১৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
১) প্রশ্নঃ- কবি জসিম উদ্দিন এর জীবনকাল কোনটি? উত্তরঃ- ১৯০৩-১৯৭৬ ইং। ২) প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হয়েছে — উত্তরঃ- ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। ৩) প্রশ্নঃ- জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত — উত্তরঃ- নদী। ৪) প্রশ্নঃ- বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? উত্তরঃ- যৌগিক বাক্যের অন্যতম গুণ কোনটি? ৫) প্রশ্নঃ- যৌগিক বাক্যের অন্যতম গুণ কোনটি? উত্তরঃ- দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। ৬) প্রশ্নঃ- কোনটি ইব্রাহিম খাঁ গ্রন্থ নয়? উত্তরঃ- কুচবরণ কন্যা। ৭) প্রশ্নঃ- কোন প্রচলন ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত উত্তরঃ- আট কপালে। ৮) প্রশ্নঃ- ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি? উত্তরঃ- চির অশান্তি। ৯) প্রশ্নঃ- কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়? উত্তরঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত। ১০) প্রশ্নঃ- ‘বউ কথা কও, বউ কথা কও
কও কথা অভিমানী
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে যত যামিন’ এ কবিতাংশটুকুর কবি কে?
উত্তরঃ- কাজী নজরুল ইসলাম। ১১) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ বলা হয় কাকে? উত্তরঃ- বিহারীলাল চক্রবর্তীকে। ১২) প্রশ্নঃ- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত গ্রন্থ কোনটি? উত্তরঃ- বসন্তকুমারী। ১৩) প্রশ্নঃ- কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ- বিভীষিকা। ১৪) প্রশ্নঃ- কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন? উত্তরঃ- প্রমথ চৌধুরী। ১৫) প্রশ্নঃ- মৌলিক শব্দ কোনটি? উত্তরঃ- গোলাপ। ১৬) প্রশ্নঃ- ‘যার কোন মূল্য নেই’ - তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? উত্তরঃ- ঢাকের বাঁয়া। ১৭) প্রশ্নঃ- ‘আমির হামজা’ কাব্য রচনা করেন কে? উত্তরঃ- ফকির গরীবুল্লাহ। ১৮) প্রশ্নঃ- বাংলা লিপির উৎস কি? উত্তরঃ- ব্রাক্ষী লিপি। ১৯) প্রশ্নঃ- কোন বিশেষণ জাতীয় শব্দ? উত্তরঃ- জীবনী। ২০) প্রশ্নঃ- বর্ণ হচ্ছে — উত্তরঃ- ধ্বনি নির্দেশক প্রতীক। ২১) প্রশ্নঃ- A Speech full of too many words is —. উত্তরঃ- A verbose speech. ২২) প্রশ্নঃ- To meet trouble Half-way means —. উত্তরঃ- To be puzzled. ২৩) প্রশ্নঃ- ‘Paradise lost’ attempted to —. উত্তরঃ- The Justify the ways of God of man. ২৪) প্রশ্নঃ- What is the meaning of the idiom ‘a round dozen’? উত্তরঃ- A full dozen. ২৫) প্রশ্নঃ- What is the meaning of ‘Soft Soap’? উত্তরঃ- Flattery for self motives. ২৬) প্রশ্নঃ- The Invention of computer has turn it over a new leaf in the history of modern technology. —Which of the following is nearest in meaning to the italicized idiom above?
উত্তরঃ- opened a new chapter. ২৭) প্রশ্নঃ- Trying unitedly we were able to have our project approved against strong oppositions. — which of the following says nearly the same as against above?
উত্তরঃ- in the teeth of. ২৮) প্রশ্নঃ- Not many people can commit such a heinous crime in cold blood. — What does the italicized above mean?
উত্তরঃ- in cool brain and calculated through. ২৯) প্রশ্নঃ- The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words. — which is the best phrase for the underlined explanation above?
উত্তরঃ- beggar's description. ৩০) প্রশ্নঃ- You should show good manners in the company of young ladies. — which is the appropriate phrase for the underlined expression above?
উত্তরঃ- behave gently. ৩১) প্রশ্নঃ- Can you tell me where —? — which of the following is the best clause in the above sentence?
উত্তরঃ- Mr Ali lives. ৩২) প্রশ্নঃ- What is the full name of the great American short story writer O’ Henry? উত্তরঃ- William Sydney Porter. ৩৩) প্রশ্নঃ- Nowadays many village are lit — electricity. — which is the correct preposition in the above blank? উত্তরঃ- with. ৩৪) প্রশ্নঃ- The second anniversary celebration of our college will be hold on December, 15. — Which of the following is the correct phrase for ‘will be held’ above?
উত্তরঃ- comes off. ৩৫) প্রশ্নঃ- ‘Dog days’ means —. উত্তরঃ- hot weather. ৩৬) প্রশ্নঃ- People who assume that no evil can befall upon them are foolishly —. উত্তরঃ- complacent. ৩৭) প্রশ্নঃ- One who unduly forwards in rendering service for other is not generally liked in society. — which of the following words represents truly the character of the person mentioned above?
উত্তরঃ- officious. ৩৮) প্রশ্নঃ- What kind of man is quite the the opposite type of ‘supercilious’? উত্তরঃ- Affable. ৩৯) প্রশ্নঃ- How many eggs have your hens — this month? — Which of the the following words best completes the above sentence
উত্তরঃ- laid. ৪০) প্রশ্নঃ- The Walls of our house have been painted — green. — which is the correct preposition in the blank above?
উত্তরঃ- no preposition. ৪১) প্রশ্নঃ- দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত? উত্তরঃ- ২৫। ৪২) প্রশ্নঃ- একটি ঘড়িতে ৬ টার ঘণ্টাধ্বনি ঠিক ৬ টার শুরু করে বাঁচতে ৫ সেকেন্ড সময় লাগে, এ ঘড়িতে ১২ টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ( ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে) উত্তরঃ- ১১ সেকেন্ড। ৪৩) প্রশ্নঃ- এক গোয়ালা তার n-সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিন্মলিখিতভাবে বন্টন করে দিল: প্রথম পত্র কে ½ অংশ দ্বিতীয় পুত্র কে ¼ অংশ তৃতীয় পুত্র কে ⅕ অংশ এবং বাকি 7 টি গাভী চতুর্থ পুত্র কে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল? উত্তরঃ- ১৪০ টি। ৪৪) প্রশ্নঃ- ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয় ভূমির সঙ্গে ৩০⁰ কোনে স্পর্শ করল। মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? উত্তরঃ- ৬ ফুট। ৪৫) প্রশ্নঃ- সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ এর মান কত? উত্তরঃ- ৫ সে.মি.। ৪৬) প্রশ্নঃ- একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? উত্তরঃ- ৮% (বৃদ্ধি)। ৪৭) প্রশ্নঃ- একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? উত্তরঃ- ভূমি × উচ্চতা। ৪৮) প্রশ্নঃ- ½ {( a + b) + (a - b)} = কত? উত্তরঃ- a² + b²। ৪৯) প্রশ্নঃ- aᵐ . aⁿ = aᵐ﹢ⁿ কখন হবে? উত্তরঃ- m ও n ধনাত্মক হলে। ৫০) প্রশ্নঃ- শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত? উত্তরঃ- ২৫,০০০ টাকা।
0 Comments