১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
৫১) প্রশ্নঃ- একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? উত্তরঃ- ২০৬। ৫২) প্রশ্নঃ- কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? উত্তরঃ- ব্রোমিন। ৫৩) প্রশ্নঃ- কোনটি চৌম্বক পদার্থ? উত্তরঃ- কোবাল্ট। ৫৪) প্রশ্নঃ- উচ্চ পর্বত চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায় — উত্তরঃ- বায়ুর চাপ কম। ৫৫) প্রশ্নঃ- কোন স্থানে মহাকর্ষজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে, সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে না কমবে? উত্তরঃ- ৩ গুণ কমবে। ৫৬) প্রশ্নঃ- সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তরঃ- অবতল। ৫৭) প্রশ্নঃ- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? উত্তরঃ- লোহা। ৫৮) প্রশ্নঃ- মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? উত্তরঃ- ভাইকিং। ৫৯) প্রশ্নঃ- পারমাণবিক বোমার আবিষ্কারক কে? উত্তরঃ- ওপেন হাইমার। ৬০) প্রশ্নঃ- সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? উত্তরঃ- অর্ধেক হবে। ৬১) প্রশ্নঃ- প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? উত্তরঃ- মহাস্থানগড়। ৬২) প্রশ্নঃ- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ- খাজা নাজিমুদ্দিন। ৬৩) প্রশ্নঃ- পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? উত্তরঃ- ১৯৫০ সালে। ৬৪) প্রশ্নঃ- প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তরঃ- চাঁপাইনবাবগঞ্জ। ৬৫) প্রশ্নঃ- আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশ করা হয়েছিল? উত্তরঃ- ১৯৬৬ সালে। ৬৬) প্রশ্নঃ- রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? উত্তরঃ- ১৯৫৩ সালে। ৬৭) প্রশ্নঃ- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ -গানটির সুরকার কে? উত্তরঃ- আলতাফ মাহমুদ। ৬৮) প্রশ্নঃ- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তরঃ- মইনুল হোসেন। ৬৯) প্রশ্নঃ- বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত? উত্তরঃ- সাত। ৭০) প্রশ্নঃ- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? উত্তরঃ- সিপাহী। ৭১) প্রশ্নঃ- শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তরঃ- ১৪ ডিসেম্বর। ৭২) প্রশ্নঃ- বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়? উত্তরঃ- ২৭ ফেব্রুয়ারি। ৭৩) প্রশ্নঃ- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? উত্তরঃ- কৈলাস। ৭৪) প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় চূড়ার নাম কি? উত্তরঃ- গারো। ৭৫) প্রশ্নঃ- বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ- বুড়িগঙ্গা। ৭৬) প্রশ্নঃ- বাংলাদেশে ডিগ্রীপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? উত্তরঃ- অর্থনৈতিক সমীক্ষা ২০২০ এর তথ্য অনুযায়ী ডাক্তার প্রতি জনসংখ্যা ১৭২৪ জন। ৭৭) প্রশ্নঃ- চলনবিল কোথায় অবস্থিত? উত্তরঃ- পাবনা ও নাটোর জেলায়। ৭৮) প্রশ্নঃ- ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? উত্তরঃ- ১৬.৫ কিলোমিটার। ৭৯) প্রশ্নঃ- দাহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? উত্তরঃ- লালমনিরহাট। ৮০) প্রশ্নঃ- সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? উত্তরঃ- বন বিভাগের বর্তমান তথ্য অনুসারে সুন্দরবনের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার। ৮১) প্রশ্নঃ- ১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয় ভার (Living Cost) সবচেয়ে বেশি — উত্তরঃ- টোকিওতে। ৮২) প্রশ্নঃ- উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা — উত্তরঃ- আইবিএম। ৮৩) প্রশ্নঃ- আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life Expectancy) সবচেয়ে বেশি — উত্তরঃ- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। ৮৪) প্রশ্নঃ- ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে? উত্তরঃ- পাকিস্তানে। ৮৫) প্রশ্নঃ- ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরঃ- ভারত। ৮৬) প্রশ্নঃ- ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ? উত্তরঃ- থাইল্যান্ড। ৮৭) প্রশ্নঃ- ‘এশিয়া ওয়াচ’ কর্তিক সম্প্রতি সংঘটিত অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে? উত্তরঃ- জুন ১৯৮৯-তে তিয়ানমেন স্কয়ারে সংঘটিত ট্রাজেডি। ৮৮) প্রশ্নঃ- এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোট গুলোর মধ্যে কোনটিকে এসকাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে? উত্তরঃ- APEC. ৮৯) প্রশ্নঃ- ‘জেনারেল এগ্রিমেন্ট অফ প্যারিস এন্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশে সমন্বয় সাধন করে থাকে? উত্তরঃ- প্রায় ৮০ শতাংশ। ৯০) প্রশ্নঃ- মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি? উত্তরঃ- এনএলডি। ৯১) প্রশ্নঃ- ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে? উত্তরঃ- ৩ অক্টোবর (মধ্যরাতে)। ৯২) প্রশ্নঃ- ‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরঃ- ভিয়েনা। ৯৩) প্রশ্নঃ- ‘International Institute on Aging’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? উত্তরঃ- ভ্যালেটা। ৯৪) প্রশ্নঃ- কবে থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? উত্তরঃ- ১৯৬৬ সাল থেকে। ৯৫) প্রশ্নঃ- পি এল ও- এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সালে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে? উত্তরঃ- নিউইয়র্ক। ৯৬) প্রশ্নঃ- কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন? উত্তরঃ- ভেনিজুয়েলা। ৯৭) প্রশ্নঃ- প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরঃ- রাশিয়ার আশখাবাদ। ৯৮) প্রশ্নঃ- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি? উত্তরঃ- UNDP. ৯৯) প্রশ্নঃ- ১৯৯১সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করেন? উত্তরঃ- মাইকেল স্টিচ। ১০০) প্রশ্নঃ- কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোট ভুক্ত নয়? উত্তরঃ- দক্ষিণ কোরিয়া। ক) সিঙ্গাপুর, খ) মালয়েশিয়া, গ) থাইল্যান্ড ও ঘ) দক্ষিণ কোরিয়া