Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

25th BCS Question Solution (Question 50 to 100)

 


২৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ



Bangladesh Affairs


৫১) প্রশ্নঃ- সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- কুমিল্লা।


৫২) প্রশ্নঃ- বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?

উত্তরঃ- ৬০।


৫৩) প্রশ্নঃ- বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

উত্তরঃ- কোনাবাড়ী।


৫৪) প্রশ্নঃ- বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?

উত্তরঃ- বগুড়া।


৫৫) প্রশ্নঃ- ‘সাবমেরিন ক্যাবল’ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?

উত্তরঃ- ডাক ও টেলিযোগাযোগ।


৫৬) প্রশ্নঃ- ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?

উত্তরঃ- ভিয়েতনাম।


৫৭) প্রশ্নঃ- মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?

উত্তরঃ- ১ জুলাই, ১৯৯১।


৫৮) প্রশ্নঃ- বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

উত্তরঃ- বিশ্ব ব্যাংক।


৫৯) প্রশ্নঃ- কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

উত্তরঃ- মিজোরাম।


৬০) প্রশ্নঃ- ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?

উত্তরঃ- ২০০০।


International Affairs


৬১) প্রশ্নঃ- জোট নিরপেক্ষ দেশ সমূহের প্রধান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ- বেলগ্রেড।


৬২) প্রশ্নঃ- কে লৌহমানবী বলে পরিচিত?

উত্তরঃ- মার্গারেট থ্যাচার।


৬৩) প্রশ্নঃ- আবু গারিব বলতে কি বুঝায়?

উত্তরঃ- একটি জেলখানা।


৬৪) প্রশ্নঃ- পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তরঃ- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।


৬৫) প্রশ্নঃ- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?

উত্তরঃ- পেলে।


৬৬) প্রশ্নঃ- ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ- প্যারিস।


৬৭) প্রশ্নঃ- রাষ্ট্রপ্রধান না হলেও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?

উত্তরঃ- ইয়াসির আরাফাত।


৬৮) প্রশ্নঃ- ‘ডিজ আর্মি ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ- হ্যান্স ব্লিক্স।


৬৯) প্রশ্নঃ- এই উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?

উত্তরঃ- সাতজন।


৭০) প্রশ্নঃ- নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তরঃ- নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।


৭১) প্রশ্নঃ- ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?

উত্তরঃ- ২০ মার্চ, ২০০৩।


৭২) প্রশ্নঃ- বর্তমান জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?

উত্তরঃ- বর্তমান জাতিসংঘের মহাসচিব পর্তুগালের নাগরিক, আন্তোনিও গুতারেস।


৭৩) প্রশ্নঃ- বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?

উত্তরঃ- সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান (২০১১ সালে)।


৭৪) প্রশ্নঃ- আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় —

উত্তরঃ- সংযুক্ত আরব আমিরাত।


৭৫) প্রশ্নঃ- কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?

উত্তরঃ- অপশনে উপরের চারটি দেশি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত ছিল(ক. ব্রাজিল, খ. আর্জেন্টিনা, গ. পেরু, ঘ.পানামা)।


৭৬) প্রশ্নঃ- ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- লিও।


৭৭) প্রশ্নঃ- মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?

উত্তরঃ- ১৯৭৩ সালে।


৭৮) প্রশ্নঃ- ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?

উত্তরঃ- ইন্দোনেশিয়া।


৭৯) প্রশ্নঃ- ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে?

উত্তরঃ- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।


৮০) প্রশ্নঃ- এবছরের তামাক নিষিদ্ধ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?

উত্তরঃ- পাকিস্তান।


General Mathematics


৮১) প্রশ্নঃ- X + Y = 6 এবং XY = 8 হলে, (X - Y)² এর মান কত?

উত্তরঃ- 4।


৮২) প্রশ্নঃ- ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?

উত্তরঃ- ৪৫০ টাকা।


৮৩) প্রশ্নঃ- যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয়, তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?

উত্তরঃ- ৯ টি।


General Science


৮৪) প্রশ্নঃ- পেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক —

উত্তরঃ- বেশি হয়।


৮৫) প্রশ্নঃ- কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তরঃ- ৪ সেন্টিগ্রেড।


৮৬) প্রশ্নঃ- CNG - এর অর্থ —

উত্তরঃ- কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।


৮৭) প্রশ্নঃ- নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?

উত্তরঃ- ইউরিন।


৮৮) প্রশ্নঃ- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তরঃ- লোহা।


৮৯) প্রশ্নঃ- সুন্দরবনের আয়তন বর্তমান প্রায় কত বর্গ কিলোমিটার?

উত্তরঃ- পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। সুন্দরবনের টোটাল আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার।


৯০) প্রশ্নঃ- রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তরঃ- অক্সিজেন পরিবহন করা।


General Mathematics


৯১) প্রশ্নঃ- √2 সংখ্যাটি কি সংখ্যা?

উত্তরঃ- একটি অমূলদ সংখ্যা।


৯২) প্রশ্নঃ- ১ মিটার সমান কত ইঞ্চি?

উত্তরঃ- ৩৯.৩৭ ইঞ্চি।


৯৩) প্রশ্নঃ- x + (1/x) = √3 হলে, x³ + (1/x³) এর মান কত?

উত্তরঃ- 0।


৯৪) প্রশ্নঃ- ৩দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে, ঐ কাজের ৩ গুন কাজ করতে কতদিন লাগবে?

উত্তরঃ- ২৪৩ দিন।


৯৫) প্রশ্নঃ- x² - 11x + 30 এবং x³ - 4x² -2x -15 এর ল. সা. গু. কত?

উত্তরঃ- x - 5।


৯৬) প্রশ্নঃ- 1 + 2 + 3 + 4 + ………. + 99 = কত?

উত্তরঃ- 4950।


৯৭) প্রশ্নঃ- log2 + log4 + log8 + …..ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?

উত্তরঃ- 55 log2।


৯৮) প্রশ্নঃ- একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30⁰ কোন উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?

উত্তরঃ- 16 মিটার।


৯৯) প্রশ্নঃ- একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত?

উত্তরঃ- 96 মিটার।


১০০) প্রশ্নঃ- Y = 3x + 2, Y = -3X + 2 এবং y = - 2দ্বারা গঠিত জ্যামিতিক চিত্র টি কোনটি হবে?

উত্তরঃ- একটি সমদ্বিবাহু ত্রিভুজ।


Post a Comment

0 Comments