Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তর

 


১৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

১) প্রশ্নঃ- ‘গোঁফ খেজুরে’- এই বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ- নিতান্ত অলস।


২) প্রশ্নঃ- কোন দুটি অঘোষ ধ্বনি?

উত্তরঃ- চ ছ ।


৩) প্রশ্নঃ- কোন বাক্যে ‘ঢাক ঢাক গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

উত্তরঃ- ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল।


৪) প্রশ্নঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম?

উত্তরঃ- গোবিন্দলাল ও রোহিনী।


৫) প্রশ্নঃ- কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ- লেখাপড়া কর, নতুবা ফেল করবে।


৬) প্রশ্নঃ- কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?

উত্তরঃ- ১৯৬১ সালে।


৭) প্রশ্নঃ- ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

উত্তরঃ- সাত সাগরের মাঝি- ফরুক আহমদ।


৮) প্রশ্নঃ- ‘যা পূর্বে ছিল এখন নেই’- এক কথায় কি হবে?

উত্তরঃ- ভূতপূর্ব।


৯) প্রশ্নঃ- ‘অনোল প্রবাহ’ রচনা করেন —

উত্তরঃ- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।


১০) প্রশ্নঃ- কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ- আমি ভাত খেয়ে স্কুলে যাব।


১১) প্রশ্নঃ- জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ —

উত্তরঃ- ধূসর পান্ডুলিপি।


১২) প্রশ্নঃ- ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’- এই উক্তিটির তাৎপর্য হচ্ছে —

উত্তরঃ- জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।


১৩) প্রশ্নঃ- কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ- ওরা কি করে।


১৪) প্রশ্নঃ- মধ্যপদলোপী কর্মধারযয়ের উদাহরণ কোনটি?

উত্তরঃ- হাসিমাখা মুখ- হাসিমুখ।


১৫) প্রশ্নঃ- ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, এক বিন্দু দিলাম শিশি’। এ কতটুকু মূল প্রতিপাদ্য—

উত্তরঃ- অকৃতজ্ঞতা।


১৬) প্রশ্নঃ- কোনটি ঐতিহাসিক নাটক?

উত্তরঃ- রক্তাক্ত প্রান্তর।


১৭) প্রশ্নঃ- মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে —

উত্তরঃ- সনেটে।


১৮) প্রশ্নঃ- ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন —

উত্তরঃ- মোজাম্মেল হক।


১৯) প্রশ্নঃ- বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুইটি বানানটি শুদ্ধ?

উত্তরঃ- হাতি/ হাতী এবং দাদি/ দাদী ।


২০) প্রশ্নঃ- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য —

উত্তরঃ- জেলে – জীবনের বিচিত্র সুখ দুঃখ।


২১) প্রশ্নঃ- Select The answer of the world ‘Stagflation’...

উত্তরঃ- economic slowdown.


২২) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘scuttle’?

উত্তরঃ-


২৩) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘stanch’?

উত্তরঃ- put up end to.


২৪) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘belated ’?

উত্তরঃ- tardy.


২৫) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘sequence’?

উত্তরঃ- to follow.


২৬) প্রশ্নঃ- What is the meaning of of the word ‘euphemism’?

উত্তরঃ- inoffensive expression.


২৭) প্রশ্নঃ- ‘The rainbow’ is —

উত্তরঃ- a novel by D.H. Lawrence.


২৮) প্রশ্নঃ- ‘Tom Jones’ by Henry fielding was first published in in —

উত্তরঃ- the 1st half of 19 century.


২৯) প্রশ্নঃ- The literary work ‘kubla Khan’ is —

উত্তরঃ- a verse by Coleridge.


৩০) প্রশ্নঃ- T. S. Eliot was born in —

উত্তরঃ- USA.


৩১) প্রশ্নঃ- What was the real name of the great American short story writer, O’ Henry?

উত্তরঃ- William Sydney Porter.


৩২) প্রশ্নঃ- Anything ‘Pernicious’ tends to injure or destroy. Something which has no such harmful effect is —

উত্তরঃ- innocuous.


৩৩) প্রশ্নঃ- Do not worry, English grammar is not… to understand. _____ Which of the following does best fit in the blank space?

উত্তরঃ- too difficult.


৩৪) প্রশ্নঃ- We (not have) a holiday since the beginning of the Year. ____ Which of the following verb forms does best complete the above sentence?

উত্তরঃ- have not had.


৩৫) প্রশ্নঃ- If I were you. I (handle) the situation more carefully. ____Which of the following verb forms does best complete the above sentence?

উত্তরঃ- would handle.


৩৬) প্রশ্নঃ- It’s time you, you realize your mistakes. ___Which of the following clauses does best in the above sentence?

উত্তরঃ- you realized.


৩৭) প্রশ্নঃ- You have recently entered____ an agreement with the Inland Cooperative Society. ____ Which of the following does best fit in the blank space?

উত্তরঃ- into.


৩৮) প্রশ্নঃ- The boy from the village side, “I _____ starve then beg.” ____Which of the following does best complete the above sentence?

উত্তরঃ- would rather.


৩৯) প্রশ্নঃ- It is too difficult to ‘tolerate’ bad temper for long. ____Which of the following phrase does best replace ‘tolerate’ in the above sentence?

উত্তরঃ- put up with.


৪০) প্রশ্নঃ- I have never seen such a slow coach like you, that small work has taken you three full months. _____ What does the idiom ‘a slow coach’ mean?

উত্তরঃ- a very lazy person.


৪১) প্রশ্নঃ- যদি x³ + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?

উত্তরঃ- -9.


৪২) প্রশ্নঃ- একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

উত্তরঃ- ১৪৪।


৪৩) প্রশ্নঃ- y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক সূত্র সঠিকি?

উত্তরঃ- একটি সমদ্বিবাহু ত্রিভুজ।


৪৪) প্রশ্নঃ- ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?

উত্তরঃ- ৫।


৪৫) প্রশ্নঃ- একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে এ কই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?

উত্তরঃ- ৬।


৪৬) প্রশ্নঃ- [2 - 3 ( 2 - 3 )ᐨ¹]ᐨ¹ এর মান কত?

উত্তরঃ- ⅕।


৪৭) প্রশ্নঃ- বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকা সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকা সঙ্গে খেলছে; এভাবে শেষ বালক সবকটি বালিকা সঙ্গে খেলেছে। যদি b বালকের সঙ্গে এবং g বালিকা সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?

উত্তরঃ- b = g - 4।


৪৮) প্রশ্নঃ- একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?

উত্তরঃ- ২০০ √৩।


৪৯) প্রশ্নঃ- কোন পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক সংখ্যার ২০ টি প্রশ্ন হতে ১৫ টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলো এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে যদি সে ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ৫০ টি।


৫০) প্রশ্নঃ- একটি লোক খাড়া উত্তর দিকে ক মাইল দূরত্ব অতিক্রম করে। প্রতি মাইল ২ মিনিটে এবং খালা দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?

উত্তরঃ- ৪৮।


13 BCS Preliminary Questions Answers 51-100.

 


 



নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে  অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব।
 উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন।

 “ধন্যবাদ”



Post a Comment

0 Comments