পদ্মা সেতুর অজানা তথ্য
পদ্মা সেতুর প্রকল্প ব্যয়ঃ ১ম প্রকল্প গ্রহণ করা হয় ২০০৫ সালে, প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় = ১২০০ কোটি টাকা। তৎকালীন প্রধানমন্ত্রী নির্মাণব্যয় = ১০,০০০ কোটি টাকার মধ্যে রাখার পরামর্শ প্রদান করেন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক শাসনামলে ব্যয় নির্ধারণ করা হয় = ১০,১৬১কোটি টাকা।
পরবর্তীতে বিভিন্ন সময় ব্যয় বৃদ্ধি করা হয়, বর্তমান মোট প্রকল্প ব্যয় ৩০১৯৩ কোটি টাকা।
যা মূল প্রকল্প থেকে ২০,০৩২ কোটি টাকা বেশি।
একটু বলে রাখিঃ চীন ৬.৪ কিলোমিটার সড়ক ও রেল সেতু নির্মাণব্যয় ১.০৫ বিলিয়ন ডলার কিন্তু ৬.১৫ কিলোমিটার এর পদ্মা সেতুর ব্যয় ৩.৮৬ বিলিয়ন ডলার। যা চীনের সেতুর থেকে ২.৮১ বিলিয়ন ডলার বেশি।
পদ্মা সেতুর ব্যায়ে চীনের ৬.৪ কিলোমিটার সেতু তিনটির ও বেশি তৈরি করতে পারবে।
পদ্মা সেতুর দৈর্ঘ্যঃ ৬.১৫ কিলোমিটার/ ২০২০০ ফুট।
পদ্মা সেতুর প্রস্থঃ ১৮.১ মিটার/ ৫৯.৪ ফুট ।
পদ্মা সেতু নির্মাণের উপাদানঃ স্টিল ও কংক্রিট।
বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও উত্তরঃ ১০তম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম,
পদ্মা সেতু নকশাকারকঃ AECOM.
পদ্মা সেতু নির্মাণ শুরুঃ নভেম্বর ২০১৪।
পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবেঃ জুন ২০২২ ( আনুমানিক)।
পদ্মা সেতু চালু হবেঃ জুলাই ২০২২ (আনুমানিক)।
পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
স্প্যান/span: ৪১টি।
প্রতিটি স্প্যানের দূরত্বঃ ১৫০ মিটার।
মোট দূরত্বঃ ৪১* ১৫০ = ৬১৫০ মিটার = ৬.১৫ কিলোমিটার।
ট্রেন লাইনঃ Single line dual Guess
অন্যান্য সংযোগ লাইন, অন্যান্য উপাদানঃ
760mm dia Gas transmission line
High voltage current transformer transmission line
150mm dia Optical fiber and Telephone duct.
অতিক্রম নদীঃ পদ্মা
পদ্মা সেতু সংযোগ স্থলঃ মুন্সীগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর
পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করবেঃ যানবাহন ও ট্রেন
পদ্মা সেতু অফিশিয়াল নামঃ পদ্মা বহুমুখী সেতু
পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতুর ঋণের পরিমাণঃ ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা।
পদ্মা সেতুর ঋণ পরিশোধের সময় কালঃ ১শতাংশ সুদ হারে ৩৫ বছরে পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
0 Comments