১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
১) প্রশ্নঃ- ‘গোঁফ খেজুরে’- এই বাগধারাটির অর্থ কি? উত্তরঃ- নিতান্ত অলস। ২) প্রশ্নঃ- কোন দুটি অঘোষ ধ্বনি? উত্তরঃ- চ ছ । ৩) প্রশ্নঃ- কোন বাক্যে ‘ঢাক ঢাক গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? উত্তরঃ- ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল। ৪) প্রশ্নঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম? উত্তরঃ- গোবিন্দলাল ও রোহিনী। ৫) প্রশ্নঃ- কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? উত্তরঃ- লেখাপড়া কর, নতুবা ফেল করবে। ৬) প্রশ্নঃ- কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? উত্তরঃ- ১৯৬১ সালে। ৭) প্রশ্নঃ- ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? উত্তরঃ- সাত সাগরের মাঝি- ফরুক আহমদ। ৮) প্রশ্নঃ- ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কি হবে? উত্তরঃ- ভূতপূর্ব। ৯) প্রশ্নঃ- ‘অনোল প্রবাহ’ রচনা করেন — উত্তরঃ- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। ১০) প্রশ্নঃ- কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? উত্তরঃ- আমি ভাত খেয়ে স্কুলে যাব। ১১) প্রশ্নঃ- জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ — উত্তরঃ- ধূসর পান্ডুলিপি। ১২) প্রশ্নঃ- ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’- এই উক্তিটির তাৎপর্য হচ্ছে — উত্তরঃ- জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। ১৩) প্রশ্নঃ- কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? উত্তরঃ- ওরা কি করে। ১৪) প্রশ্নঃ- মধ্যপদলোপী কর্মধারযয়ের উদাহরণ কোনটি? উত্তরঃ- হাসিমাখা মুখ- হাসিমুখ। ১৫) প্রশ্নঃ- ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, এক বিন্দু দিলাম শিশি’। এ কতটুকু মূল প্রতিপাদ্য— উত্তরঃ- অকৃতজ্ঞতা। ১৬) প্রশ্নঃ- কোনটি ঐতিহাসিক নাটক? উত্তরঃ- রক্তাক্ত প্রান্তর। ১৭) প্রশ্নঃ- মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে — উত্তরঃ- সনেটে। ১৮) প্রশ্নঃ- ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন — উত্তরঃ- মোজাম্মেল হক। ১৯) প্রশ্নঃ- বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুইটি বানানটি শুদ্ধ? উত্তরঃ- হাতি/ হাতী এবং দাদি/ দাদী । ২০) প্রশ্নঃ- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য — উত্তরঃ- জেলে – জীবনের বিচিত্র সুখ দুঃখ। ২১) প্রশ্নঃ- Select The answer of the world ‘Stagflation’... উত্তরঃ- economic slowdown. ২২) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘scuttle’? উত্তরঃ- ২৩) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘stanch’? উত্তরঃ- put up end to. ২৪) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘belated ’? উত্তরঃ- tardy. ২৫) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘sequence’? উত্তরঃ- to follow. ২৬) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘euphemism’? উত্তরঃ- inoffensive expression. ২৭) প্রশ্নঃ- ‘The rainbow’ is — উত্তরঃ- a novel by D.H. Lawrence. ২৮) প্রশ্নঃ- ‘Tom Jones’ by Henry fielding was first published in in — উত্তরঃ- the 1st half of 19 century. ২৯) প্রশ্নঃ- The literary work ‘kubla Khan’ is — উত্তরঃ- a verse by Coleridge. ৩০) প্রশ্নঃ- T. S. Eliot was born in — উত্তরঃ- USA. ৩১) প্রশ্নঃ- What was the real name of the great American short story writer, O’ Henry? উত্তরঃ- William Sydney Porter. ৩২) প্রশ্নঃ- Anything ‘Pernicious’ tends to injure or destroy. Something which has no such harmful effect is — উত্তরঃ- innocuous. ৩৩) প্রশ্নঃ- Do not worry, English grammar is not… to understand. _____ Which of the following does best fit in the blank space? উত্তরঃ- too difficult. ৩৪) প্রশ্নঃ- We (not have) a holiday since the beginning of the Year. ____ Which of the following verb forms does best complete the above sentence? উত্তরঃ- have not had. ৩৫) প্রশ্নঃ- If I were you. I (handle) the situation more carefully. ____Which of the following verb forms does best complete the above sentence? উত্তরঃ- would handle. ৩৬) প্রশ্নঃ- It’s time you, you realize your mistakes. ___Which of the following clauses does best in the above sentence? উত্তরঃ- you realized. ৩৭) প্রশ্নঃ- You have recently entered____ an agreement with the Inland Cooperative Society. ____ Which of the following does best fit in the blank space? উত্তরঃ- into. ৩৮) প্রশ্নঃ- The boy from the village side, “I _____ starve then beg.” ____Which of the following does best complete the above sentence? উত্তরঃ- would rather. ৩৯) প্রশ্নঃ- It is too difficult to ‘tolerate’ bad temper for long. ____Which of the following phrase does best replace ‘tolerate’ in the above sentence? উত্তরঃ- put up with. ৪০) প্রশ্নঃ- I have never seen such a slow coach like you, that small work has taken you three full months. _____ What does the idiom ‘a slow coach’ mean? উত্তরঃ- a very lazy person. ৪১) প্রশ্নঃ- যদি x³ + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত? উত্তরঃ- -9. ৪২) প্রশ্নঃ- একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা? উত্তরঃ- ১৪৪। ৪৩) প্রশ্নঃ- y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক সূত্র সঠিকি? উত্তরঃ- একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ৪৪) প্রশ্নঃ- ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত? উত্তরঃ- ৫। ৪৫) প্রশ্নঃ- একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে এ কই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে? উত্তরঃ- ৬। ৪৬) প্রশ্নঃ- [2 - 3 ( 2 - 3 )ᐨ¹]ᐨ¹ এর মান কত? উত্তরঃ- ⅕। ৪৭) প্রশ্নঃ- বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকা সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকা সঙ্গে খেলছে; এভাবে শেষ বালক সবকটি বালিকা সঙ্গে খেলেছে। যদি b বালকের সঙ্গে এবং g বালিকা সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত? উত্তরঃ- b = g - 4। ৪৮) প্রশ্নঃ- একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০π হলে ঐ ষড়ভুজের আয়তন কত? উত্তরঃ- ২০০ √৩। ৪৯) প্রশ্নঃ- কোন পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক সংখ্যার ২০ টি প্রশ্ন হতে ১৫ টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলো এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে যদি সে ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল? উত্তরঃ- ৫০ টি। ৫০) প্রশ্নঃ- একটি লোক খাড়া উত্তর দিকে ক মাইল দূরত্ব অতিক্রম করে। প্রতি মাইল ২ মিনিটে এবং খালা দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? উত্তরঃ- ৪৮।