Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

১৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তর

 


         ১৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

১) প্রশ্নঃ- কবি জসিম উদ্দিন এর জীবনকাল কোনটি?

উত্তরঃ- ১৯০৩-১৯৭৬ ইং।


২) প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হয়েছে —

উত্তরঃ- ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়।


৩) প্রশ্নঃ- জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত —

উত্তরঃ- নদী।


৪) প্রশ্নঃ- বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

উত্তরঃ- যৌগিক বাক্যের অন্যতম গুণ কোনটি?


৫) প্রশ্নঃ- যৌগিক বাক্যের অন্যতম গুণ কোনটি?

উত্তরঃ- দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন।


৬) প্রশ্নঃ- কোনটি ইব্রাহিম খাঁ গ্রন্থ নয়?

উত্তরঃ- কুচবরণ কন্যা।


৭) প্রশ্নঃ- কোন প্রচলন ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত

উত্তরঃ- আট কপালে।


৮) প্রশ্নঃ- ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ- চির অশান্তি।


৯) প্রশ্নঃ- কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত।


১০) প্রশ্নঃ- ‘বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে যত যামিন’ এ কবিতাংশটুকুর কবি কে?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।


১১) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

উত্তরঃ- বিহারীলাল চক্রবর্তীকে।


১২) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত গ্রন্থ কোনটি?

উত্তরঃ- বসন্তকুমারী।


১৩) প্রশ্নঃ- কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ- বিভীষিকা।


১৪) প্রশ্নঃ- কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

উত্তরঃ- প্রমথ চৌধুরী।


১৫) প্রশ্নঃ- মৌলিক শব্দ কোনটি?

উত্তরঃ- গোলাপ।


১৬) প্রশ্নঃ- ‘যার কোন মূল্য নেই’ - তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?

উত্তরঃ- ঢাকের বাঁয়া।


১৭) প্রশ্নঃ- ‘আমির হামজা’ কাব্য রচনা করেন কে?

উত্তরঃ- ফকির গরীবুল্লাহ।


১৮) প্রশ্নঃ- বাংলা লিপির উৎস কি?

উত্তরঃ- ব্রাক্ষী লিপি।


১৯) প্রশ্নঃ- কোন বিশেষণ জাতীয় শব্দ?

উত্তরঃ- জীবনী।


২০) প্রশ্নঃ- বর্ণ হচ্ছে —

উত্তরঃ- ধ্বনি নির্দেশক প্রতীক।


২১) প্রশ্নঃ- A Speech full of too many words is —.

উত্তরঃ- A verbose speech.


২২) প্রশ্নঃ- To meet trouble Half-way means —.

উত্তরঃ- To be puzzled.


২৩) প্রশ্নঃ- ‘Paradise lost’ attempted to —.

উত্তরঃ- The Justify the ways of God of man.


২৪) প্রশ্নঃ- What is the meaning of the idiom ‘a round dozen’?

উত্তরঃ- A full dozen.


২৫) প্রশ্নঃ- What is the meaning of ‘Soft Soap’?

উত্তরঃ- Flattery for self motives.


২৬) প্রশ্নঃ- The Invention of computer has turn it over a new leaf in the history of modern technology.

—Which of the following is nearest in meaning to the italicized idiom above?

উত্তরঃ- opened a new chapter.


২৭) প্রশ্নঃ- Trying unitedly we were able to have our project approved against strong oppositions.

— which of the following says nearly the same as against above?

উত্তরঃ- in the teeth of.


২৮) প্রশ্নঃ- Not many people can commit such a heinous crime in cold blood.

— What does the italicized above mean?

উত্তরঃ- in cool brain and calculated through.


২৯) প্রশ্নঃ- The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words.

— which is the best phrase for the underlined explanation above?

উত্তরঃ- beggar's description.


৩০) প্রশ্নঃ- You should show good manners in the company of young ladies.

— which is the appropriate phrase for the underlined expression above?

উত্তরঃ- behave gently.


৩১) প্রশ্নঃ- Can you tell me where —?

— which of the following is the best clause in the above sentence?

উত্তরঃ- Mr Ali lives.


৩২) প্রশ্নঃ- What is the full name of the great American short story writer O’ Henry?

উত্তরঃ- William Sydney Porter.


৩৩) প্রশ্নঃ- Nowadays many village are lit — electricity.

— which is the correct preposition in the above blank?

উত্তরঃ- with.


৩৪) প্রশ্নঃ- The second anniversary celebration of our college will be hold on December, 15.

— Which of the following is the correct phrase for ‘will be held’ above?

উত্তরঃ- comes off.


৩৫) প্রশ্নঃ- ‘Dog days’ means —.

উত্তরঃ- hot weather.


৩৬) প্রশ্নঃ- People who assume that no evil can befall upon them are foolishly —.

উত্তরঃ- complacent.


৩৭) প্রশ্নঃ- One who unduly forwards in rendering service for other is not generally liked in society.

— which of the following words represents truly the character of the person mentioned above?

উত্তরঃ- officious.


৩৮) প্রশ্নঃ- What kind of man is quite the the opposite type of ‘supercilious’?

উত্তরঃ- Affable.


৩৯) প্রশ্নঃ- How many eggs have your hens — this month?

— Which of the the following words best completes the above sentence

উত্তরঃ- laid.


৪০) প্রশ্নঃ- The Walls of our house have been painted — green.

— which is the correct preposition in the blank above?

উত্তরঃ- no preposition.


৪১) প্রশ্নঃ- দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

উত্তরঃ- ২৫।


৪২) প্রশ্নঃ- একটি ঘড়িতে ৬ টার ঘণ্টাধ্বনি ঠিক ৬ টার শুরু করে বাঁচতে ৫ সেকেন্ড সময় লাগে, এ ঘড়িতে ১২ টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ( ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে)

উত্তরঃ- ১১ সেকেন্ড।


৪৩) প্রশ্নঃ- এক গোয়ালা তার n-সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিন্মলিখিতভাবে বন্টন করে দিল: প্রথম পত্র কে ½ অংশ দ্বিতীয় পুত্র কে ¼ অংশ তৃতীয় পুত্র কে ⅕ অংশ এবং বাকি 7 টি গাভী চতুর্থ পুত্র কে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?

উত্তরঃ- ১৪০ টি।


৪৪) প্রশ্নঃ- ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয় ভূমির সঙ্গে ৩০⁰ কোনে স্পর্শ করল। মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?

উত্তরঃ- ৬ ফুট।


৪৫) প্রশ্নঃ- সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ এর মান কত?

উত্তরঃ- ৫ সে.মি.।


৪৬) প্রশ্নঃ- একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে?

উত্তরঃ- ৮% (বৃদ্ধি)।


৪৭) প্রশ্নঃ- একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তরঃ- ভূমি × উচ্চতা।


৪৮) প্রশ্নঃ- ½ {( a + b) + (a - b)} = কত?

উত্তরঃ- a² + b²।


৪৯) প্রশ্নঃ- aᵐ . aⁿ = aᵐ﹢ⁿ কখন হবে?

উত্তরঃ- m ও n ধনাত্মক হলে।


৫০) প্রশ্নঃ- শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

উত্তরঃ- ২৫,০০০ টাকা।



নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে  অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব।
 উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন।
 “ধন্যবাদ”


Previous

                      Next           

বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ ১০তম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম, ২২তম, ২৩তম, ২৪তম, ২৫তম, ২৬তম, ২৭তম, ২৮তম, ২৯তম, ৩০তম, ৩১তম, ৩২তম, ৩৩তম, ৩৪তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম, ৪০তম, ৪১তম, ৪২তম, ৪৩তম, ৪৪তম, ৪৫তম, ৪৬তম, ৪৭তম,


Post a Comment

0 Comments