১৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ৫০-১০০
৫১) প্রশ্নঃ- ১ কুইন্টাল কত কিলোগ্রাম হয়? উত্তরঃ- ১০০ কিলোগ্রাম। ৫২) প্রশ্নঃ- রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পন — উত্তরঃ- আসলে চেয়ে বেশি হবে। ৫৩) প্রশ্নঃ- দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? উত্তরঃ- বেগুনি। ৫৪) প্রশ্নঃ- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? উত্তরঃ- বায়বীয় পদার্থ। ৫৫) প্রশ্নঃ- বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? উত্তরঃ- বাইরে এসে মাটিতে উপরে শুয়ে পড়বেন। ৫৬) প্রশ্নঃ- কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? উত্তরঃ- প্রতিধ্বনি। ৫৭) প্রশ্নঃ- কোথায় সাঁতার কাটা সহজ? উত্তরঃ- সাগরে। ৫৮) প্রশ্নঃ- ‘এভিকালচার’ বলতে কী বোঝায়? উত্তরঃ- পাখি পালন বিষয়াদি। ৫৯) প্রশ্নঃ- কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? উত্তরঃ- কালো। ৬০) প্রশ্নঃ- সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়? উত্তরঃ- নাইট্রোজেন। ৬১) প্রশ্নঃ- নিচের কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? উত্তরঃ- সাঁওতাল। ৬২) প্রশ্নঃ- কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশের সুনাম কুড়িয়েছে? উত্তরঃ- গ্রামীণ ব্যাংক। ৬৩) প্রশ্নঃ- চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? উত্তরঃ- বাঁশ। ৬৪) প্রশ্নঃ- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ- কামরুল হাসান। ৬৫) প্রশ্নঃ- মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? উত্তরঃ- ১০ এপ্রিল, ১৯৭১। ৬৬) প্রশ্নঃ- বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? উত্তরঃ- ১২ অক্টোবর, ১৯৭২। ৬৭) প্রশ্নঃ- ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলনে কিসের জন্ম হয়েছিল? উত্তরঃ- এক নতুন জাতীয় চেতনার। ৬৮) প্রশ্নঃ- ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? উত্তরঃ- ইউরিয়া। ৬৯) প্রশ্নঃ- বাংলাদেশ মৎস্য আইনে কত সেন্টিমিটার দৈর্ঘ্যের জাতীয় মাছের পোনা ধরা নিষেধ? উত্তরঃ- ২৩ সেন্টিমিটার। ৭০) প্রশ্নঃ- বাংলাদেশে প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? উত্তরঃ- খুলনা। ৭১) প্রশ্নঃ- পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী? উত্তরঃ- মহানন্দা। ৭২) প্রশ্নঃ- ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল? উত্তরঃ- বাংলা ১১৭৬ সালে। ৭৩) প্রশ্নঃ- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? উত্তরঃ- সিপাহী। ৭৪) প্রশ্নঃ- যমুনা নদী কোথায় পতিত হয়েছে? উত্তরঃ- পদ্মায়। ৭৫) প্রশ্নঃ- বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? উত্তরঃ- পঞ্চগড়। ৭৬) প্রশ্নঃ- ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’ এটি কার ঘোষণা? উত্তরঃ- দুদু মিয়া। ৭৭) প্রশ্নঃ- দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? উত্তরঃ- লালমনিরহাট। ৭৮) প্রশ্নঃ- ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তরঃ- হাড়িয়াভাঙ্গা। ৭৯) প্রশ্নঃ- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তরঃ- নিতুন কুন্ডু। ৮০) প্রশ্নঃ- বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তরঃ- সোনারগাঁও। ৮১) প্রশ্নঃ- ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশে, দুই পদ্ধতি’ নীতি চালু হবে? উত্তরঃ- গণচীন। ৮২) প্রশ্নঃ- কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানী কে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? উত্তরঃ- অস্ট্রেলিয়া। ৮৩) প্রশ্নঃ- জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? উত্তরঃ- অস্ট্রিয়া। ৮৪) প্রশ্নঃ- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? উত্তরঃ- উয়ন। ৮৫) প্রশ্নঃ- রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? উত্তরঃ- থানু। ৮৬) প্রশ্নঃ- এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি? উত্তরঃ- ‘আশিয়ান’ জোটকে সমর্থন করা। ৮৭) প্রশ্নঃ- ইরান- ইরাক যুদ্ধবিরতিতে তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি? উত্তরঃ- UNIIMOG. ৮৮) প্রশ্নঃ- ক্যাটালন কোন দেশের ভাষা? উত্তরঃ- স্পেন। ৮৯) প্রশ্নঃ- প্রতিবছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে? উত্তরঃ- প্রথম সোমবার। ৯০) প্রশ্নঃ- কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? উত্তরঃ- UNDP. ৯১) প্রশ্নঃ- ‘গ্লাসনস্ত’ এর অর্থ কি? উত্তরঃ- খোলামেলা আলোচনা। ৯২) প্রশ্নঃ- কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? উত্তরঃ- IMF. ৯৩) প্রশ্নঃ- কোনটি ‘ওআইসি’ এর অঙ্গ সংস্থা নয়? উত্তরঃ- ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র। ৯৪) প্রশ্নঃ- তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? উত্তরঃ- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি। ৯৫) প্রশ্নঃ- কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? উত্তরঃ- ১৯৬৬ সালে। ৯৬) প্রশ্নঃ- ভারতীয় জাতীয় পার্টির মধ্যে অধিকৃত কাশ্মীরের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে — উত্তরঃ- সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা। ৯৭) প্রশ্নঃ- পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়? উত্তরঃ- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস। ৯৮) প্রশ্নঃ- কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? উত্তরঃ- ইরান। ৯৯) প্রশ্নঃ- কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? উত্তরঃ- সংস্কৃতি। ১০০) প্রশ্নঃ- বিশ্ব বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? উত্তরঃ- লিওনার্দো দা ভিঞ্চি।
0 Comments