Header Ads Widget

টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ

১৯তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ


 

১৯তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ


১) প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতা  কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

 উত্তরঃ অগ্নিবীণা।


২) প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?

 উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।


৩) প্রশ্নঃ রবীনাথ ঠাকুরের ছদ্মনাম হলো —

 উত্তরঃ ভানুসিংহ ঠাকুর।


৪) প্রশ্নঃ ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা —

 উত্তরঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।



৫) প্রশ্নঃ প্রাণীর মল মূত্র থেকে ব্যাকটেরিয়া সাহায্যে ফারমেন্টেশন উৎপন্ন হয় —

 উত্তরঃ মিথেন।


৬) প্রশ্নঃ গ্রীন হাউস ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

 উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে।



৭) প্রশ্নঃ ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?

 উত্তরঃ ডলি।


৮) প্রশ্নঃ কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?

 উত্তরঃ রেনিন।


৯) প্রশ্নঃ ভায়াগ্রা কি?

 উত্তরঃ নতুন একটি ঔষধ।


১০) প্রশ্নঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

 উত্তরঃ মাইক্রোসফট।


১১) প্রশ্নঃ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

 উত্তরঃ ২৩ জোড়া।


১২) প্রশ্নঃ ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোন গ্যাস?

 উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন।


১৩) প্রশ্নঃ বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?

 উত্তরঃ ইনসুলিন।


১৪) প্রশ্নঃ গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত মহাদেশ কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?

 উত্তরঃ লর্ড লিনলিথগো।



১৫) প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?

 উত্তরঃ সিরাজগঞ্জ।


১৬) প্রশ্নঃ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?

 উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭।



১৭) প্রশ্নঃ বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

 উত্তরঃ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার।


১৮) প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

 উত্তরঃ গ্যাস।


১৯) প্রশ্নঃ বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?

 উত্তরঃ ১৮ বছর।


২০) প্রশ্নঃ কোন দেশের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির?

 উত্তরঃ ২৫ শতাংশ।


২১) প্রশ্নঃ বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস —

 উত্তরঃ ১৪ ডিসেম্বর।


২২) প্রশ্নঃ রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর-দিনাজপুরে কিছু অংশ নিয়ে গঠিত —

 উত্তরঃ বরেন্দ্রভূমি।


২৩) প্রশ্নঃ সম্প্রতিকালে নোবেল পুরস্কার প্রাপ্ত কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?

 উত্তরঃ প্রফেসর নরম্যান বোরলগ।


২৪) প্রশ্নঃ বাগেরহাটের খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?

 উত্তরঃ একাশি টি। 


২৫) প্রশ্নঃ উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

 উত্তরঃ নাটোর।


২৬) প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পাখি —

 উত্তরঃ দোয়েল।


২৭) প্রশ্নঃ বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য —

 উত্তরঃ ৪.৮ কি. মি.


২৮) প্রশ্নঃ বাংলাদেশের নৌ বাহিনীর প্রতীক কি?

 উত্তরঃ রণতরী।


২৯) প্রশ্নঃ বাংলাদেশের জিডিপিতে পশু সম্পদের অবদান কত?

 উত্তরঃ ২০২০-২১অর্থবছরে প্রাণিসম্পদের অবদান জিডিপিতে ১.৮৯%।


৩০) প্রশ্নঃ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

 উত্তরঃ সোনারগাঁও।


৩১) প্রশ্নঃ বর্তমানে বিদেশ থেকে কত টাকা গুঁড়ো দুধ আমদানি করা হয়?

 উত্তরঃ নাই।


৩২) প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

 উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার।


৩৩) প্রশ্নঃ বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত?

 উত্তরঃ সাভার।


৩৪) প্রশ্নঃ রপ্তানি আয়ে বর্তমান পশু সম্পদের অবদান কত?

 উত্তরঃ ২০২০-২১ অর্থবছরে পশু সম্পদের অবদান ৭.২৬%।


৩৫) প্রশ্নঃ বাংলাদেশের রপ্তানি আয়ের এর মধ্যে চামড়ার অবস্থান কত?

 উত্তরঃ বর্তমান দেশে রপ্তানি আয়ের এর মধ্যে চামড়ার অবস্থান পঞ্চম।


৩৬) প্রশ্নঃ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন?

 উত্তরঃ  ডঃ ওসমান গনি।


৩৭) প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?

 উত্তরঃ ১১ টি।


৩৮) প্রশ্নঃ বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

 উত্তরঃ বর্তমান মোট আয়তনের ১৪.১ শতাংশ।



৩৯) প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?

 উত্তরঃ আব্রাহাম লিংকন।


৪০) প্রশ্নঃ ১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট কে পান?

 উত্তরঃ সুকের।



৪১) প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

 উত্তরঃ নিউইয়র্ক।


৪২) প্রশ্নঃ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

 উত্তরঃ রোম।


৪৩) প্রশ্নঃ কসোভো কোথায় অবস্থিত?

 উত্তরঃ কসোভো বর্তমান একটি স্বাধীন দেশ, এটি ইউরোপে অবস্থিত এবং রাজধানীর নাম  প্রিস্টিনা। স্বাধীনতা

লাভ করে ১৭ ফেব্রুয়ারি, ২০০৮ সালে।


৪৪) প্রশ্নঃ গিল্ডার কোন দেশের মুদ্রার নাম?

 উত্তরঃ নেদারল্যান্ডের মুদ্রার নাম ছিল গিল্ডার। নেদারল্যান্ড ১ জানুয়ারি ১৯৯৯ সালে ইউরোপের একক মুদ্রা ইউরও চালু করলে, গিল্ডার মুদ্রা বন্ধ হয়ে যায়।


৪৫) প্রশ্নঃ নেপালের পার্লামেন্টের নাম কি?

 উত্তরঃ নতুন সংবিধান অনুযায়ী নেপালের আইনসভার নাম- Federal parliament.


৪৬) প্রশ্নঃ ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

 উত্তরঃ তুরস্কে।


৪৭) প্রশ্নঃ নাসা কোন দেশের সংস্থা?

 উত্তরঃ যুক্তরাষ্ট্র।


৪৮) প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

 উত্তরঃ ইন্দোনেশিয়া।


৪৯) প্রশ্নঃ এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

 উত্তরঃ ম্যানিলা।


৫০) প্রশ্নঃ যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?

 উত্তরঃ ১৩ শতাংশ।


        Previous

                      Next           

বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ ১০তম, ১১তম,

১২তম, ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম, ১৭তম, ১৮তম,

১৯তম, ২০তম, ২১তম, ২২তম, ২৩তম, ২৪তম, ২৫তম,

২৬তম, ২৭তম, ২৮তম, ২৯তম, ৩০তম, ৩১তম, ৩২তম,

৩৩তম, ৩৪তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম, ৩৯তম,

৪০তম, ৪১তম, ৪২তম, ৪৩তম, ৪৪তম,


নিজের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের ভুল থাকলে দয়াকরে  অবগত করবেন। কোন পোস্ট প্রয়োজন হলে অবশ্যই জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব।

 উপকারে লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন। এবং প্রয়োজনে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন।

                                                         “ধন্যবাদ”



২০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর

Post a Comment

0 Comments