সাধারণ বিজ্ঞান
১) প্রশ্নঃ ইলেকট্রন কি?
উত্তরঃ পদার্থের অতি ক্ষুদ্র কণা।
২) প্রশ্নঃ ইলেকট্রনিক্স বলতে কি বুঝি?
উত্তরঃ ইলেকট্রনের গতিবিধি বৈশিষ্ট্য ও গবেষণা নিয়েই গড়ে উঠেছে ইলেক্ট্রনিকস।
৩) প্রশ্নঃ ইলেকট্রনিক্স এর প্রাণ কি?
উত্তরঃ বিদ্যুৎ।
৪) প্রশ্নঃ ট্রানজিস্টর কাকে বলে ?
উত্তরঃ অর্ধপরিবাহী ট্রায়েড।
৫) প্রশ্নঃ আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট এর আবিষ্কারক কে?
উত্তরঃ জ্যাক কিলবি (যুক্তরাষ্ট্র)।
৬) প্রশ্নঃ টেলিভিশন এর আবিষ্কারক কে?
উত্তরঃ জন বেয়ার্ড।
৭) প্রশ্নঃ প্রথম ইলেকট্রনিক্স টেলিভিশন ক্যামেরা কে তৈরি করেন?
উত্তরঃ ভালাদিমির জোরিকিন।
৮) প্রশ্নঃ একটি স্থির চিত্র টেলিভিশনের পর্দায় আটকে গেলে ইলেকট্রন নিবকে কমপক্ষে কয়টি রেখা টানতে হবে?
উত্তরঃ ২২৫টি।
৯) প্রশ্নঃ টি.ভি.পর্দার উপরে স্বচ্ছ ফিল্টার লাগানো হয় কেন?
উত্তরঃ অতিরিক্ত নিরাপত্তার কথা হবে।
১০) প্রশ্নঃ প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
উত্তরঃ হার্ভাড মার্ক-ওয়ান।
১১) প্রশ্নঃ প্রথম ডিজিটাল কম্পিউটার কবে কোথায় তৈরি হয়েছিল?
উত্তরঃ মে মাস,১৯৪৪সাল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়,ক্যামব্রিজ।
১২) প্রশ্নঃ আধুনিক ডিজিটাল কম্পিউটার জনক বলা হয় কাকে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
১৩) প্রশ্নঃ বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
উত্তরঃ ইনিয়াক।
১৪) প্রশ্নঃ রোবট কথাটির অর্থ কি?
উত্তরঃ যন্ত্র দাস।
১৫) প্রশ্নঃ প্রথম রোবট কে তৈরি করেছিলেন?
উত্তরঃ উইলিয়াম গ্রে ওয়াল্টার।
১৬) প্রশ্নঃ রোবট কত প্রকার হয়?
উত্তরঃ তিন প্রকার হয়, টার্টল, আর্ম ও মোবাইল।
১৭) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্ব এর ভেতরটা বাড়ির শূন্য থাকে, না নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ থাকে?
উত্তরঃ নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ থাকে।
১৮) প্রশ্নঃ বৈদ্যুতিক হিটার কয়েল সাধারণত কি তার দ্বারা তৈরি করা হয়?
উত্তরঃ নিকেল ও ক্রোমিয়াম এর সংকর ধাতু, ‘নাইক্রোম’ দিয়ে।
১৯) প্রশ্নঃ হাওয়াই চটি বৈদ্যুতিক তার কাজ করলে শট খায় না কেন?
উত্তরঃ হাওয়াই চটি বিদ্যুৎ পরিবাহী বলে।
২০) প্রশ্নঃ প্রথম যন্ত্র গণক বা মেকানিক্যাল ক্যালকুলেটর কে আবিষ্কার করেন?
উত্তরঃ বিজ্ঞানী ব্লাজ পাস্কাল।
জ্যোতিষ বিদ্যা
২১) প্রশ্নঃ জ্যোতিবিজ্ঞান কি মানুষের ভাগ্য গণনার সঙ্গে সম্পর্কিত একটি বিজ্ঞান?
উত্তরঃ জ্যোতিবিজ্ঞান এর সঙ্গে হাত ভাগ্যগণনার কোন সম্পর্ক নেই।
২২) প্রশ্নঃ জ্যোতিবিজ্ঞান এর বিষয়বস্তু কি?
উত্তরঃ আকাশ বা মহাকাশ।
২৩) প্রশ্নঃ ডার্ক নেবুলা এবং পালসার কি জ্যোতির্বিহিন?
উত্তরঃ হাঁ।
২৪) প্রশ্নঃ সব জ্যোতিষ্করা আলো না আসলেও আর কি কি আসে?
উত্তরঃ রেডিও তরঙ্গ ও এক্স রশ্মি।
২৫) প্রশ্নঃ দিনের আকাশে সূর্য ছাড়া আর কোন জ্যোতিষ্ক কাছে কি?
উত্তরঃ আছে।
২৬) প্রশ্নঃ সূর্য একটি জীবন্ত নাম মৃত তারা?
উত্তরঃ জীবন্ত তারা।
২৭) প্রশ্নঃ সূর্যের বয়স কত বলে ধারণা করা হয়?
উত্তরঃ প্রায় ৫০০ কোটি বছর।
২৮) প্রশ্নঃ সূর্যের ভর কত বলে ধারণা করা হয়?
উত্তরঃ২⨯১০৩০ কিলোগ্রাম।
২৯) প্রশ্নঃ সূর্যের ব্যাস কত?
উত্তরঃ ১৩,৯২,০০০ কিলোমিটার।
৩০) প্রশ্নঃ পৃথিবীর ভর কত?
উত্তরঃ ৬⨯১০২৪ কিলোগ্রাম।
৩১) প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
উত্তরঃ ১২,৭৬৫ কিলোমিটার।।
৩২) প্রশ্নঃ রাতের আকাশে খালি চোখে দেখতে পাওয়া তারাদের মধ্যে উজ্জ্বলতম তারা নাম কি?
উত্তরঃ বাণরাজ বা রাইগেল।
৩৩) প্রশ্নঃ রাতের আকাশে আপাতদৃষ্টিতে নিকটতম উজ্জ্বলতম তারা বলা হয় কাকে?
উত্তরঃ লুব্ধক।
৩৪) প্রশ্নঃ ‘আলফা সেন্টরাই- এ এবং আলফা সেন্টোরাই-বি থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তরঃ ৪.৩৮ আলোকবর্ষ।
৩৫) প্রশ্নঃ পৃথিবীর একটি গ্রহ তার প্রথম কে আবিষ্কার করেন?
উত্তরঃ পোল্যান্ডের বিজ্ঞানী কোপার্নিকাস, ষোড়শ শতাব্দীতে।
৩৬) প্রশ্নঃ রাশিচক্র অঞ্চল কি?
উত্তরঃ আকাশের পশ্চিম থেকে পূর্বে প্রসারিত একফালি জায়গা।
৩৭) প্রশ্নঃ গ্রহরা কি ভ্রাম্যমান এবং তাদের আকাশে কোথায় দেখা যায়?
উত্তরঃ হাঁ, তাদের রাশিচক্র অঞ্চলের মধ্যে দেখা যায়।
৩৮) প্রশ্নঃ রাহু ও কেতু দুইটি কি এবং এদের অবস্থান কোথায়?
উত্তরঃ রাহু ও কেতু দুটি জ্যামিতিক বিন্দু, চক্রের গতিপথে অবস্থিত।
৩৯) প্রশ্নঃ বৃহস্পতি গ্রহের ব্যাস কত?
উত্তরঃ ১,৪২,২০০ কিলোমিটার।
৪০) প্রশ্নঃ বৃহস্পতি গ্রহের ভর কত?
উত্তরঃ ১৮৯৯⨯১০২৪ কিলোগ্রাম।।
৪১) প্রশ্নঃ সব গ্রহের উপগ্রহ আছে?
উত্তরঃ না, বুধ এবং শুক্র গ্রহের উপগ্রহ নেই।
৪২) প্রশ্নঃ ভেস্টা কি?
উত্তরঃ গ্রহের অনু।
৪৩) প্রশ্নঃ পৃথিবীতে আজ পর্যন্ত যেসব উল্কাপিণ্ড পাওয়া গেছে তাদের বয়স কত?
উত্তরঃ প্রায় ৪৭০ কোটি বছর।
৪৪) প্রশ্নঃ ধুমকেতু কখন তৈরি হয়?
উত্তরঃ সূর্যের কাছাকাছি এলে।
৪৫) প্রশ্নঃ দীর্ঘতম পুচ্ছ যুক্ত ধূমকেতু কবে দেখা গিয়েছিল এবং এর দৈর্ঘ্য কত ছিল?
উত্তরঃ ১৮৪৩ খ্রিস্টাব্দ এবং ৩৩,০০,০০,০০০ কিলোমিটার।
৪৬) প্রশ্নঃ হ্যালির ধূমকেতুর সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
উত্তরঃ ৭৬ বছর।
ভূবিজ্ঞান ও সমুদ্র বিজ্ঞান
৪৭) প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম শিলা কোথায় পাওয়া গেছে?
উত্তরঃ ওড়িশার কেওনঝড় জেলার চামপুয়ায়।
৪৮) প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্রে তাপ ও চাপের পরিমাণ কত?
উত্তরঃ ২৭০০-২৮০০ডিগ্রি কেলভিন তাপমাত্রা এবং ২২২২ মেট্রিক টন প্রতি বর্গ সেন্টিমিটার এ প্রায় চাপ।
৪৯) প্রশ্নঃ ভূগর্ভের কতটা গভীর রাত ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়ে?
উত্তরঃ ২০ থেকে ৫০ মিটার গভীরতায়।
৫০) প্রশ্নঃ ভূমধ্যসাগরীয় লাইট হাউজ কাকে বলে?
উত্তরঃ স্ট্রম্বলি আগ্নেয়গিরি।
৫১) প্রশ্নঃ হিমালয়,আল্পস, রকিজি-এরা কি ধরনের পর্বত?
উত্তরঃ ভঙ্গিল পর্বতমালা।
৫২) প্রশ্নঃ আসামের কিছু কিছু পাহাড় ও আমেরিকার ‘ওজাক’ পাহাড় কি ধরনের পাহাড় ?
উত্তরঃ গম্বুজ পাহাড়।
৫৩) প্রশ্নঃ এভারেস্ট কোন পাথরের তৈরি?
উত্তরঃ চুনাপাথর।
৫৪) প্রশ্নঃ আজ থেকে ২৫ কোটি বছর আগে পৃথিবীতে কয়টি সমুদ্র ছিল এবং তাদের নাম কি?
উত্তরঃ একটি সমুদ্র, নাম প্যানথালস।
৫৫) প্রশ্নঃ ইউরোপের, ব্যাভেরিয়া, ইতালি ও আইসল্যান্ডের কিছু কিছু হ্রদের জন্ম সম্বন্ধে বিজ্ঞানীদের মতামত ছিল, এগুলি সাধারণত?
উত্তরঃ আগ্নেয়গিরি- যা।
৫৬) প্রশ্নঃ বিধ্বংসী মাটি ধ্বংসের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ শুটস টুর্জ।
৫৭) প্রশ্নঃ পাহাড়ের ঢাল কত বেশি হলে ধ্বংস নামার আশঙ্কা থাকে?
উত্তরঃ ৪০ ডিগ্রির বেশি।
৫৮) প্রশ্নঃ তাম্রপর্ণী নদীর নামের অর্থ কি?
উত্তরঃ তামার পানি।
৫৯) প্রশ্নঃ গাছ থেকে বিটুমিনাস জাতীয় কয়লা (ভূগর্ভে) তৈরি হতে কত সময় লাগে?
উত্তরঃ ১২৫ থেকে ১৫০ বছর ।
৬০) প্রশ্নঃ এমন একটি খনিজ পদার্থের নাম বল, যা আগুনে পোড়ে না?
উত্তরঃ অ্যাসবেস্টস।
৬১) প্রশ্নঃ পেন্সিলের শিস বা লেখার অংশ কি থেকে তৈরি হয়?
উত্তরঃ খনির গ্রাফাইটের সাথে মাটির মিশ্রণে।
৬২) প্রশ্নঃ পৃথিবীতে এমন নদী আছে যে যে নদীতে বেশিরভাগ সময় কোন প্রাণী উপস্থিত থাকে না, অথচ প্রায় ১৬ বছর পরপর বৃষ্টির পানিতে নদীটি ভরে যায় এবং বন্যা হয়?
উত্তরঃ লুনি নদী, থর মরুভূমি।
৬৩) প্রশ্নঃ কোন পাথর থেকে ইউরেনিয়াম পাওয়া যায়?
উত্তরঃ ইউর্যানাইট বা পিচব্লেন্ড।
৬৪) প্রশ্নঃ পৃথিবীতে কোন যুগে শেষ তুষারপাত হয়েছিল?
উত্তরঃ প্লাইস্টোসিন যুগ শেষ ভাগে ।
৬৫) প্রশ্নঃ সমুদ্রের মহীসোপানের গড় গভীরতা কত?
উত্তরঃ ১৫০ মিটার।
৬৬) প্রশ্নঃ পৃথিবীর সমুদ্র জুড়ে যে দীর্ঘ পর্বতমালা বা শৈলশিরা উপস্থিত পাওয়া যায় তার দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬৫,০০০কিলোমিটার।
৬৭) প্রশ্নঃ ‘বাথিস্কেপ’ কে তৈরি করেন?
উত্তরঃ সুইস বিজ্ঞানী অগাস্ট পিকার এবং তার ছেলে।
0 Comments