বাংলা সাহিত্যেরঃ পত্রিকা, সাময়িকী ও সম্পাদক
- ভারতবর্ষে প্রথম মুদ্রিত সংবাদপত্র– বেঙ্গল গেজেট।
- ভারতবর্ষে প্রথম মুদ্রিত সংবাদপত্র কত সালে– ১৭৮০ সালে।
- বাংলা ভাষায় প্রথম পত্রিকার নাম– দিকদর্শন।
- বাংলা ভাষায় প্রথম পত্রিকার প্রকাশকাল–১৮১৮ সাল।
- বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ করেন– শ্রীরামপুরের মিশনারীরা।
- সমাচার দর্পণ পত্রিকা সম্পাদক ছিলেন– জন ক্লার্ক মার্শম্যান।
- ‘সমাচার দর্পণ’ কেমন পত্রিকা ছিল– সাপ্তাহিক পত্রিকা।
- শ্রীরামপুর মিশন থেকে ‘সমাচার দর্পণ’ পত্রিকা প্রকাশকাল– ১৮১৮ সাল।
- বাঙালির প্রচেষ্টায় সর্বপ্রথম প্রকাশিত পত্রিকা– বাঙ্গাল গেজেট।
- বাঙালির প্রতিষ্ঠায় সর্বপ্রথম পত্রিকার সম্পাদক– গঙ্গাকিশোর ভট্টাচার্য।
- পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন– সঞ্জয় ভট্টাচার্য।
- ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদক– হাসান হাফিজুর রহমান।
- কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক– দীনেশ চন্দ্র দাস।
- সবুজপত্র প্রকাশিত হয়–১৯১৪ সালে।
- গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক– হরিনাথ মজুমদার।
- সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক– জন ক্লার্ক মার্শম্যান।
- তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক– অক্ষয় কুমার দত্ত।
- বাংলা সাহিত্যের কথা রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি– সবুজপত্র।
- বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র এর নাম– দিকদর্শন।
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম– ধুমকেতু।
- সাপ্তাহিক সুধাকার এর সম্পাদক– শেখ আব্দুর রহিম।
- ক্রান্তি পত্রিকা প্রকাশিত হয়– ঢাকা থেকে।
- মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র — শিখা পত্রিকা।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদক ছিলেন– বঙ্গদর্শন পত্রিকা।
- সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম– সমকাল।
- বঙ্গদূত পত্রিকার প্রকাশকাল — ১৮২৯ সাল।
- সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন– মোহাম্মদ নাসির উদ্দিন।।
- তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়– ১৮৪৩ সালে।
- ভারতী পত্রিকার সম্পাদক — স্বর্ণকুমারী দেবী।
- বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম– বার্তা ও ধান শালিকের দেশ।
- সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন– ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- মোজাম্মেল হক সম্পাদক ছিলেন– মোসলেম ভারত পত্রিকা।
- কালি ও কলম কিসের নাম– পত্রিকা।
- বুদ্ধদেব বসু যে পত্রিকার সম্পাদক ছিলেন– বাসন্তিকা।
- ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন– স্বর্ণকুমারী দেবী।
কবিতা সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন– বুদ্ধদেব বুদ্ধ।
উল্লেখযোগ্য পত্রিকা, সাময়িকী ও সম্পাদক
0 Comments