প্রশ্নঃ- রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় — উত্তরঃ- উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন। ৬৭) প্রশ্নঃ- পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ —
উত্তরঃ- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়। ৬৮) প্রশ্নঃ- ফিউশন প্রক্রিয়া —
উত্তরঃ- একাধিক পরমাণু যুক্ত নতুন পরমাণু গঠন করে।
৬৯) প্রশ্নঃ- সাধারণত স্টরেস ব্যাটারীতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয়, তা হল —
উত্তরঃ- সালফিউরিক অ্যাসিড।
৭০) প্রশ্নঃ- নিচের কোন উক্তিটি সঠিক?
উত্তরঃ- বায়ু একটি মিশ্র পদার্থ।
৭১) প্রশ্নঃ- ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে, সেটি হচ্ছে —
উত্তরঃ- কর্কটক্রান্তি রেখা।
৭২) প্রশ্নঃ- ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
উত্তরঃ- রকেট ইঞ্জিন।
৭৩) প্রশ্নঃ- শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হল?
উত্তরঃ- লাল- হলুদ- সবুজ- হলুদ- লাল।
৭৪) প্রশ্নঃ- শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে, কারণ — উত্তরঃ- তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য।
৭৫) প্রশ্নঃ- কেওকারাডাং এর উচ্চতা —
উত্তরঃ- ১২৩০ মিটার।
৭৬) প্রশ্নঃ- ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম —
উত্তরঃ- উপকূল এক্সপ্রেস।
৭৭) প্রশ্নঃ- বিখ্যাত সাধক শাহ সুলতান বখলির মাজার অবস্থিত?
উত্তরঃ- মহাস্থানগড়ে।
৭৮) প্রশ্নঃ- বাংলাদেশের বৃহত্তম হাওর —
উত্তরঃ- হাকালুকি।
৭৯) প্রশ্নঃ- গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব?
উত্তরঃ- নেপালে জলাধার নির্মাণ।
৮০) প্রশ্নঃ- ভারত- বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য —
উত্তরঃ- দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। ৮১) প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের —
উত্তরঃ- ২ মার্চ।
৮২) প্রশ্নঃ- ‘গম্ভীরা’ বাংলাদেশে কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তরঃ- রাজশাহী।
৮৩) প্রশ্নঃ- কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
উত্তরঃ- শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৮৪) প্রশ্নঃ- বাংলাদেশ উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে –
উত্তরঃ- জামালগঞ্জে।
৮৫) প্রশ্নঃ- মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল —
উত্তরঃ- পুন্ড্রনগর।
৮৬) প্রশ্নঃ- ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন —
উত্তরঃ- মির্জা আহমেদ।
৮৭) প্রশ্নঃ- বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে?
উত্তরঃ- বিজয়পুরে।
৮৮) প্রশ্নঃ- জাপান পাল হারবার আক্রমণ করে —
উত্তরঃ- ৭ ডিসেম্বর, ১৯৪১।
৮৯) প্রশ্নঃ- সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েন এর উদ্দেশ্য —
উত্তরঃ- উপরের সব কটি। ক) ইরাকের আক্রমণ হতে সৌদি আরব কে রক্ষা করা
খ) ইরাকের কুয়েত দখল অবসান করা
গ) স্বল্পমূল্যের জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা
ঘ) উপরের সব কটি
৯০) প্রশ্নঃ- ১১ এশিয়ান গেমসের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার নাম —
উত্তরঃ- ওয়াকার্স স্টেডিয়াম, বেইজিং।
৯১) প্রশ্নঃ- জাতিসংঘের রাষ্ট্রপতি ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে, প্রতি হাজারে —
উত্তরঃ- ২০২০ সাল সমীক্ষা অনুযায়ী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২১ জন।
৯২) প্রশ্নঃ- শাত-ইল-আরব কে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম –
উত্তরঃ- আলজিয়ার্স চুক্তি।
৯৩) প্রশ্নঃ- ‘৫০০দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে —
উত্তরঃ- সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা।
৯৪) প্রশ্নঃ- জেমস গ্র্যান্ট এর মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশুর মৃত্যুর সংখ্যা —
উত্তরঃ- ৪০,০০০।
৯৫) প্রশ্নঃ- হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তরঃ- ফিনল্যান্ড।
৯৬) প্রশ্নঃ- পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম —
উত্তরঃ- জি. সি. সি.।
৯৭) প্রশ্নঃ- বাস্তিল দুর্গের পতন ঘটেছিল?
উত্তরঃ- ১৪ জুলাই, ১৭৮৯।
৯৮) প্রশ্নঃ- কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম —
উত্তরঃ- জায়ারে নামকরণ করা হয়েছিল কিন্তু বর্তমান কঙ্গো প্রজাতন্ত্র নাম বহাল আছে।
৯৯) প্রশ্নঃ- ‘ট্রাফালগার স্কয়ার’ কোন শহরে অবস্থিত?
উত্তরঃ- লন্ডন।
১০০) প্রশ্নঃ- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন —
উত্তরঃ- ১৯৫৬ সালে।
0 Comments